ICC U-19 World Cup, IND u19 vs BAN U19: ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বিতর্কের ঝনঝনানি। ক্রিকেট হোক বা ফুটবল-উত্তেজনার পারদ ছুঁয়ে যায় শিখর। সিনিয়র পর্যায়ের ক্রিকেটের সেই উত্তেজনা হাজির হয়েছে এবার যুব পর্যায়ে। বিশ্বকাপের প্ৰথম ম্যাচেই বিতর্কবিদ্ধ হয়েছে ভারত-বাংলাদেশ ম্যাচে। একাধিকবার বিতর্কের আমদানি ঘটেছে। সংঘর্ষ এড়াতে আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়েছে।
এবার সেই কারণেই কড়া হল আইসিসির। বাংলাদেশি বোলার মারুফ মৃধাকে জরিমানা করা হল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে। আইসিসির নিয়ম শৃঙ্খলা জনিত নিয়ম ভঙ্গ করায় তাঁর নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হল। লেভেল ওয়ান পর্যায়ের এই অপরাধে তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে। সেই গত ২৪ মাসের মধ্যেই এটাই বাংলাদেশের ফাস্ট বোলারের প্ৰথম অপরাধ। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কড়া শাস্তির মুখে পড়তে হবে তাঁকে।
ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন বাংলাদেশি বোলার। তবে প্রত্যেক ভারতীয় ব্যাটারকে আউট করেই সাজঘরের দিকে আঙ্গুল তুলে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন মারুফ। সেই সঙ্গে গালাগালির ফোয়ারা ছোটাচ্ছিলেন তারকা। মাঠেই এই কারণে সতর্ক করেছিলেন আম্পায়ার দোনোভান কচ এবং নাইজেল দুগুইদ। শেষে ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ জানান আম্পায়ারদ্বয়। বাংলাদেশি তারকা নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।
আরও পড়ুন: প্রতি আউটেই কুৎসিত উদযাপন, অভব্যতার সীমা ছাড়াল টাইগাররা! বিশ্বকাপে মাঠেই সংঘর্ষ ভারত-বাংলাদেশের
মারুফ মৃধার সেলিব্রেশনে উস্কানি ছিল। আর সেই জন্যই ক্ষোভে ফুটছিলেন ভারতীয়রা। এর পর একাধিক বার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হল। ভারত পাওয়ার প্লেতেই আর্শিন কুলকার্নি এবং মুশির খানকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। তবে ভারতকে ম্যাচে ফেরায় আদর্শ-উদয়ের ১১৬ রানের পার্টনারশিপ। এই জুটি ক্রিজে দুর্দান্ত খেলার সময়েই বিতর্ক। বাংলাদেশি অধিনায়ক আরিফুল ইসলাম এবং মাহফুজুর রহমান রাব্বির সঙ্গে সরাসরি ঝামেলা লেগে যায় উদয় শরণের। শেষে আম্পায়ারকে পরিস্থিতি শান্ত করতে হয়।
আরও পড়ুন: ICC-র বর্ষসেরা দলে একজন-ও নেই বাংলাদেশি! ভারতীয় ভর্তি তিন ফরম্যাটে হতাশ টাইগাররা
ভারতীয় ইনিংসের ২৫ তম ওভারে দ্বিতীয় ডেলিভারির ঘটনা। সেই সময় বল করছিলেন বাংলাদেশের স্পিনার আরিফুল ইসলাম। ফুল লেংথের একটি বল উদয় সাহারান শর্ট ফাইন লেগে পাঠিয়ে সিঙ্গলস নেন। এতেই আচমকা হতাশ হয়ে আরিফুলকে কিছু একটা বলতে দেখা যায়।
আরও পড়ুন: বিশ্বকাপের প্ৰথম ম্যাচেই ল্যাজ কাটল বাঘের! নাগিন-দেশকে লজ্জা দিয়ে হারাল ভারত
এতে পাল্টা দেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন-ও। এতে আরও উত্তেজনা বাড়ে। শেষে আম্পায়ার পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসতে হয়।
ম্যাচে অবশ্য ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ভারতের ২৫২ রানের টার্গেট চেজ করতে নেমে বাংলাদেশ হেরে গিয়েছে ৮৯ রানের ব্যবধানে। ভারতের হয়ে জোড়া হাফসেঞ্চুরি এসেছে ওপেনার আদর্শ সিং এবং ক্যাপ্টেন উদয় শরণ-এর ব্যাট থেকে।