ICC U-19 World Cup IND u19 vs BAN U19: দক্ষিণ আফ্রিকায় বসছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ২৪ দিন ধরে ৪১ ম্যাচের পর ফয়সালা হবে চ্যাম্পিয়নের। পাঁচবারের যুব বিশ্বকাপ জয়ী ভারত টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে সফলতম দল। গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া এবারেও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার।
শনিবার জানুয়ারির ২০-এ ভারত বিশ্বকাপের অভিযান শুরু করছে বাংলাদেশের বিপক্ষে। পরের রাউন্ডে পৌঁছনোর জন্য ভারতকে সেরা তিন দলের অন্যতম হতে হবে।
টুর্নামেন্টের বিন্যাস:
চারটি করে গ্রুপ ভাগ করা হয়েছে সমস্ত দলকে। প্রত্যেক গ্রুপ থেকে সেরা তিন দল সুপার সিক্স রাউন্ডে পৌঁছবে। চার গ্রুপ থেকে সেরা তিনটি করে দলকে নিয়ে সুপার সিক্স রাউন্ডে আবার দুটো গ্রুপে ফেলা হবে। প্রত্যেক গ্রুপে থাকবে ছয়টা করে দল। আর সুপার সিক্সে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে।
আরও পড়ুন- সবাইকে খুশি করতে পারব না! থ্রিলার জিতেই বিস্ফোরণ রোহিতের, মন ভাঙলেন সতীর্থদের
গ্রুপ-এ: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ-বি: ইংল্যান্ড, স্কটল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ
গ্রুপ-সি: অস্ট্রেলিয়া, নামিবিয়া, শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে
গ্রুপ-ডি: আফগানিস্তান, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান
ভারত সম্প্রতি বেশ ভালো ছন্দে রয়েছে। বিশ্বকাপের ঠিক আগেই দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান যুব দলের বিরুদ্ধে ভারত অপরাজেয় চ্যাম্পিয়ন হয়েছে। তবে বিশ্বকাপের প্ৰথম ম্যাচেই ভারত বাংলাদেশকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে চায় এশিয়া কাপ সেমিতে হারের। বিশ্বকাপের আগে জোড়া প্রস্তুতি ম্যাচ-ও খেলেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে টিম ইন্ডিয়া।
উদয় শরণের নেতৃত্বাধীন ভারতের যুব দল বাংলাদেশ ম্যাচের পর গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবে আয়ারল্যান্ড (জানুয়ারি ২৫) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (জানুয়ারি ২৮) বিপক্ষে।
IND U19 vs BAN U19 LIVE STREAMING DETAILS
IND U19 vs BAN U19 World Cup 2024 Date and Time
যুব বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ম্যাচ খেলা হবে জানুয়ারির ২০-এ ব্লুমফন্টেনের মাউন্ট মানগাউঙ্গ ওভালে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৩০-এ।
IND U19 vs BAN U19 World Cup 2024 Mangaung Oval Bloemfontein Weather Report:
ভারত-বাংলাদেশ ম্যাচে ঝকঝকে আবহাওয়া থাকবে। তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির আশেপাশে। বৃষ্টির কোনও সম্ভবনা নেই।
IND U19 vs BAN U19 World Cup 2024 LIVE STREAMING details, কোথায়-কোন চ্যানেলে খেলা দেখা যাবে:
যুব বিশ্বকাপের সম্প্রচারের স্বত্ত্ব রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের কাছে। স্টার স্পোর্টস-এর বিভিন্ন চ্যানেলে ম্যাচ উপভোগ করা যাবে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার-এ (Disney+ Hotstar)।