ওভালে গতকাল ভারতের ক্যাঙ্গারু-বধের নেপথ্যে ছিল শিখর ধাওয়ানের দুর্দান্ত ১১৭, যার উপর ভর করে ৩৫২ রানের পাহাড়ে টিমকে তুলেছিলেন বিরাট-রোহিত-হার্দিক-ধোনিরা। শিখর বরাবরই আইসিসি টুর্নামেন্টে ভাল খেলেন, এটা জানা তথ্য। এটাও সবারই জানা, ক্রিকেট মাঠে শিখরের ডাকনাম 'গব্বর'। কিন্তু জানেন কি, কেন 'গব্বর'?
দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ঢের আগে শিখর ধাওয়ানের এই নামকরণ। ধাওয়ান তখন দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলতেন, অভিষেক হয়নি ভারতের হয়ে। যখন বিপক্ষের কোন লম্বা ব্যাটিং পার্টনারশিপ চলত, সিলি পয়েন্টে দাঁড়িয়ে 'স্লেজিং'-হুঙ্কার ছাড়তেন ব্যাটসম্যানদের লক্ষ্য করে, "বহুত ইয়ারানা লাগতা হ্যায়! (খুব যে দোস্তি দেখছি তোদের!)"
বহুত ইয়ারানা লাগতা হ্যায়! ভারতীয় সিনেমার ইতিহাসে কিংবদন্তি ব্লকবাস্টার 'শোলে'-র সেই ডায়লগ! গব্বর সিং রূপী আমজাদ খানের হাড় হিম করা গলায়, 'জয়' আর 'বীরু'-বেশী অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্রর উদ্দেশ্যে। যে সংলাপ আজও মুখে মুখে ফেরে, যে সংলাপ ঢুকে গিয়েছে বলিউডের চিরন্তন লোকগাথায়। সেই ডায়লগ ব্যাটসম্যানদের দিকে ছুড়ে দিতে ভালবাসতেন শিখর ক্লোজ-ইন পজিশনে ফিল্ডিংয়ের সময়। সেই থেকেই টিমমেটরা শিখরকে 'গব্বর' বলে ডাকতে শুরু করেন। নামটা হিট করে যায়। এবং থেকে যায়।
দারুণভাবে বিশ্বকাপ-অভিযান শুরু করেছে ভারত। পরের ম্যাচগুলোতেও গতকালের মতো শিখরের ব্যাটে শোনা যাবে 'গব্বর-গর্জন', আপাতত এই আশাতেই টিম ইন্ডিয়া।