Advertisment

ICC World Cup 2019, England vs Bangladesh Highlights: ১০৬ রানে জিতল ইংল্যান্ড, বাংলাদেশের হয়ে লড়লেন একা সাকিব

ICC World Cup 2019, England vs Bangladesh 2019 Highlights: বাংলাদেশ বনাম ইংল্যান্ড। ভাবা হয়েছিল হাড্ডাহাড্ডি ম্যাচ দেখা যাবে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে। তবে জেসন রয়ের ব্যাটে খেলা হল একপেশে।

author-image
IE Bangla Web Desk
New Update
England vs Bangladesh, England vs Bangladesh Live Score

England vs Bangladesh, England vs Bangladesh Live Score

ICC World Cup 2019,England vs Bangladesh Highlights: ৩৮৬-এর জবাবে বাংলাদেশ শেষ ২৮০ রানেই শেষ। ইংল্যান্ডের জয় ১০৬ রানে। প্রথম ইনিংস শেষ হওয়ার পরেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের হার। ৩৮৭ রানের টার্গেট তাড়া করে জিতবে বাংলাদেশ। তা অতিবড় সমর্থকও ভাবেনি। তবে ম্যাচ হেরেও হৃদয় জিতে নিলেন সাকিব আল হাসান। তিনি একাই প্রতিপক্ষের শিবিরে লড়াই ছড়িয়ে দিলেন। ১২১ রানের ইনিংসে সাকিব প্রশংসা কুড়িয়ে নিলেন। সাকিব ছাড়াও কিছুটা লড়াই করলেন মুশফিকুর। একসময় সাকিব-মুশফিকুরের একশো রানের পার্টনারশিপে ইংল্যান্ড শিবিরে সাময়িক আতঙ্কেরও সঞ্চার হয়েছিল। তবে মুশফিকুর ফিরে যেতেই সব শেষ। বাংলাদেশ ২৮০ রানে আউট হয়ে গেল। ইংল্যান্ড ম্যাচ জিতল ১০৬ রানে।

Advertisment

England vs Bangladesh Highlights: England vs Bangladesh 2019 World Cup 2019

তার আগে বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। জেসন রয় মারমুখী ১৫৩ করে যান। পাশাপাশি জনি বেয়ারস্টো (৫০ বলে ৫১), জস বাটলার (৪৪ বলে ৬৪) করেন। ইংল্যান্ডের হয়ে সফলতম বোলার জোফ্রা আর্চার ও বেন স্টোকস। দুজনেই তিনটে করে উইকেট দখল করেন। ২ উইকেট নেন মার্ক উড।

Live Blog

England vs Bangladesh Live Scorecard: England vs Bangladesh 2019 World Cup 2019














22:53 (IST)08 Jun 19





















২৮০ রানে শেষ বাংলাদেশ

পুরো পঞ্চাশ  ওভারও টিকতে পারল না বাংলাদেশ। ৪৮.৫ ওভারে ২৮০ রানেই আউট বাংলাদেশ। জোফ্রা আর্চার, বেন স্টোকস লোয়ার অর্ডার ভেঙে খেলা তাড়াতাড়ি শেষ করে দেন। দুর্ধর্ষ ইনিংসের জন্য ম্য়াচের সেরা জেসন রয়।

22:39 (IST)08 Jun 19





















ক্রিজে মাশরাফি

বেন স্টোকস ফেরালেন সাইফুদ্দিনকে (৫)। ৪৭ ওভার শেষে বাংলাদেশ ২৭৬। হাতে রয়েছে আর দু উইকেট। ক্রিজে ব্যাট করছেন অধিনায়ক মাশরাফি মুর্তাজা। শেষ তিন ওভারে জয়ের জন্য টার্গেট ১১১।

22:31 (IST)08 Jun 19





















সপ্তম উইকেটের পতন

এবার আউট মাহমুদ্দুল্লা। ৪১ বলে ২৮ রান করে মার্ক উডের বলে আউট তিনি।ক্যাচ নিলেন জনি বেয়ারস্টো। ক্রিজে সাইফুদ্দিনের সঙ্গে ব্যাট করতে এলেন মেহদি হাসান মিরাজ। ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ২৬১। 

