সব ঠিক থাকলে ভারতের পরবর্তী কোচ হতে চলেছেন ইগর স্টিমাচ। প্রাক্তন ক্রোয়েশিয়ার ফুটবলারই হতে চলেছেন সুনীল ছেত্রীদের নতুন হেডস্যার। স্টিমাচই যে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তা বেশ কিছুদিন আগেই অনুমান করা গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বৈঠকের পর বিষয়টা একপ্রকার স্পষ্ট হয়ে গেল। বলা যেতে পারে স্টিমাচের কোচ হওয়া শুধু সময়ের অপেক্ষা।
এদিন এআইএফএফ তাদের মনোনীত চারজন কোচ পদ প্রার্থীর ইন্টারভিউ নিয়েছিল। এদের মধ্যে ছিলেন স্পেনের অ্যালবার্ট রোকা, দক্ষিণ কোরিয়ার লি মিন-সাং, সুইডেনের হাকান এরিকসন ও স্টিমাচ। এনাদের মধ্যে একমাত্র স্টিমাচই দিল্লিতে এসে সশরীরে টেকনিক্যাল কমিটির সামনে ইন্টারভিউ দিয়ে যান। বাকিরা স্কাইপে ভিডিও ইন্টারভিউ দিয়েছিলেন।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে ‘না’ মজিদের, অভিমানী ঈশ্বরের বেখেয়ালে সমস্যায় কর্তারা
স্টিমাচকে ইন্টারভিউ করেছিলেন টিডি দোরু আইজ্যাক । প্রাক্তন ক্রোট ফুটবলারের পাওয়ারপয়েন্ট প্রেজেনটেশন দেখেন তিনি। কথাবলে সন্তুষ্ট হয় শ্যাম থাপার কমিটি। সংবাদসংস্থা পিটিআইকে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান থাপা জানান, "আমরা স্টিমাচের নাম এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠিয়েছি। চারজনের মধ্যে ওকেই আমাদের ভারতীয় কোচ হওয়ার জন্য সেরা বলে মনে হয়েছে।"
ক্রোয়েশিয়ার কিংবদন্তি ফুটবলার দাভর সুকেরের প্রাক্তন সতীর্থ স্টিমাচ। ৫১ বছরের ফুটবলার ১৯৯০-২০০২ পর্যন্ত দেশের হয়ে রক্ষণ ভাগ সামলেছেন। ৯৮ সালে বিশ্বকাপ তৃতীয় স্থানে শেষ করা ক্রোয়েশিয়া দলেও ছিলেন তিনি। ৯৬ সালে ইউরো কাপের শেষ আটে গিয়েছিলেন। ২০১২-২০১৩ পর্যন্ত ক্রোয়েশিয়ার কোচ হিসেবেও পাওয়া গিয়েছে স্টিমাচকে। সুনীলদের দায়িত্ব নেওয়ার পর স্টিমাচ টিডি হিসেবে দোরুকে আর সহকারি কোচ হিসেবে ভেঙ্কটেশকেও পাবেন।
চলতি বছর বাহরিনের কাছে হেরেই এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে ভারত। এরপরেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে আসেন সুনীল ছেত্রীদের হেডস্যার স্টিফেন কনস্ট্যানটাইন। নতুন কোচের সন্ধানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।