scorecardresearch

স্ত্রী ডোনা ভ্যালেন্টাইন্স ডে’তে পার্টনার নন, কার সঙ্গে সৌরভ! ছবি ফাঁস হতেই উঠল ঝড়

ভি-ডে’তে সৌরভ কাটালেন কার সঙ্গে, ছবি ফাঁস প্রকাশ্যে

স্ত্রী ডোনা ভ্যালেন্টাইন্স ডে’তে পার্টনার নন, কার সঙ্গে সৌরভ! ছবি ফাঁস হতেই উঠল ঝড়

বিশ্বের এলিট আম্পায়ারদের অন্যতম তিনি। কুমার ধর্মসেনা। সম্ভ্রম আদায়কারী এই আম্পায়ারই এবার নয়া কারণে শিরোনামে। ভ্যালেন্টাইন্স ডে তিনি কাটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রামিজ রাজার সঙ্গে। সেই ছবি আবার শেয়ার করলেন প্রেম দিবসেই। সেই সোশ্যাল মিডিয়া পোস্ট মুহূর্তেই ভাইরাল। প্রেম দিবসে মেতেছে গোটা বিশ্ব। ক্রীড়াবিদরা তো বটেই, আম জনতা প্রিয় সঙ্গীর সঙ্গে মুহূর্ত ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

তবে সোশ্যাল মিডিয়ায় এবার ভি-ডে’র শুভেচ্ছা জানিয়ে আইসিসির তারকা আম্পায়ার যে ছবি পোস্ট করলেন, তাতে নেই তাঁর জীবনসঙ্গী। বরং সৌরভ, রামিজ রাজাদের সঙ্গে মুহূর্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট পরিসরে।

আসলে ধর্মসেনা এমসিসি ক্রিকেট কমিটির অন্যতম সদস্য। তিনি ছাড়াও ছয় সদস্যের এই কমিটিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রামিজ রাজা, জাস্টিন ল্যাঙ্গাররা। দুবাইয়ে বর্তমানে মহারাজরা এই কমিটির মিটিংয়ে অংশ নিতেই গিয়েছেন। সেখান থেকেই এবার ভি-ডে’র পোস্ট করে বসলেন ধর্মসেনা।

আম্পায়ার হিসাবে সেরার সেরা কীর্তি রয়েছে ধর্মসেনার। তিনিই ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি আইসিসির বিশ্বকাপ ফাইনাল খেলার পাশাপাশি আম্পায়ার হিসাবেও ম্যাচ পরিচালনা করেছেন। ১৯৯৬-এ অর্জুন রনতুঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তারপর ২০১৫ এবং ২০১৯ জোড়া বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেছেন তিনি।

জাতীয় দলের হয়ে ৩১টি টেস্ট, ১৪১ ওয়ানডে ম্যাচ খেলা তারকা আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করছেন গত ১৪ বছর ধরে। ২০০৯-এ সীমিত ওভারে আম্পায়ারিং দিয়ে হাতেখড়ি। পরের বছরেই টেস্টে পরিচালনা করার সুযোগ পেয়ে যান। এখনও পর্যন্ত ৭৫ টেস্ট, ১১৮ ওয়ানডে এবং ৪২টি টি২০ ম্যাচ পরিচালনা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Icc umpire kumar dharamasena posts valentines day picture with sourav ganguly ramiz raja