অস্ট্রেলিয়া: ২৫৩/৭
ভারত: ১৭৪/১০
India vs Australia U19 World Cup Final Match Highlights: সময়ের হিসাবে ৮৩ দিন। গুজরাটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখি দর্শককে শান্ত করে দিয়েছিলেন প্যাট কামিন্সরা। সেই দুঃস্বপ্ন মেটানোর সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল আড়াই মাসের মাথায়। বড়দের যন্ত্রণা কিছুটা হলেও লাঘব হতে পারত বেনোনির পার্কে।
তবে সেই ক্ষত আরও দগদগেভাবে খুঁচিয়ে গেল সেই অস্ট্রেলিয়া। ষষ্ঠবার ট্রফি জয়ের দোরগোড়া থেকে ভারতকে হ্যাঁচকা টানে ছিটকে দিল হলুদ জার্সির ছোটরাও। ছোটদের বিশ্বযুদ্ধে প্যাট কামিন্স হিসাবে অবতীর্ণ হলেন যুবা অধিনায়ক ওয়েইবগেন। কঠিন পিচে ৬৬ বলে ৪৮ রানের ক্যাপ্টেনস নক খেলে গেলেন।
আর মোদি স্টেডিয়ামে স্বপ্নভঙ্গের রূপকার ট্র্যাভিস হেডের ভূমিকায় যেন অবতীর্ণ হলেন হরজস সিং। ফাইনালের আগে টুর্নামেন্ট জুড়ে যাঁর সর্বোচ্চ রান ছিল মাত্র ১৭। তিনিই এদিন ফারাক গড়ে দিলেন হাফসেঞ্চুরি করে।
ভারত জিতলে ইতিহাস হত। যুব বিশ্বকাপের ইতিহাসে এতদিন প্ৰথম ব্যাটিং দলের সর্বোচ্চ রান ছিল ২৪২। ভারতকে জিততে হলে সর্বোচ্চ রান চেজ করে জিততে হত। আর চাপের মুখে ২৫৪ রান তাড়া করতে নেমেই চোক করে গেল টিম ইন্ডিয়া।
IND vs AUS U19 Final Match Report 2024
ওপেনার অর্শিন কুলকার্নি তৃতীয় ওভারেই ফিরে গিয়েছিলেন ক্যালাম ভিলদারের বলে। মুশির খান এবং আদর্শ সিংয়ের জুটি পাওয়ার প্লে জুড়ে অবিচ্ছেদ্য থাকলেও তেরো তম ওভারে মুশির ফেরেন বিয়ার্ডম্যানের হার্ড লেংথের বলের লাইন মিস করে। সেমিফাইনালে মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠে দলকে ফাইনালের মঞ্চে পৌঁছে দেওয়ার নায়ক ক্যাপ্টেন উদয় সাহারান রবিবারে টিকলেন মাত্র ৮ বল। বিয়ার্ডম্যানের গুড লেংথের বল অফ স্ট্যাম্প দিয়ে হাঁকাতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে শেষ হয়ে যায় উদয় সাহারানের প্রতিরোধ।
এরপরে সময় যত গড়িয়েছে ততই ভারতের ব্যাটিংয়ের পলেস্তারা খসে পড়েছে ঝুরঝুর করে। একপ্রান্ত আগলে খেলছিলেন ওপেনার আদর্শ সিং। শরীর লক্ষ্য করে ধেয়ে আসা শর্ট বল পুল করতে গিয়ে কিপার রায়ান হিকসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। তিনি যতক্ষণ ছিলেন অল্প হলেও টিমটিম করে জ্বলছিল ভারতের আশা। তবে আদর্শ আউট হওয়ার পরই বাকি ম্যাচ হয়ে দাঁড়ায় নিয়মরক্ষার।
আরও পড়ুন- বাড়ি থেকেই চুরি সৌরভের লাখ টাকার সম্পদ! ব্যাংকিং তথ্য, কন্ট্যাক্ট বেহাত হওয়ার চরম আশঙ্কা
১২২/৮ হয়ে যাওয়ার পর হঠাৎ করেই দপদপ করে ভারতের আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল নবম উইকেটে নমন তিওয়ারি-মুরুগান অভিষেকের পার্টনারশিপ। ৪৬ রানের জুটিতে আচমকা অন্য রকমের উত্তেজনা হাজির করেছিলেন দুজনে। তবে ক্যালাম ভিলডার অভিষেককে ফিরিয়ে ভারতের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। শেষে ভারত থেমে যায় ১৭৪-এ। অস্ট্রেলিয়া চতুর্থবারের মত যুব বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ৭৯ রানের বড় ব্যবধানে।
তার আগে টসে জিতে অস্ট্রেলিয়া বেনোনির উইলমোর পার্কে প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কঠিন পিচে প্রাথমিক ধাক্কা সামলে হরজস সিংয়ের হাফসেঞ্চুরিতে ভর করে অজিরা ২৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল।
অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে এটাই সর্বোচ্চ রানের ইতিহাস। ২৬ বছর আগে ইংল্যান্ডের গড়া রেকর্ড ভেঙে দেয় অস্ট্রেলিয়া। ১৯৯৮-এ ইংল্যান্ড শেষবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ২৪২ করেছিল। সেটাই ছিল যুব বিশ্বকাপের ফাইনালে গড়া সর্বোচ্চ রানের রেকর্ড। রবিবার সেই রেকর্ডও চূর্ণ করে দিল অজিরা।
রাজ লিম্বানি, নমন তিওয়ারিদের দাপটে অস্ট্রেলিয়া একসময় ব্যাকফুটে চলে গিয়েছিল। তবে অজিরা ম্যাচে ফেরত আসে হরজস সিংয়ের দুরন্ত হাফসেঞ্চুরিতে ভর করে। তিনটে করে বাউন্ডারি, ওভার বাউন্ডারির সাহায্যে হরজস ৬৪ বলে ৫৫ করে যান। ওপেনার হ্যারি ডিক্সন (৪২), ক্যাপ্টেন ওয়েইবগেন (৪৮) রান পেয়েছেন। ছয় নম্বরে নামা অলিভার পিকও শেষদিকে ৪৩ বলে ৪৬ করে দলের আড়াইশো রান নিশ্চিত করে যান।
ভারতীয় বোলারদের মধ্যে রাজ লিম্বানি ৩ এবং নমন তিওয়ারি ২ উইকেট দখল করেন।