22:24 (IST)08 Jun 19





















হৃদয় জিতলেন সাকিব

22:24 (IST)08 Jun 19





















আউট মোসাদ্দেক

ষষ্ঠ উইকেটের পতন বাংলাদেশের। ৪৪তম ওভারের প্রথম বলেই শর্ট পিচ বলে পরাস্ত মোসাদ্দেক হোসেন (১৬ বলে ২৬)। জোফ্রা আর্চারের কাছে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। মাহমুদ্দুল্লা (৩৮ বলে ২৬) ব্যাট করছেন। ক্রিজে এলেন মহম্মদ সাইফুদ্দিন। ৪৪ ওভার শেষে বাংলাদেশ ২৫৭। ৩৬ বলে জয়ের জন্য প্রয়োজন  রান ১৩০ রান।

22:06 (IST)08 Jun 19





















লড়াই করে আউট সাকিব

অবশেষে সাকিবকে ফেরালেন বেন স্টোকস। দলের নিশ্চিত হারের মুখেও দারুণভাবে পালটা লড়াই চালিয়ে যাচ্ছিলেন তারকা অলরাউন্ডার। তবে ব্যক্তিগত ১২১ রানের (১১৯ বল) মাথায় আউট সাকিব। স্টোকসের ওভারের প্রথম বলেই ক্যাচ তুলেছিলেন সাকিব। সেই সময় ফেলে দেন জো রুট। এরপরে তৃতীয় বলে সরাসরি বোল্ড সাকিব। ৪০ ওভারে বাংলাদেশ ২২৪। শেষ ১০ ওভারে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৬৩ রান। যা কার্যত অসম্ভব।

21:38 (IST)08 Jun 19





















দুরন্ত শতরান সাকিবের

মাত্র ৯৫ বলে শতরান করে ফেললেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম আউট হওয়ার পরে ২ বল খেলে প্য়াভিলিয়নে ফিরে গিয়েছেন মহম্মদ মিঠুনও। তবে সাকিব অন্যপ্রান্তে অপ্রতিরোধ্য। রাজার মেজাজে শতরান করে ফেলেছেন তিনি (৯৯ বলে ১০৩ রান)। ছয় নম্বরে ব্যাট করতে নামলেন মাহমুদ্দুল্লা। ৩৪ ওভারে বাংলাদেশ ১৮৪। 

21:20 (IST)08 Jun 19





















মুশফিকুর গন

সাকিব-মুশফিকুরের একশো রানের পার্টনারশিপে অবশেষে ভাঙন! লিয়াম প্লাঙ্কেটের বলে জেসন রয়ের হাতে ক্যাচ তুলে বিদায় মুশি-র। হাফসেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেমে গেল তাঁর লড়াই। ২৯ ওভারে বাংলাদেশ ১৬৯। 

21:15 (IST)08 Jun 19





















স্বপ্ন দেখাচ্ছেন সাকিব

ভাবা হয়েছিল, বিপুল রানের চাপে নুইয়ে পড়বে বাংলাদেশ। তবে বাংলাদেশ পালটা দিচ্ছে সাকিব আল হাসানের ব্যাটে (৮৮)। যিনি শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তাঁকে যোগ্য সহায়তা করছেন মুশফিকুরও (৪৩)। তিনিও হাফসেঞ্চুরির সামনে। চতুর্থ উইকেটে বাংলাদেশ ইতিমধ্যেই ১০০ রান যোগ করে ফেলেছে। সাকিব-মুশফিকুর কি  অসাধ্য সাধন করতে পারবেন? ২৮ ওভারে বাংলাদেশ ১৬২। 

20:43 (IST)08 Jun 19





















হাফসেঞ্চুরি সাকিবের

জোড়া উইকেটের পতন ঘটেছে। সামনে বিশাল টার্গেট। এর মধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন সাকিব আল হাসান। দলও শতরানের দোড়গোড়ায়। মাত্র ৫২ বলে অর্ধশতরান করে দলকে টানছেন তারকা অলরাউন্ডার (৫৪ বলে ৫১)। তাঁকে যোগ্য সহায়তা করছেন মুশফিকুর রহিম (২৩ বলে ১৮)। ১৯ ওভার শেষে বাংলাদেশ ৯৮।

20:15 (IST)08 Jun 19





















আউট তামিম

সাকিব আল হাসান মেজাজে ব্যাট করছেন। ৩৫ বলে ইতিমধ্যেই ৩৫ করে ফেলেছেন। তবে অন্যপ্রান্ত থেকে বিদায় নিলেন তামিম ইকবাল (২৯ বলে ১৮)। মার্ক উডের বলে মর্গ্যানের হাতে ক্যাচ তুলে আউট তামিম। ক্রিজে এলেন মুশফিকুর রহিম। 

