Advertisment

ICC World Cup 2019, South Africa vs Bangladesh Match Highlights: জিতে অভিযান শুরু বাংলাদেশের, জোড়া হেরে ভারতের মুখোমুখি হবে প্রোটিয়াজরা

ICC World Cup 2019, South Africa vs Bangladesh Match Highlights: বিশ্বকাপের সুপার সানডে-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মনে রাখার মতো পারফরম্যান্স বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকাকে তারা হারাল ২১ রানে।

author-image
IE Bangla Web Desk
New Update
ICC World Cup 2019, South Africa vs Bangladesh Match Live Score

ICC World Cup 2019, South Africa vs Bangladesh Match Live Score

ICC World Cup 2019, South Africa vs Bangladesh Match Highlights: প্রথম ম্য়াচেই ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে। তবে সেই হার থেকে শিক্ষা নেয়নি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিরুদ্ধে তাঁদের জঘন্য ফর্ম অব্যাহত। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের কাছে হেরে বসল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে বাংলাদেশ তুলেছিল ৩৩০। জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে  ৩০৯ রানের বেশি করতে পারেনি প্রোটিয়াজরা। বাংলাদেশের জয় এল ২১ রানে।

Advertisment

লক্ষ্য় ছিল ৩৩১ রান। সেই রান চেজ করতে গিয়ে শুরুটা খারাপ করেনি দক্ষিণ আফ্রিকা। ডিকক ও মারক্রাম সতর্কভাবে দলকে স্টার্ট দিয়েছিলেন। তবে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে ফিরে যান ডিকক। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। মারক্রাম (৪৫), ডুপ্লেসিস (৬২), ডেভিড মিলার (৩৮), দুসেন (৪১), ডুমিনি (৪৫) নিজেদের মধ্যে ছোট ছোট পার্টনারশিপ গড়লেও লম্বা জুটি গড়তে পারেননি।

World Cup 2019 Live, South Africa vs Bangladesh , South Africa vs Bangladesh Highlights

অন্যদিকে, বাংলাদেশের সৌম্য সরকার (৪২) সাকিব আল হাসান (৭৫), মুশফিকুর রহিম (৭৮) এবং শেষদিকে মোসাদ্দেক হোসেন (৩৩ বলে ৪৬) ও মাহমুদ্দুল্লার (২০ বলে ২৬) ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশের স্কোর ৩৩০। ওয়ান ডে-তে যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশের হয়ে বল হাতে সফল মুস্তাফিজুর রহমান (৩-৬৭) ও মহম্মদ সাইফুদ্দিন (২-৫৭)! বাকি উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন সাকিব আল হাসান, মিরাজরা।

Live Blog

ICC World Cup 2019, South Africa vs Bangladesh Match Live Score LIVE Updates














23:13 (IST)02 Jun 19





















স্বপ্নের শুরু বাংলাদেশের

23:12 (IST)02 Jun 19





















জিতে স্বপ্নের শুরু বাংলাদেশের

22:58 (IST)02 Jun 19





















জয়ী বাংলাদেশ

টুর্নামেন্টে জিতে দারুণ শুরু করল বাংলাদেশ। ব্যাট হাতে প্রথমে ৩৩০ করার পরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিল ৩০৯ রানে। সাকিবদের জয় এল ২১  রানে। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে তুলল ৩০৯ রান। এই ম্যাচে দুই দলই ৩০০-র উপর স্কোরবোর্ডে তুললেও কোনও ব্যাটসম্যানই শতরান করতে পারলেন না। বাংলাদেশ ব্যাটে বলে নজর কাড়া পাফরম্যান্স মেলে ধরল। অন্যদিকে, টানা দুটো ম্যাচ হেরে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।

