Advertisment

ICC World Cup 2019, South Africa vs West Indies: বৃষ্টিতে পন্ড দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ICC World Cup 2019, South Africa vs West Indies 2019 Live Score: আজ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তাদের সেই আশায় জল ঢেলে দিল বৃষ্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
South Africa vs West Indies Live Scorecard: South Africa vs West Indies  2019 World Cup 2019

South Africa vs West Indies Live Scorecard: South Africa vs West Indies  2019 World Cup 2019

ICC World Cup 2019, South Africa vs West Indies Live Score Updates: আজ সাউথ্যাম্পটনে বৃষ্টিতে ধুয়ে গেল দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। চলতি বিশ্বকাপে প্রোটিয়াদের নিয়ে বলার মতো আর কিছুই অবশিষ্ট নেই। হারের হ্যাটট্রিক করে দলটা ধুঁকছে। আজ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ছিল তারা। তাদের সেই আশায় জল ঢেলে দিল বৃষ্টি। ইংল্যান্ডে বছরের এই সময়টাতে যা একেবারেই অস্বাভাবিক নয়।

Advertisment

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দুটি ম্যাচ খেলে একটি জিতেছে ও একটিতে হেরেছে। এই টুর্নামেন্টে জেসন হোল্ডাররা ডার্ক হর্স। তাঁরা চমক দিতে পারেন বলেই মত ক্রিকেট মহলের একাংশের।

South Africa vs West Indies Live Scorecard: South Africa vs West Indies  2019 World Cup 2019

Live Blog

South Africa vs West Indies Live Scorecard: South Africa vs West Indies  2019 World Cup 2019



























17:59 (IST)10 Jun 19










































সেই একই অবস্থা

প্রায় দু'ঘণ্টা হতে চলল খেলা বন্ধ আছে। সেঅর্থে কোনও আপডেট নেই। বৃষ্টি খুব একটা জোরাল নয় ঠিকই, কিন্তু বৃষ্টি অনবরত পড়েই চলেছে। গ্যালারির ছবি টুইট করেছে আইসিসি। সেখানে শুধুই ছাতার ভিড়। ম্য়াচ শুরুর প্রতীক্ষায় সাউথ্যাম্পটন।

17:06 (IST)10 Jun 19










































শেষ এক ঘণ্টা খেলা বন্ধ

এখনও পিচ ঢাকা রয়েছে। বৃষ্টি হচ্ছে সাউথ্যাম্পটনে। সরকারি ভাবে ম্যাচ শুরু হওয়ার কোনও আপডেট নেই এখনও পর্যন্ত। বোঝা যাচ্ছে না, কখন শুরু হবে খেলা। এই বৃষ্টিই এবারের টুর্নামেন্টে একাধিক ম্য়াচে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।

15:46 (IST)10 Jun 19










































বৃষ্টিতে বন্ধ হল খেলা

অষ্টম ওভারের তৃতীয় বলেই থামল খেলা। কারণ সেই বৃষ্টি। দক্ষিণ আফ্রিকা ২৯ রান তুলতে গিয়ে হারিয়ে ফেলল দ্বিতীয় উইকেট। হাশিম আমলার পর মারক্রমকেও ফেরালেন সেই কোটরেল। শে হোপের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। অন্য়দিকে সাউথ্যাম্পটনের দর্শকরা ছাতা মাথায় দিয়েই গ্যালারিতে বসে আছেন। খেলোয়াড়রা ফিরে গিয়েছেন ড্রেসিংরুমে। খেলা শুরু হলে ডি ককের সঙ্গে ব্যাট করবেন ফাফ। আপাতত বল গড়ানোর অপেক্ষা।

15:19 (IST)10 Jun 19










































সেই কোটরেল!

হাশিম আমলা আর কুইন্টন ডি ককের ওপেনিং জুটিটাকে সেটই হতে দিল না ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারের শেষ বলেই আমলাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন কোটরেল। তাঁর পেস আর বাউন্স বুঝতে না-পেরে খোঁচা মেরে দিলেন আমলা। স্লিপে ফিল্ডিং করছিলেন ক্রিস গেইল। একদম তাঁর হাতে এসে জমা পড়ল বল। ৩ ওভারে ১১ রান তুলল দক্ষিণ আফ্রিকা। এখন ডি ককের সঙ্গে মারক্রম।

14:46 (IST)10 Jun 19










































টস রিপোর্ট

টস জিতলেন জেসন হোল্ডার। ফাফ দুপ্লেসিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন তিনি। হোল্ডার বলছেন তিনি বৃষ্টির আশা করছেন। অস্ট্রেলিয়ার কাছে হারের আঘাত থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করতে চান বলেও মত ক্যারিবিয়ান ক্যাপ্টেনের। এদিন এভিন লুইস আর আন্দ্রে রাসেল বাদ পড়লেন। খেলবেন ব্র্যাভো আর রোচ। ফাফও বললেন যে, তিনিও জিতলে এই মেঘাচ্ছন্ন আকাশে বোলিংয়ের সিদ্ধান্তই নিতেন। ইংল্যান্ড-ভারতের কাছে হার এখন তাঁর কাছে অতীত। আইদেন মারক্রম আর বেয়ুরান হেনরিক্স খেলছেন তাঁর দলে।

13:37 (IST)10 Jun 19










































কেমন হতে চলেছে পিচ?

আগের তুলনায় পিচ একটু ভাল হবে বলেই আশা করা হচ্ছে। কয়েক মাস আগে ব্যাটিংয়ের এই স্বর্গরাজ্যে  ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে ৭৩৪ রান উঠেছিল। গত বুধবার এই মাঠেই ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল। ৪৫৭ রান হয়েছিল ম্য়াচে। বৃষ্টির পূর্বাভাসও থাকছে আজ। এখানে প্রথম ও দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ২৬০ ও ২১৪। ৬৫০০ দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন এখানে। যদিও ২০০০০ অস্থায়ী আসনের ব্য়বস্থাও রাখা হয়েছে। সাউথ্যাম্পটনকে ইউরোপের ক্রজ ক্যাপিটাল বলা হয়। প্রতি বছর ১.৭ মিলিয়ন মানুষ এই পরিষেবা নিয়ে থাকেন।

12:59 (IST)10 Jun 19










































কী বলছে পরিসংখ্যান!

১) সাউথ্যাম্পটনের এজিস বোলে কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্য়ান এখনও পর্যন্ত ওয়ান-ডে সেঞ্চুরি করতে পারেননি। আজ থেকে ১৫ বছর আগে ক্রিস গেইল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদশের বিরুদ্ধে ৯৯ রান করেছিলেন এখানে।

২) ২০০৩ থেকে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের কোনও ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি।

৩) গেইলের আজ প্রয়োজন ১৫টি রান। তাহলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ১০০০ ওয়ান-ডে রান হয়ে যাবে।

৪) ২০১৫ বিশ্বকাপের পর থেকে এই দুই দল মাত্র তিনটি ওয়ান-ডে ম্যাচে মুখোমুখি হয়েছে।

গতকাল দুরন্ত জয় ছিনিয়ে এনেছে ভারত। ৩৫২-র জবাবে অস্ট্রেলিয়া পুরো পঞ্চাশ ওভার খেলে অলআউট হয়ে যায়। ৩১৬ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের জেতে ৩৬ রানে। দক্ষিণ আফ্রিকার পর ফের অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্যাক-টু-ব্যাক জিতল টিম ইন্ডিয়া।
ICC West Indies Cricket World Cup
Advertisment