20:04 (IST)08 Jun 19





















খেলছেন সাকিব

১০ ওভার শেষে বাংলাদেশ ৪৮ রান। ১ উইকেটের বিনিময়ে। সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পরে ম্যাচের হাল ধরেছেন সাকিব আল হাসান (২৮ বলে ২৬) ও তামিম ইকবাল (২৪ বলে ১৫)। পাঁচ নম্বর থেকে দলের বিপদে আজ তিন নম্বরে পাঠানো হয়েছে সাকিবকে। বিশাল এই টার্গেটের কতটা সামনে পৌঁছতে পারবে বাংলাদেশ, সেটাই দেখার।

19:37 (IST)08 Jun 19





















আউট সৌম্য

বল হাতে ধ্বংস কাজ শুরু ইংল্যান্ডের। সৌম্য সরকারকে ২ রানের মাথায় ফিরিয়ে দিলেন জোফ্রা আর্চার। গুড লেংথের বল ব্যাক ফুটে খেলতে গিয়েছিলেন বাঙালি ওপেনার। তবে গতিতে হার মানেন তিনি। সরাসরি বোল্ড তিনি। ২ ওভার বল করে মাত্র ১ রান দিয়ে উইকেট তুলে নিলেন আর্চার। বিশাল রানের টার্গেটের সামনে বাংলাদেশ ব্যাট হাতে একদমই স্বস্তিতে নেই। প্রথম ৪ ওভারে বাংলাদেশ ৮ রান। ক্রিজে এলেন সাকিব আল হাসান।

19:18 (IST)08 Jun 19





















মাঠের বাইরেও চলছে ক্রিকেট

19:02 (IST)08 Jun 19





















রেকর্ডের পর রেকর্ড ইংরেজদের

19:01 (IST)08 Jun 19





















একাই মাঠ মাতালেন জেসন রয়

18:52 (IST)08 Jun 19





















ইনিংস ব্রেক!

টস জিতে বাংলাদেশ বল নিয়েছিল। এখন হাত কামড়ানো ছাড়া আর কিছুই করার নেই তাদের। ব্রিটিশ ওপেনার জেসন রয় একাই দেড়শোর ওপর রান করে দিলেন। ইংল্যান্ড ৫০ ওভারে থামল ৩৮৬ রানে। বাংলাদেশের টার্গেট ৩৮৭। মোর্তাজাদের সামনে বিশাল টার্গেট।

18:34 (IST)08 Jun 19





















ব্যাক-টু-ব্যাক উইকেট হারাল ইংল্যান্ড

৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪১ তুলল ইংল্যান্ড। পরপর ফিরে গেলেনে বাটলার (৬৪) ও মর্গ্যান (৩৫)।  কিন্তু যা রান তুলে দিয়েছে ইংল্যান্ড,  সেখানে দাঁড়িয়ে রীতিমত স্বস্তিতে থাকতে পারে তারা। বাংলাদেশের কাজটা এখন যথেষ্ট কঠিন। এই উইকেটে ৩৪০-এর ওপর রান তাড়া করে জিততে মোর্তাজাদের পায়ের ঘাম মাথায় ফেলতে হবে। একথা বলে দেওয়া যায়।

18:18 (IST)08 Jun 19





















৩০০ পার করে গেল ইংল্য়ান্ড

৪৩ ওভারের খেলা শেষ। ৩০৯ রান উঠল ইংল্যান্ডের স্কোরবোর্ডে। জস বাটলারও করে ফেলেলেন অর্ধ-শতরান। বোঝাই যাচ্ছে ব্রিটিশ বাহিনী বেশ বড় টার্গেটই দিতে চলেছে বাংলাদেশকে। মোতার্জাদের জন্য কাজটা ক্রমেই কঠিন হতে চলেছে। কারণ ইংল্যান্ডের ঝুলিতে তারকা বোলাররাই রয়েছেন। তাঁদের খেলা খুব একটা সহজ হবে না। তামিম ইকবাল, সৌম্য সরকার, শাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। বাংলাদশের প্রথম চার ব্যাটসম্যান এনারাই। তাঁদের ওপর আজ গুরুদায়িত্ব থাকবে প্লাংকেট. আর্চার আর মার্ক উডদের সামলানোর। শেষ সাত ওভারের খেলা বাকি রয়েছে। তারপরেই শেষ হবে ইংল্যান্ডের ইনিংস।