22:50 (IST)02 Jun 19





















ডুমিনি গন

22:44 (IST)02 Jun 19





















জয়ের মুখে বাংলাদেশ

ডুমিনি-কে ফিনিশার হিসেবে ধরা হচ্ছিল। তবে ৩৭ বলে ৪৫ রান করে দলকে ফিনিশিং লাইনে পৌঁছে দিতে ব্যস্ত তিনি। বাংলাদেশকে অষ্টম উইকেট এনে দিলেন সেই ফিজ! এই নিয়ে ইনিংসে তিন উইকেট শিকার করে ফেললেন বাংলাদেশি তারকা। ৪৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২৮৭।

22:37 (IST)02 Jun 19





















মরিসের আউটে দক্ষিণ আফ্রিকার হার কার্যত নিশ্চিত

দক্ষিণ আফ্রিকার ইনিংসের কফিনে সম্ভবত শেষ পেরেক পুঁতে দিলেন মুস্তাফিজুর রহমান। ৪৬ তম ওভারের শেষ বলে ক্রিস মরিসকে ফিরিয়ে দিলেন তিনি। জয়ের জন্য ওভার পিছু প্রয়োজন ১২-এর বেশি! এমন অবস্থায় ক্রিস মরিস মরিয়া হয়ে খেলছিলেন। তবে মুস্তাফিজুরের বলে ছক্কা হাকাতে গিয়ে প্যাভিলিয়নে ফিরতে হল মরিসকে। ডুমিনি অন্যপ্রান্তে থাকলেও, এই ম্যাচে সম্ভবত হারের খাতাতেই দক্ষিণ আফ্রিকা। ৪৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২৭৬।

22:27 (IST)02 Jun 19





















নজর কাড়ছেন সাইফুদ্দিন

22:22 (IST)02 Jun 19





















জয়ের কাছে বাংলাদেশ

আস্কিং রেট ক্রমশ বাড়ছে। দক্ষিণ আফ্রিকার কাছ থেকে লক্ষ্য ক্রমশই দূরে সরছে। এর মধ্যেই আউট ফেলুকাওয়ো (৮)। সাকিব আল হাসান দারুণ ক্যাচ নিলেন। ঘাতক সেই সাইফুদ্দিন। ২৫০ তুলে ফেলল প্রোটিয়াজরা। ডুমিনি (২২ বলে ২৩) লড়ছেন। ক্রিজের অন্য়প্রান্তে এলেন ক্রিস মরিস। ৪৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে  ২৫২। ৪২ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য এখনও প্রয়োজন ৭৯ রান।

22:03 (IST)02 Jun 19





















পঞ্চম উইকেটের পতন

ফের উইকেট পতন দক্ষিণ আফ্রিকার। ফিরে গেলেন ভ্যান ডার দুসেন। ৪১ রান করে দুসেনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে পঞ্চম ঝটকা দেন বাংলাদেশি পেসার সাইফুদ্দিন। ওভার পিছু সাড়ে ন-য়ের কাছাকাছি রান রেটে স্কোরবোর্ডে রান তুলতে হবে প্রোটিয়াজদের। ডুমিনি অন্যপ্রান্তে রয়েছেন।

21:41 (IST)02 Jun 19





















মিলারকে ফেরালেন ফিজ

৩৪.২ ওভারে স্কোরবোর্ডে ২০০ তুলে ফেলে দারুণভাবে রান তাড়া করছিল দক্ষিণ আফ্রিকা। ডুপ্লেসিস আউট হওয়ার পরে রান তাড়া করার দায়িত্ব তুলে নিয়েছিলেন ডেভিড মিলার (৪২ বলে ৩৮)। তবে মুস্তাফিজুর রহমান মিলারকে ফিরিয়ে দিয়ে দারুণ ধাক্কা দিলেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে দারুণভাবে ক্যাচ ধরলেন মেহদি হাসান মিরাজ। অন্যপ্রান্তে ব্যাট করছেন ভ্যান ডার দুসেন (২৭ বলে ২৪)। মিলার-দুসেনের পার্টনারশিপে হাফসেঞ্চুরিও কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরেই ধাক্কা। ৩৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২০৫। শেষ ১৪ ওভারে দক্ষিণ আফ্রিকাকে এখনও তুলতে হবে ১২৬ রান।

