ODI World Cup 2023 Schedule:
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা করে দেওয়া হল। ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু। প্ৰথম ম্যাচেই মুখোমুখি ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল- নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। টুর্নামেন্টের উদ্বোধন হবে। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
আর বাইশ গজে ভারত-পাক ধুন্ধুমার যুদ্ধও হবে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অক্টোবরের ১৫ তারিখ। শেষবার বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে ভারত বড় ব্যবধানে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাক দলকে।
সবমিলিয়ে ১০ দল এই ইভেন্টে অংশগ্রহণ করবে। রাউন্ড রবিন ফরম্যাটে প্রত্যেক দল বাকি নয় দলের মুখোমুখি হবে। শীর্ষে থাকা চার দল নকআউট পর্যায়ে কোয়ালিফাই করবে।
বিশ্বকাপ আয়োজনের জন্য ১০ ভেন্যু বাছাই করা হয়েছে- কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, লখনৌ, ধর্মশালা, হায়দরাবাদ, পুণে, মুম্বই, আহমেদাবাদ। হায়দরাবাদের সঙ্গেই প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে গুয়াহাটি এবং তিরুবন্তপুরম। ওয়ার্ম আপ ম্যাচ খেলা হবে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। এবার আইকনিক রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে কোনও ম্যাচ রাখা হয়নি।
আহমেদাবাদে খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। গ্রুপ পর্বে পাকিস্তানের ম্যাচ ফেলা হয়েছে হায়দরাবাদ (২ টো ম্যাচ), বেঙ্গালুরু (বিপক্ষ অস্ট্রেলিয়া), চেন্নাই (বিপক্ষ আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা), কলকাতা (বিপক্ষ বাংলাদেশ এবং ইংল্যান্ড) এবং বেঙ্গালুরু (নিউজিল্যান্ড)।
ভারতের বিশ্বকাপ সূচি:
ভারত বনাম অস্ট্রেলিয়া: ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান: ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান: ১৫ অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ: ১৯ অক্টোবর, পুণে
ভারত বনাম নিউজিল্যান্ড: ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড: ২৯ অক্টোবর, লখনৌ
ভারত বনাম কোয়ালিফায়ার: ২ নভেম্বর, মুম্বই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম কোয়ালিফায়ার: ১১ নভেম্বর, বেঙ্গালুরু