ICC World Cup 2019, India vs South Africa Highlights: রোহিত-চাহাল-বুমরায় ছয় উইকেটে জয় ভারতের

ICC World Cup 2019, India vs South Africa 2019 Highlights: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছয় উইকেটে জয় পেল ভারত। হাতে ১৫ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল কোহলি অ্যান্ড কোং।

ICC World Cup 2019, India vs South Africa 2019 Highlights: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছয় উইকেটে জয় পেল ভারত। হাতে ১৫ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল কোহলি অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma presents autographed hat to fan who got hit by his six at Edgbaston

ম্য়াচের পর মহিলা ফ্য়ানের মন ভাল করে দিলেন রোহিত

ICC World Cup 2019, India vs South Africa Highlights: জয় দিয়েই অভিযান শুরু করল ভারত। তবে সামান্য উত্তেজনা বাড়িয়ে। বল হাতে বুমরা-চাহাল এবং ব্যাট হাতে রোহিতের বিক্রমে ভারতের জয় ৬ উইকেটে, ১৫ বল বাকি থাকতেই। দক্ষিণ আফ্রিকা ফের একবার ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী। তাই ২২৮-এর বেশি তুলতে পারেনি। তবে এই রান তাড়া করতে গিয়েই একসময় ভারতের নাভিশ্বাস উঠে গিয়েছিল। শুরুতেই ক্রিস মরিস, রাবাদা, তাহিররা রীতিমতো চাপে ফেলেছিল ভারতকে। ধাওয়ান, কোহলি আউট হয়ে গিয়ে বেশ সমস্যায় পড়েছিল ভারত। তবে লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতকে বিপদসীমার বাইরে নিয়ে আসেন রোহিত। তারপরে ধোনির সঙ্গে জুটি বেঁধে ভারতের ফিনিশিং।

Advertisment

India vs South Africa Highlights: England vs Pakistan 2019 World Cup 2019

তার আগে দুরন্ত বোলিংয়ে ভারত শুইয়ে দিয়েছিল প্রোটিয়াজদের। দক্ষিণ আফ্রিকাকে ২২৭ রানে বেঁধে রেখেছিল বিরাট কোহলি অ্যান্ড কোং। জয়ের জন্য ভারতের টার্গেট ছিল ২২৮। দুর্ধর্ষ বোলিং করলেন চাহালের। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার একাই ভাঙলেন তিনি। ৪ উইকেট তাঁর নামের পাশে। তাঁর আগে প্রোটিয়াজদের ব্যাটিং বিপর্যয়ের রিংটোন সেট করে দেন বুমরা। শুরুতেই জোড়া ধাক্কা দিয়েছিলেন তিনি। ভুবনেশ্বর কুমারও দু-উইকেট নেন। তারপর গোটা ম্যাচ সেই ধাক্কা সামলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা রোহিত শর্মা।

India Cricket World Cup