21:17 (IST)02 Jun 19





















বাঁচলেন মিলার

জোর রক্ষা পেলেন ডেভিড মিলার। সাকিব আল হাসানের বল কভারে খেলেছিলেন মিলার। তবে হাওয়ায় থাকা বল তালুবন্দি করতে পারলেন না সৌম্য সরকার। ডুপ্লেসিস ফিরে যাওয়ার পরে মিলারই আপাতত সবথেকে বড় ভরসা প্রোটিয়াজদের। জীবন পেয়ে দলকে জেতাতে পারবেন বিধ্বংসী ব্যাটসম্যান, সেটাই আপাতত দেখার। ৩০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১৬৯।

21:03 (IST)02 Jun 19





















ডুপ্লেসিসকে ফিরিয়ে বড় আঘাত মিরাজের

৫৩ বলে ৬২ রানে ডুপ্লেসিস খেলা ধরে নিয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছিলেন, ডুপ্লেসিস ক্রিজে থাকলে, দক্ষিণ আফ্রিকা প্রায় সাড়ে তিনশো রানেকর টার্গেট ছুয়ে ফেলবে। তবে যখনই সম্ভবনা তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। তখনই সবথেকে বড় ব্রেক থ্রু দিলেন মেহদি হাসান মিরাজ। মিরাজের অফস্পিন স্টেপ আউট করে বাইরে ফেলতে চেয়েছিলেন। তবে লম্বা টার্ন নিয়ে বল উইকেট ফেলে দেয়। ক্রিজে আপাতত মিলার ও ভ্যান ডার ডুসেন। 

20:55 (IST)02 Jun 19





















ওভার বাউন্ডারিতে হাফসেঞ্চুরি

ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ফাফ ডুপ্লেসিস। ২৫ ওভারে দু উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৩৫। এখনও প্রোটিয়াজদের তুলতে হবে ১৯৬ রান। দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন ডুপ্লেসিস। দক্ষিণ আফ্রিকার বড় ভরসা আপাতত অধিনায়কই। ক্রিজের অন্যপ্রান্তে ব্যাটিং করছেন মিলার। এটা ডুপ্লেসিসের ৩৩ তম অর্ধশতরান।

20:43 (IST)02 Jun 19





















সাকিবের ধাক্কা দক্ষিণ আফ্রিকাকে

১০০ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। ডুপ্লেসিস ও মারক্রাম হাফসেঞ্চুরি পার্টনারশিপও গড়ে ফেলেছিলেন। তারপরেই দক্ষিণ আফ্রিকার পার্টনারশিপে ভাঙন ধরান সাকিব আল হাসান। তিনি ফিরিয়ে দেন হাফসেঞ্চুরির মুখে থাকা মারক্রামকে। ৫৬ বলে ৪৫ রান করে আউট মারক্রাম। এটাই সাকিবের ওয়ান ডে-তে ২৫০তম শিকার। ক্রিজে রয়েছেন অধিনায়ক ডুপ্লেসিস। ক্রিজে এলেন ডেভিড মিলার। ৫-এর একটু বেশি রান রেটে প্রোটিয়াজরা ব্যাট করছেন। তবে আস্কিং রেট কিন্তু এখনই সাতের উপরে।

20:13 (IST)02 Jun 19





















মুশফিকুর ফ্য়াক্টর

ব্যাট হাতে প্রথমে দক্ষিণ আফ্রিকান বোলারদের শাসন করেছেন। ৮০ বলে ৭৮ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন। তারপর উইকেট কিপিংয়ের সময়ে বুদ্ধিদীপ্ত রান আউট করলেন ডিকক-কে! বাংলাদেশ সমর্থকদের প্রিয় মুশি প্রথম ম্যাচেই নজর কাড়লেন।