17:49 (IST)08 Jun 19





















অবশেষ প্যাভিলিয়নে জেসন রয়

কোনও প্রশংসাই যথেষ্ট নয় জেসন রয়ের জন্য়।  ১২১ বলের ১৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলে থামলেন তিনি। সৌজন্যে মেহদি হাসান মিরাাজ। রয় একাই আজ বাংলাদেশের বোলারদের সিরদাঁড়া ভেঙে দিলেন। দেখতে দেখতে ৩৮ ওভারের খেলা শেষ হয়ে গেল। ইংল্যান্ড তুলল ২৬৩ রান।জোস বাটলার আর ইয়ন মর্গ্য়ান চাইবেন শেষ ১২ ওভার ব্যাট করেই মাঠ ছাড়তে।

17:24 (IST)08 Jun 19





















এ এক মজার দুর্ঘটনা!

জেসন রয় সেঞ্চুরি সেলিব্রেট করতে গিয়ে সোজা এসে সজোরে ধাক্কা মারলেন আম্পায়ার জোয়েল উইলসনকে। আম্পায়ার  ভারসাম্য় রাখতে না-পেরে পড়ে গেলেন মাটিতে। তাঁকে তুলে ধরার জন্য শুধু রয়ই নয়, এগিয়ে এলেন বাংলাদেশের ক্রিকেটাররাও। আইসিসি পুরো ঘটনার খণ্ডখণ্ড চিত্র সাজিয়েই একটি কোলাজ পোস্ট করল টুইটারে। অন্যদিকে জো রুট (২৯ বলে ২১) মহম্মদ সইফুদ্দিনের বলে বোল্ড হয়ে গেলেন। ইংল্যান্ড ৩২ ওভারে ৬.৫-এর গড়ে ২০৮ রান তুলল। হাতে রয়েছে আরও ১৮টি ওভার ও আটটি উইকেট।

17:09 (IST)08 Jun 19





















সেঞ্চুরি!

২৯ ওভারে ১৮১ রান তুলে ফেলল ইংল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের জন্য় আর কিছুই পড়ে রইল না। দেখতে দেখতে জেসন রয় করে ফেলেলন শতরান। বোঝাই যাচ্ছে ব্রিটিশ ব্যাটসম্যানরা আজ রানের পাহাড়ে দেখতে চান নিজেদের। কার্যত চাপে মোর্তাজার বোলাররা। না পেস, না স্পিন! কিছুই আজ কাজ করছে না তাঁদের জন্য়। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে তাঁর নেট বোলারদের বিরুদ্ধে প্র্যাকটিস করছেন। ইংল্যান্ড বাকি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে তা এখনই বলে দেওয়া সম্ভব

16:31 (IST)08 Jun 19





















২০ ওভার শেষ

৫০ বলে ঝকঝকে ৫১ রানের ইনিংস খেলে ফিরতে হল বেয়ারস্টোকে। মোর্তাজার বলেই মেহদি হাসান মিরাজের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন ব্রিটিশ ওপেনার।  ৭৮ রানে ব্যাট করছেন অপর ওপেনার জেসন রয়। এখন তাঁর সঙ্গী জো রুট। ইংল্যান্ডের বিশ্ববন্দিত ব্যাটিং লাইন আপে এরপরেও রয়েছেন ইয়ন মর্গ্যান. বেন স্টোকস, জোস বাটলারের মতো ক্রিকেটারররা রয়েছেন। ইংল্যান্ড ২১ ওভারে ১৩৫ রান তুলেছে। এককথায় দুরন্ত ব্যাট করছে তারা।

16:03 (IST)08 Jun 19





















ফিফটি!

ঝকঝকে হাফ-সেঞ্চুরি পেয়ে গেলেন জেসন রয়। দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। বেয়ারস্টোও চেষ্টা করছেন স্ট্রাইক রোটেট করার। দেখতে দেখতে ১৫ ওভারে শতরান পার করে গেল ইংল্যান্ড। মোর্তাজা সহ চার বাংলাদেশি বোলার এখনও কোনওভাবেই সমস্যায় ফেলতে পারলেন না ইংল্য়ান্ডের ওপেনারদের। এরকম একটা শুরুই চেয়েছিল ইংল্যান্ড। ওপেনিং জুটি ক্রিজে প্রায় সেট। উইকেট ফেলতে না-পারলে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়বে। মাথায় রাখতে হবে বিশ্বের এক নম্বর ওয়ান-ডে দলের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে খেলছেন মোর্তাজারা। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম ফেভারিট ইংল্যান্ড।

