আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ পয়েন্ট টেবিল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি দু'ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচেই ভারত বিরাট ব্য়বধানে জিতেছে। অ্য়ান্টিগায় ৩১৮ রানে জয়ী হয়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ৬০ পয়েন্ট নিয়ে এখন আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার আগে বিশ্বের এক নম্বর টেস্ট দল। অন্য়দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল টেস্টে ৬৫ রানে জেতার পর নিউজিল্য়ান্ডও পয়েন্ট টেবিলে এগিয়েছে কিছুটা। ইংল্য়ান্ড চলতি অ্যাশেজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে এনেছে। ৩২ পয়েন্ট নিয়ে পাঁচে তারা।
বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে বাইশ গজের টেস্ট খেলিয়ে প্রথমসারির ন’টি দল অংশ নেবে। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্য়ান্ড, ভারত, নিউজিল্য়ান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলবে। মোট ২৭টি সিরিজ ও ৭১টি টেস্ট হবে দু’বছর ধরে। এর মধ্য়ে ৯টি দ্বিপাক্ষিক সিরিজ, ছ'টি হোম ও তিনটি অ্যাওয়ে সিরিজ খেলা হবে। সিরিজের ভিত্তিতে নয় পয়েন্টের ভিত্তিতেই হবে ফল।ডব্লিউটিসি ফাইনালে প্রথম দু’টি দল অংশ নেবে। শিরোপা নির্ধারক ম্য়াচটি হবে ইংল্য়ান্ডে।
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ৯টি দলের মধ্য়ে ২৭টি সিরিজ ও ৭২টি টেস্ট
পয়েন্টের বিষয়টি নির্ভর করছে একটি দল একটি সিরিজে কতগুলি ম্য়াচ জিতছে তার ওপর। উদাহরণ স্বরূপ বলা যায় ভারত প্রথম টেস্ট জিতেই ৬০ পয়েন্ট পেয়েছে। কারণ এটি দু'ম্য়াচের টেস্ট সিরিজ। যদি পরের ম্য়াচটা ড্র হয় যায় বা কিম্বা কোনও ফল না হয়, সেক্ষেত্রে দু'দলই ৩০ পয়েন্ট করে পাবে। ড্রয়ের ক্ষেত্রে প্রত্য়েকে ২০ পয়েন্ট পাবে। অ্যাশেজের মতো পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে বিজয়ী দল ২৪ পয়েন্ট পাবে। টাই হলে ১২, কোনও ফল না-হলে ৫ পয়েন্ট।