19:59 (IST)02 Jun 19





















আউট ডিকক

নিজের পঞ্চম ওভারে ব্রেক থ্রু এনে দিলেন মেহদি হাসান মিরাজ। স্বচ্ছন্দে খেলছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডিকক ও মারক্রাম। তবে দলীয় অর্ধশতরানের ঠিক আগেই ব্যক্তিগত ২৩ রানে আউট ডিকক। কাট করতে চেয়েছিলেন প্রোটিয়াজ ওপেনার। তবে মিস করেন। উইকেটকিপার মুশফিকুর রহিমও বল ধরতে পারেননি। এমন সময়ে রান নেবেন কিনা, তা নিয়ে দোনোমোনো করছিলেন ডিকক। বল ছুড়ে সরাসরি থ্রোয়ে রান আউট করে দেন মুশফিকুর। ক্রিজে এলেন ক্যাপ্টেন ডুপ্লেসিস। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৫১।

19:33 (IST)02 Jun 19





















ডিককরা লড়ছেন

ওপেনিংয়ে ব্যাট করতে এসেছেন ডিকক ও মারক্রাম। ৪ ওভার শেষে রান ১৯। দ্বিতীয় ওভারেই মেহদি হাসান মিরাজকে এনেছিলেন মাশরাফি। একপ্রান্ত থেকে মুস্তাফিজুর ও অন্যপ্রান্তে মিরাজ। স্পিন-পেসের জোড়া আক্রমণে শুরুর ধাক্কা দিতে চেয়েছেন বাংলাদেশি অধিনায়ক। তবে ধরে সতর্কভঙ্গিতে খেলছেন মারক্রাম, ডিককরা।

18:57 (IST)02 Jun 19





















ইঙ্গিতবাহী?
18:49 (IST)02 Jun 19





















৩৩১ টার্গেট

দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের টার্গেট দিল বাংলাদেশ। দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সের নমুনা রাখল বাংলাদেশ। প্রোটিয়াজদের বোলিং ইংল্যান্ডের মতো এদিনও ব্যর্থ। বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরুদ্ধে কোনও দক্ষিণ আফ্রিকান বোলারই ছাপ ফেলতে পারল না।

18:16 (IST)02 Jun 19





















মুশফিকুর আউট হয়ে গেলেন

৮০ বলে ৭৮ রান করে ফেহলুকোয়ায়োর বলে আউট হয়ে গেলেন মুশফিকুর। মোসাদ্দক হোসেন এলেন ক্রিজে। অন্যদিকে আইসিসি টুইট করে মাঠের এক অনন্য় খুদে সমর্থকের ছবি পোস্ট করেছে। বাংলাদেশের এক সমর্থক মাথায় বাংলাদেশের টুপি চাপিয়ে খেলা দেখতে এসেছে। অথচ তাঁর পরনে লিভারপুল জার্সি। গতকাল রাতেই টটেনহ্যামকে হারিয়ে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। খুদে সমর্থক জার্সি-তে ক্লাবের লোগো দেখিয়ে সেই বার্তাই দিচ্ছে।

18:09 (IST)02 Jun 19





















আবার তাহির

মহম্মদ মিঠুন ফিরে গেলেন ২১ রানে। তাহির বোল্ড করে দিলেন তাঁকে। ৪১ ওভারে বাংলাদেশ ২৪৫ রান তুলল চার উইকেট হারিয়ে। তাদের হাতে আর অন্তিম ৯ ওভার। ৩০০-র বেশি রানই ওঠার সম্ভাবনা রয়েছে। মুশফিকুর কিন্তু একটা প্রান্ত ধরে রেখেছেন। তাঁর নতুন পার্টনার মাহমদুল্লাহ। তাহিরের কথা আলাদ করে বলতেই হবে। চলতি বিশ্বকাপে তিনি সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার। চল্লিশেও কামাল করছেন তিনি। সদ্যসমাপ্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অনন্য ফর্মে ছিলেন তিনি।  ১৫ ম্যাচে ২৬টি উইকেট নিয়ে পার্পেল ক্যাপ জেতেন তিনি।

