ICC ODI World Cup Schedule: বদলে গেল আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সূচি, জেনে নিন বিস্তারিত

ICC Women’s World Cup 2025 schedule: ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে ২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপে আয়োজন করছে। এই টুর্নামেন্টে মোট ৮ দল অংশগ্রহণ করতে চলেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সূচিতে বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া গেল।

ICC Women’s World Cup 2025 schedule: ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে ২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপে আয়োজন করছে। এই টুর্নামেন্টে মোট ৮ দল অংশগ্রহণ করতে চলেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সূচিতে বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া গেল।

author-image
IE Bangla Sports Desk
New Update
ICC Women’s World Cup 2025

শুরু হচ্ছে মহিলাদের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ

Womens World Cup 2025 schedule: ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে ২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপে আয়োজন করছে। এই টুর্নামেন্টে মোট ৮ দল অংশগ্রহণ করতে চলেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সূচিতে বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া গেল। বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার পর এবার আইসিসি একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। আসন্ন টুর্নামেন্টে এম চিন্নস্বামী স্টেডিয়ামে যে ম্য়াচগুলো আয়োজিত হওয়ার কথা ছিল, সেগুলো নবি মুম্বইয়ে শিফট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পদপিষ্ট হওয়ার কারণে বেঙ্গালুরু থেকে সরল ম্য়াচ

Advertisment

২০২৫ আইপিএল টুর্নামেন্টের খেতাব জয় করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয় উদযাপন করার জন্য আরসিবি ক্রিকেটাররা বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। তাঁদের দেখার জন্য চিন্নস্বামী স্টেডিয়ামে কার্যত ভিড় উপচে পড়েছিল। এরপর পদপিষ্টের ঘটনায় বেশ কয়েকজন সমর্থক প্রাণ হারিয়েছিলেন। এরপর কর্নাটক সরকার একটি কমিশন গঠন করে। সেই কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়াম কোনও বড় টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে একেবারেই সুরক্ষিত নয়। এরপরই আইসিসি বেঙ্গালুরুর এই স্টেডিয়াম থেকে যাবতীয় ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

নবি মুম্বইয়ে আয়োজন করা হবে ম্য়াচ

আগামী ৩০ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা ম্য়াচটি বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করার কথা ছিল। কিন্তু, এবার সেটা গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আয়োজন করা হবে। এরপর আগামী ৩ অক্টোবর ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচটি বেঙ্গালুরুর পরিবর্তে গুয়াহাটিতেই আয়োজন করা হবে।

Advertisment

আগামী ২০ অক্টোবর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্য়াচটি কলম্বো স্টেডিয়ামে আয়োজন করার ছিল। কিন্তু, এবার সেটা নবি মুম্বইয়ে আয়োজন করা হবে। অন্যদিকে, বেঙ্গালুরুতে আয়োজিত আরও ২ ম্য়াচ নবি মুম্বইয়ে আয়োজন করা হবে। এরমধ্যে ভারত বনাম নিউজিল্যান্ড (২৩ অক্টোবর) এবং ভারত বনাম বাংলাদেশ (২৬ অক্টোবর) ম্যাচও রয়েছে। এর পাশাপাশি সম্ভাবনা রয়েছে, এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচটি হয় নবি মুম্বইয়ে আয়োজন করা হবে, নয়ত কলম্বোয় আয়োজন করা হতে পারে।

এই কথাই বললেন জয় শাহ

আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ বললেন, সম্প্রতি নবি মুম্বই মহিলা ক্রিকেটের একটা নয়া ঘর হয়ে উঠেছে। আন্তর্জাতিক ম্য়াচ এবং মহিলা প্রিমিয়ার লিগ চালাকালীন এখান থেকে যে সমর্থন পাওয়া গিয়েছে, তা এককথায় অভূতপূর্ব। এই সমর্থন ক্রিকেটারদের উৎসাহ বাড়াতে সাহায্য করবে। আমি নিশ্চিত যে এই উৎসাহই আসন্ন মহিলা ক্রিকেট বিশ্বকাপকে সফল করতে সাহায্য করবে।

Womens World Cup 2025 schedule