15:41 (IST)08 Jun 19





















ইংল্যান্ড খেলাটা ধরে নিয়েছে

১০ ওভারে ৬৭ রান তুলে ফেলল ইংল্যান্ড। জেসন রয় আর জনি বেয়ারস্টো কিন্তু খেলাটা ধরে নিয়েছে। দুরন্ত ছন্দেই টেম্পোটা বদলে ফেলেছেন তাঁরা। শাকিব-মোর্তাজা, মহম্মদ সইফুদ্দিনের মিলিত প্রচেষ্টাতেও বাংলাদেশ সাফল্য পেল না এখনও। এবার মুস্তাফিজুর রহমানকে খেলিয়েই প্রথম উইকেটটি চাইবেন মোর্তাজা। ইংল্যান্ডের ওপেনাররা চাইবেন অন্তত আরও দশ-বারোটা ওভার খেলে একটা বড় রানের মঞ্চ গড়ে দিতে। সেই কাজেই তাঁরা এগিয়ে চলেছেন।

15:15 (IST)08 Jun 19





















শুরুতে সংযমী ইংল্যান্ড

জেসন রয় আর জনি বেয়ারস্টোর চেনা ওপেনিং জুটিতে ব্রিটিশ বাহিনীর শুরু। শাকিব আল হাসান আর মাশরাফি মোর্তাজার পেস আর স্পিনের মিশ্র ওপেনিং স্পেল বাংলাদেশের। চার ওভারের খেলা হয়ে গেল। ইংল্যান্ড ৯ রান তুলল। একটু ধরেই খেলছেন জনি আর বেয়ারস্টো।

14:42 (IST)08 Jun 19





















টস রিপোর্ট

বাংলাদেশ টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল। মাশরাফি মোর্তাজা বল করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, "শেষ দু'দিন পিচের ওপর কভার ছিল। আশা করছি প্রথম এক ঘণ্টায় কিছু করতে পারব। অতিরিক্ত পেস এই পিচে সাহায্য় করবে।" টস হেরে হতাশ নন ইয়ন মর্গ্যান। বাংলাদেশ দল আজ অপরিবর্তিত। ইংল্যান্ড মঈন আলিকে বসিয়ে লিয়াম প্লাংকেটকে আনল।

13:43 (IST)08 Jun 19





















অস্ট্রেলিয়া শিবিরের খবর

শেষ কয়েক বছরে অস্ট্রেলিয়া দলে অলরাউন্ডার হিসেবে একটা পরিচিতি বানিয়ে নিয়েছেন মার্কাস স্টোইনিস। বিশ্বকাপ তাঁর হাত থেকে সেরাটা বার করে আনতে বদ্ধপরিকর রিকি পন্টিং। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড টুইট করেই সেই বার্তা দিয়েছে। বিশ্বকাপে কোচিং স্টাফ হিসেবে রিকি পন্টিংকে এনে মাস্টারস্ট্রোক দিয়েছে অস্ট্রেলিয়া। জাস্টিন ল্যাঙ্গারের সহকারি হিসেবেই দলের সঙ্গে ইংল্যান্ডে এসেছেন পন্টিং।

12:54 (IST)08 Jun 19





















আজ চোখ থাকবে মোর্তাজার দিকে

ক্রিকেট কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন মাশরাফি মোর্তাজা। পদ্মাপারের দেশের অত্যন্ত জনপ্রিয় মানুষটার কাঁধেই বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্ব। বিশ্বকাপের আগেই তিনি জানিয়েছিলেন, কোনও বাড়তি চাপ বা লাগেজ তিনি বয়ে বেরাতে চান না এই টুর্নামেন্টে। কিন্তু আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস কিন্তু তাঁর হয়েই কথা বলছে। পরিসংখ্যান জানান দিচ্ছে যে, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩টি ওয়ান-ডে ম্যাচ খেলা মোর্তাজা পেয়েছেন ১৬টি উইকেট। বাংলাদেশের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির রয়েছে মোর্তাজারই। ফলে আজও তাঁর হাত থেকে বিশেষ কিছু চাইবেন ওপার বাংলার ফ্যানেরা।

England Bangladesh Cricket World Cup
Advertisment