রবিবার পিএসএল-এর কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমি মুখোমুখি হয়েছিল প্রদর্শনী ম্যাচে। সেই ম্যাচেই কোয়েত্তার নবাব আকবর বুগতি স্টেডিয়ামে রেকর্ড গড়ে ফেললেন পাক ব্যাটসম্যান ইফতিকার আহমেদ।
১৯তম ওভারে বল করতে এসেছিলেন ওয়াহাব রিয়াজ। সেই সময় ইফতিকার ৪৪ বলে ৫৮ রানে ব্যাট করছিলেন। সেই ওভারেই টানা ছয় ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়ে যান তিনি। ৫০ বলে ৯৪ করে ফেলেন টানা ছয় ছক্কার জন্য।
পাঞ্জাবের গৃহমন্ত্রী ইফতিকার। প্রদর্শনী ম্যাচে প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান খরচ করেছিলেন। তবে শেষ ওভারেই ছক্কার সুনামির মুখে পড়ে যান। শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৭ রান খরচ করে বসেন।
এর আগে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর বিরল কীর্তি রয়েছে মাত্র নয়জনের- গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রস হোয়াইটলি, হজরতউল্লা জাজাই, কায়রণ পোলার্ড, লিও কার্টার, থিসারা পেসারা। গত বছর রঞ্জি ট্রফিতে রুতুরাজ গায়কোয়াড এক ওভারে সাত ছক্কা হাঁকান। সেই ওভারে নো বল-ও স্ট্যান্ডে আছড়ে ফেলেন রুতুরাজ।
এই ম্যাচ চলাকালীনই স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণ ঘটে। সেই কারণে ম্যাচ কিছুক্ষন বন্ধ থাকে। সঙ্গেসঙ্গেই শীর্ষ পর্যায়ের পাকিস্তানি ক্রিকেটার- শাহিদ আফ্রিদি, বাবর আজমদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্টেডিয়াম থেকে কয়েক মাইল দূরে পুলিশ লাইন্স এরিয়ায় আতঙ্কবাদী হামলা হয়। এতে পাঁচ জন আহত হন।
Read the full article in ENGLISH