17:47 (IST)02 Jun 19





















বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে, ফিরলেন শাকিব

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে লুঙ্গি নিদির বেরিয়ে গেলেন মাঠের বাইরে। এই ম্যাচে আর তাঁর বল করা হবে না। নিঃসন্দেহে ফাফ তাঁর দলের অন্যতম সেরা পেসারের অভাববোধ করবেব এই ম্যাচে। অন্যদিকে শাকিবের ইনিংস থামল তাহিরের হাতে। তাঁর বলে বোল্ড হয়ে গেলেন শাকিব। এদিন দুরন্ত ব্যাট করলেন বাংলাদেশের স্টার ও বিশ্বের এক নম্বর ওয়ান-ডে অলরাউন্ডার। ৮৪ বলে ৭৫ রানের ইনিংস খেললেন তিনি। এখন মুশফিকুর ব্যাট করছেন ৭১ রানে। ক্রিজে এসেছেন মহম্মদ মিঠুন। বাংলাদেশ তিন উইকেট হারিয়ে ২২৩ রান তুলল ৩৭ ওভারে।

17:31 (IST)02 Jun 19





















মুশফিকুরেরও ফিফটি

শাকিব আর মুশফিকুরের জুটি ক্রিজে আঁঠার মতো আটকে গিয়েছে। ফাফ বুঝে উঠতে পারছেন না এই জুটি কীভাবে ভাঙবেন তিনি। আজ শাকিবদের খেলা দেখে মনে হচ্ছে তাঁরা উইকেট না-দিয়ে আসার পণ করেই নেমেছেন। বাংলাদেশি ফ্যানেরাও তাঁদের খেলায় মুগ্ধ। ৩৪ ওভারে ২১৫ তুলে ফেলল তাঁরা। হাতে এখনও রয়েছে আট উইকেট। প্রোটিয়া বোলারদের অত্যন্ত নির্বিষ দেখাচ্ছে আজ। অন্যতম সেরা বোলিং সাইড বলে মনে হচ্ছে না তাদের।

17:01 (IST)02 Jun 19





















জাত চেনালেন শাকিব

দলের প্রয়োজনে জ্বলে উঠলেন শাকিব। কেরিয়ারের ৪৩ নম্বর ওয়ান-ডে হাফ-সেঞ্চুরি করা হয়ে গেল তাঁর।  অন্যদিকে মুশফিকুরও ফিফটির রাস্তায়। দুই ব্যাটসম্যানই দুর্দান্ত ছন্দে ব্যাট করছেন আজ। ২৭ ওভারের খেলা শেষ হয়ে গেল। ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৭০ রান তুলে ফেলল। বড় রানেরই ইঙ্গিত রয়েছে তাঁদের ব্যাটে। প্রোটিয়া বোলাররা উইকেটের জন্য এখন মরিয়া। এই জুটিটা ভাঙার অপেক্ষায় তাঁরা।

16:17 (IST)02 Jun 19





















জোড়া উইকেট হারাল বাংলাদেশ

তামিমের পর সৌম্যও ফিরে গেল। সৌম্য় এদিন মাত্র আট রানের জন্য হাফ-সেঞ্চুরি মাঠে রেখে আসলেন।  তিনিও তামিমের মতোই আউট হলেন। উইকেট দিয়ে এলেন ক্রিস মরিসের হাতে। ১৫ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৮৮ রান তুলল। শাকিব আর মুসফিকুর এখন টেনে নিয়ে যাচ্ছেন দলটাকে। প্রাথমিক ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছেন তাঁরা।

15:44 (IST)02 Jun 19





















বোলার বদলেই সাফল্য পেল দক্ষিণ আফ্রিকা

আন্দিলে ফেহলুকোয়ায়োকে অষ্টম ওভারে নিয়ে আসলেন ফাফ। তাঁর দ্বিতীয় বলেই তামিম উইকেটের পিছনে খোঁচা দিয়ে উইকেটটা দিয়ে আসলেন।  ২৯ বলে ১৬ করে ফিরলেন তামিম। ৯ ওভার শেষে বাংলাদেশ এক উইকেট হারিয়ে ৬০ রান তুলল। এখন সৌম্য়কে সঙ্গ দিতে এলেন শাকিব আল হাসান।

