/indian-express-bangla/media/media_files/2025/10/06/indian-women-cricket-team-5-2025-10-06-10-16-58.jpg)
পাকিস্তানকে হারানোর পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের উল্লাস
IND W vs PAK W: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team) জয়জয়কার অব্যাহত। গত রবিবার (৫ অক্টোবর) ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে (Women's ODI World Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্য়াচে ভারত ৮৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। পাশাপাশি চলতি টুর্নামেন্টে এটাই টিম ইন্ডিয়ার দ্বিতীয় জয়। ইতিপূর্বে, বিশ্বকাপের প্রথম ম্য়াচে তারা ডাকওয়ার্থ লুইস নিয়ম মেনে শ্রীলঙ্কাকে ৫৯ রানে পরাস্ত করেছিল। সবচেয়ে বড় কথা, টানা ২ ম্য়াচ জেতার পর এবারের মহিলা ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও বড়সড় লাফ দিল টিম ইন্ডিয়া। আপাতত ভারতীয় মহিলা ক্রিকেট দল শীর্ষস্থানে উঠে এসেছে।
পয়েন্ট টেবিলে ৪ নম্বর থেকে সোজা শীর্ষস্থানে লাফ ভারতের
হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত ২ ম্য়াচ জিতেছে। সেইসঙ্গে দেখিয়েছে দাপুটে পারফরম্য়ান্স। পাকিস্তানের বিরুদ্ধে জিততে না জিততেই ভারতীয় ক্রিকেট দল পয়েন্টস টেবিলে চতুর্থ স্থান থেকে সোজা ১ নম্বরে লাফ দিয়েছে। ভারতের ঝুলিতে ২ ম্য়াচ থেকে মোট ৪ পয়েন্ট এসেছে। পাশাপাশি তাদের নেট রানরেট ১.৫১৫। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ২ ম্য়াচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে আপাতত দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। তাদের নেট রানরেট ১.৭৮০। এরপর তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে ইংল্যান্ড এবং বাংলাদেশ রয়েছে। এই দুটো দলই আপাতত ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে।
India Beats Pakistan: বিশ্বকাপে সিংহগর্জন টিম ইন্ডিয়ার, হেরে ল্যাজ গোটাল পাকিস্তান
বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল
ভারতের বিরুদ্ধে এই হারের পাশাপাশি পয়েন্টস টেবিলেও রীতিমতো বিপাকে পড়ল পাকিস্তান ক্রিকেট দল। চলতি টুর্নামেন্টে তারা এই নিয়ে টানা দ্বিতীয় ম্য়াচে পরাস্ত হল। পয়েন্ট তালিকায় পাকিস্তান ক্রিকেট দল আপাতত ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছে। তাদের নেট রানরেট -১.৭৭৭। আর এই টেবিলে সবচেয়ে নীচে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। প্রথম ম্য়াচে তারা লজ্জার পরাজয় স্বীকার করেছিল। এর পাশাপাশি ৭ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অন্যদিকে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। দুটো ম্য়াচ থেকে তারা মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us