/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Virat-Kohli-with-bat.jpg)
ভারত-পাক ম্যাচের ভবিষ্য়ত নিয়ে মুখ খুললেন কোহলি (ছবি-টুইটার/বিসিসিআই)
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখনও অনিশ্চয়তার মেঘ কাটেনি। গত শুক্রবার বোর্ডের তরফ থেকে আইসিসি-কে মেইল পাঠানো হয়েছে। পুলওয়ামা ঘটনার বিস্তারিত জানানোর পাশাপাশি বিশ্বকাপে খেলোয়াড়দের কড়া নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্যও বলা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিলিত ভাবে রুখে দাঁড়ানোর কথাও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে জানিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। ১৬ জুনের ম্যাচ নিয়ে বোর্ড ভারত সরকারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আর এবার এই ইস্যুতে মুখ খুললেন বিরাট কোহলি। আগামিকাল বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠক করেন ভারত অধিনায়ক। কোহলি বললেন, "আমারা দেশের সঙ্গে আছি। বিসিসিআই যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মতামত। সরকার ও বোর্ডের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল।" কোহলি এদিন পুলওয়ামার সন্ত্রাস আক্রমণ নিয়েও কথা বললেন। এ বিষয়ে তিনি বললেন, "পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারের প্রতি ভারতীয় দলের পক্ষ থেকে আমাদের সমবেদনা রয়েছে। যা ঘটেছে তাতে আমরা স্তম্ভিত। এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত।"
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান: ২৫ হাজারের স্টেডিয়ামে চার লক্ষ টিকিটের আবেদন
#WATCH Virat Kohli on Ind Vs Pak in World Cup says, "Our sincere condolences to the families of CRPF soldiers who lost their lives in #PulwamaAttack. We stand by what the nation wants to do and what the BCCI decides to do." pic.twitter.com/gjyJ9qDxts
— ANI (@ANI) February 23, 2019
কোহলির আগে রবি শাস্ত্রীও কোহলির সুরেই কথা বলেছিলেন। মিরর নাও-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "ভারত-পাক ম্যাচের বিষয়টা পুরোটাই বিসিসিআই-এর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা জানে ঠিক কী চলছে। সেই বুঝেই সিদ্ধান্ত নেবে। আমরা সেটাই মেনে নেব। যদি সরকার মনে করে আমাদেক বিশ্বকাপ খেলার দরকার নেই, তাহলে আমরা খেলব না।"