/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/eeeee.jpg)
ICC Cricket World Cup 2019 Opening Ceremony: কোথায় আর কখন দেখবেন এই বর্ণাঢ্য অনুষ্ঠান (ছবি-আইসিসি)
প্রতীক্ষার অবসান। আগামিকাল লন্ডনে শুরু হচ্ছে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপ। দেড় মাসেও বেশি সময় ধরে বাইশ গজ মাতবে ক্রিকেট মহোৎসবে। ঐতিহাসিক ওভালে উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট কার্নিভাল শুরু হবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়েই। এই প্রতিবেদনে রইল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট ফ্যানেদের জন্য বিনোদনের কী পসরা সাজিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পরিকল্পনা নিয়েই ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলে একট রিপোর্ট প্রকাশ করেছে। তার ভিত্তিতেই পয়েন্ট করে অনুষ্ঠান সূচি তুলে ধরা হল।
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: লক্ষাধিক মহিলা গলা ফাটাবেন বিশ্বকাপে, বলছে আইসিসি
দেখে নিন কী থাকছে আগামিকালের অনুষ্ঠানে
ড্রাম অ্যান্ড বেস ব্য়ান্ড রুডিমেন্টালের পারফর্ম করার কথা রয়েছে। কিন্তু দলের সব সদস্য থাকতে পারবেন না।
কমেডিয়ান প্যাডি ম্য়াকগিনিস থাকবেন বিশেষ অনুষ্ঠান 'সেলিব্রেশন অফ ক্রিকেট, মিউজিক অ্যান্ড কালচার' নিয়ে।
সাধারণের জন্য ৪০০০ টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
অংশগ্রহণকারী ১০ দেশের প্রতিনিধিত্ব করবেন সেই দেশের একজন কিংবদন্তি ও সেলিব্রিটি।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সেন্ট্রাল লন্ডনের দ্য মলে।
বুধবার অর্থাৎ আজ ভারতীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ইভেন্ট শুরু হবে। দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
পুরো অনুষ্ঠানটিই হবে বাকিংহ্যাম প্যালেসকে পিছনে রেখে।
এই অনুষ্ঠানে আয়োজক দেশের কোনও ক্রিকেটারকেই পাওয়া যাবে না। তাঁদের ক্লান্তি না-দেওয়ার জন্যই এই ভাবনা আইসিসি-র।