/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ind-ban-u19.jpg)
India u19 vs Bangladesh u19 match report: প্ৰথম ম্যাচেই বাংলাদেশকে হারাল ভারত (টুইটার)
ভারত: ২৫১/৭
বাংলাদেশ: ১৬৬/১০
ICC U-19 World Cup, IND u19 vs BAN U19: আইসিসি অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের শুরুটা দারুণ হল টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচেই ব্লুমফন্টেন-এ ভারতীয় যুব দল পরাস্ত করল বাংলাদেশকে। ৮৪ রানে জিতে বিশ্বকাপ অভিযানের শুভ সূচনা করল টিম ইন্ডিয়া।
ওপেনার আদর্শ সিং এবং ক্যাপ্টেন উদয় শরণ ব্যাট হাতে জোড়া হাফসেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে জয়ের রাস্তায় পৌঁছে দেন। বল হাতে দুরন্ত বোলিং করলেন সৌম্য পাণ্ডে। বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। ভারত স্কোরবোর্ডে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২৫১/৭-এর বেশি তুলতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাটিং করার আগে মাত্র ৪৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায়।
The #BoysInBlue start the #U19WorldCup Campaign with a win 🙌
Saumy Pandey finishes with a four-wicket haul as India U19 register a 84-run victory over Bangladesh U19 👏👏
Scorecard ▶️ https://t.co/DFqdZaZ28U#BoysInBlue | #U19WorldCup | #BANvINDpic.twitter.com/pzifFawsL7— BCCI (@BCCI) January 20, 2024
প্ৰথমে ব্যাট করতে নেমে ভারতকে মোটামুটি ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিতে সাহায্য করেন ওপেনার আদর্শ সিং (৯৬ বলে ৭৬) এবং ক্যাপ্টেন উদয় সাহারান (৯৪ বলে ৬৪)। পাওয়ার প্লেতে ভারত আর্শিন কুলকার্নির উইকেট হারিয়ে ফেলে। মুশির খান-ও ফিরে যান সাত তাড়াতাড়ি। তৃতীয় উইকেটে উদয় সাহারান এবং আদর্শ সিং জুটিতে ১১৬ রান যোগ করেন। এরপরে উদয় এবং আদর্শ অল্প সময়ের ব্যবধানে আউট হয়ে গেলেও ভারতকে আড়াইশো পার করে দেন প্রিয়াংশ মোলিয়া এবং অবিনাশ রাও। দুজনেই ২৩ করেন। শচীন ধাস ২৬ করেন।
আরও পড়ুন: প্রতিটা আউটেই কুৎসিত উদযাপন, অভব্যতার সীমা ছাড়াল টাইগাররা! বিশ্বকাপে মাঠেই সংঘর্ষ ভারত-বাংলাদেশের
বাংলাদেশের হয়ে দুরন্ত বোলিং করে যান মারুফ মৃধা। ভারতের পাঁচ উইকেট-ই তাঁর শিকার।
Congratulations to Team India U19 for winning against Bangladesh U19 by 84 runs in the ICC U19 World Cup, marking the beginning of their campaign with an impressive start. Saumy Pandey taking four wickets was a standout moment in this impressive triumph. pic.twitter.com/NoUPo9TyRK
— Jay Shah (@JayShah) January 20, 2024
ভারতের চ্যালেঞ্জিং স্কোর চেজ করতে নেমে ১৬৭ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা। স্পিনার সৌম্য পান্ডে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন ৪ উইকেট নিয়ে। মুশির খান নেন ২ উইকেট। বাকি উইকেট ভাগাভাগি করে নেন লিম্বানি, প্রিয়াংশ মোলিয়া এবং আর্শিন কুলকার্নি।
স্কোরবোর্ডে ৫০ রান তোলার ফাঁকেই বাংলাদেশ টপ অর্ডারের চার উইকেট হারিয়ে ফেলেছিল। পঞ্চম উইকেটে শিহাব জেমস এবং আরিফুল ইসলাম ৭৭ রান যোগ করলেও কাজের কাজ হয়নি।
For his solid 76-run opening act, Adarsh Singh is adjudged the Player of the Match 👏👏
India U19 win their opening game of #U19WorldCup by 84 runs.
Scorecard ▶️ https://t.co/DFqdZaYujm#BoysInBlue | #BANvINDpic.twitter.com/DdQ1l2mfUP— BCCI (@BCCI) January 20, 2024
মুশির খান এই জুটিতে ভাঙন ধরানোর পরেই বাংলাদেশের লোয়ার অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। শেষ ৬ উইকেট হারায় স্কোরবোর্ডে ৪০ রান যোগ করার ফাঁকে।
যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতকে। বিশ্বকাপের প্ৰথম ম্যাচেই সেই হারের প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া, একেবারে সুদে-আসলে।