ICC u19 World Cup final India vs Auatralia: আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক উদয় সাহারানের ফ্যান, ফলোয়ার ক্রমশই বাড়ছে। এবার তাঁর হয়ে প্রশংসার সুর চড়ালেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানিয়েছেন, উদয়কে দেখে তিনি মুগ্ধ। শান্ত অথচ দৃঢ়চেতা ভারতের অনূর্ধ্ব-১৯ অধিনায়ক দলের সম্পদ, রীতিমতো ম্যাচ উইনার। এমনটাই দাবি অশ্বিনের।
১১ ফেব্রুয়ারি, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামলে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা পঞ্চমবার ফাইনাল খেলবে। ২০১২ এবং ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত জয়ী হয়েছিল। অস্ট্রেলিয়াও দু'বার ফাইনাল জিতেছে। ভারত এমনিতে যুব বিশ্বকাপের সবথেকে সফল দল। এবারে জিতলে ষষ্ঠবারের মত বিশ্বজয়ী হবে ভারতের যুবারা।
এই ব্যাপারে অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, 'অনেকেই তাঁকে ইতিমধ্যে বলেছেন যে চলতি বিশ্বকাপে উদয় সাহারান দলের প্রাপ্তি। তিনিই প্রথম অধিনায়ক, যিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এটা শুধু রানের ব্যাপার না। ম্যাচ জেতারও ব্যাপার। উদয় সাহারানের যে ক্ষমতাটা আমাকে মুগ্ধ করে, তা হল ওর দৃঢ়তা। ও অনেকটা রিংকু সিং-এর মত। এটা আমি আগেও বলেছি। এসব গুণ টাকা দিয়ে কেনা যায় না। উদয় সাহারানের মধ্যে এটা আছে। ওঁর যথেষ্ট আত্মবিশ্বাস আছে। তার ওপর ভীষণ শান্ত প্রকৃতির।'
বেনোনিতে একটি রোমাঞ্চকর সেমিফাইনালের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করার পরই গতবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারত ফাইনালে পা রেখেছে। সেমিফাইনালে সাহারান তাঁর দুর্দান্ত ৮১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। যা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। সেমিফাইনালে হারের বদলে ভারত ম্যাচ জিতে নিয়েছে।
ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা ২৪৫ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল। সেই রান তাড়া করতে গিয়ে ৩২ রানে ৪ উইকেট হারায় ভারত। এরপরই শচীনের সঙ্গে জুটি বেঁধে ম্যাচের হাল ধরেন সাহারান। পঞ্চম উইকেটে দু'জনে মিলে ১৭১ রানের পার্টনারশিপ গড়েন। যা ধস রোখার পাশাপাশি ভারতীয় দলের আক্রমণাত্মক মনোভাব বজায় রাখতেও বড় ভূমিকা নিয়েছে।
আরও পড়ুন- বাড়ি থেকেই চুরি সৌরভের লাখ টাকার সম্পদ! ব্যাংকিং তথ্য, কন্ট্যাক্ট বেহাত হওয়ার চরম আশঙ্কা
সাহারান শেষ পর্যন্ত টিকে থেকে এবং অন্য প্রান্ত ধরে রাখা নিশ্চিত করেছিলেন। ৯৬ রানে শচীন আউট হয়ে যাওয়ায় একটি প্রাপ্য সেঞ্চুরি মিস করেন। দ্রুত আরও ২ উইকেট পড়ে গেলেও সাহারান শান্তভাবে ইনিংস ধরে রাখেন। দলের স্কোর যখন ২৪৪, তখন সাহারান ভারতের জয়সূচক রান সংগ্রহ করতে গিয়ে রান আউট হন। ভারত শেষ পর্যন্ত ম্যাচ ২ উইকেটে জিতে নেয়। সাহারানকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তিনি বর্তমানে ৬ ম্যাচে ৩৮৯ রান করে করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।