15:35 (IST)02 Jun 19





















দারুণ ছন্দে বাংলাদেশের ওপেনাররা

এখনও পর্যন্ত তামিম-সৌম্যর খেলা দেখে মনে  হলো না যে, তাঁদের খেলতে কোনওরকম অসুবিধা হচ্ছে। ফ্রি-ফ্লোয়িং আর ইজি ক্রিকেটটাই খেলছেন ওপার বাংলার দুই স্টার ওপেনার। নিদি-রাবাদার জোড়া ফলা এখনও আঘাত হানতে পারেনি। সাত ওভারে ৫০ রানের পার্টনারশিপ হয়ে গেল তামিম-সৌমদের।

15:10 (IST)02 Jun 19





















তামিম-সৌম্য়তে বাংলাদেশের শুরু

ওপেনিংয়ে সেই চেনা জুটি। তামিম ইকবাল আর সৌম্য় সরকার। লুঙ্গি নিদি আর কাগিসো রাবাদার ওপেনিং স্পেল চলছে। বাংলাদেশ ২ ওভার ব্যাট করে সাত রান তুলল। স্বাভাবিক ভাবেই এই পিচে একটু সেট হতে সময় নেবেন এই দুই ওপেনার। মানিয়ে নিতে তাঁদের কিছুটা হলেও সময় লাগবে।

14:47 (IST)02 Jun 19





















টস জিতলেন ফাফ

টস জিতলেন ফাফ দু প্লেসিস। মাশরাফি মোর্তাজাদের ব্যাট করতে পাঠালেন তিনি। ফাফ বলছেন, "আজকে আমরা অতিরিক্ত সিমার নিয়ে খেলছি। আমরা চেষ্টা করব গতিতে বাংলাদেশকে পরাস্ত করতে। গত ম্যাচের থেকে শিক্ষা নিয়েই এদিন খেলতে চাই। আজ হাশিম আমলা খেলছে না। ওর মাথায় চোট লেগেছে। ডেভিড মিলার ফিরে এসেছে। ক্রিস মরিস খেলবে। এই পিচের কথা ভেবেই দলটা অন্যরকম হয়েছে। এখানে বাউন্স রয়েছে ভাল। সেটাই কাজে লাগাতে চাই।" অন্যদিকে মোর্তাজা বলছেন এটা ব্যাটিং উইকেট। তাঁরা এরকম উইকেটে খেলে অভ্য়স্ত। ফলে কোনও সমস্যা হবে না।

14:07 (IST)02 Jun 19





















তামিম খেলছেন আজ

প্র্যাকটিস করতে গিয়ে বাঁ-হাতের কনুইয়ে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের এই ওপেনারের খেলা নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু নেট সেশনের পর তামিম ফিট বলেই জানিয়েছে বাংলাদেশ। আজ প্রোটিয়াদের বিরুদ্ধে মাশরাফি তাঁকে দলে পাচ্ছেন। বাংলাদেশ দল ঘোষণা করে দিয়েছে ইতিমধ্য়ে। দেখে নিন টুইট লিঙ্কে ক্লিক করে।

13:44 (IST)02 Jun 19





















আজ স্মিথের জন্মদিন

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল তিনটের সময়। ম্যাচের লাইভ আপডেট ও ছোট-বড় সমস্ত খরব থাকবে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার লাইভ ব্লগে। আজকের ম্য়াচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মাঠ দ্য ওভালে। এই ফাঁকে জানিয়ে দেওয়া যাক, আজ ৩০-এ পা দিলেন অস্ট্রেলিয়ার স্টার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। আমাদের পক্ষ থেকেও তাঁর জন্য রইল বিশেষ দিনের অনেক শুভেচ্ছা।

অন্যদিকে শ্রীলঙ্কা গতকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। ১০ উইকেটে হেরেই বিশ্বকাপ শুরু করলা দ্বীপরাষ্ট্র। তারা প্রথমে ব্যাট করে ১৩৫ রান তুলেছিল। সেই টার্গেট তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নেয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে সহজ জয় পেল কিউয়িরা।
Bangladesh Cricket World Cup
Advertisment