/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/IKKK.jpg)
ইমরান ভেবে শচীনের ছবি পোস্ট করলেন পাক প্রধানমন্ত্রীর সহকারি, বাকিটা ইতিহাস!
সোশাল মিডিয়ায় উঠল হাসির রোল। সৌজন্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সহকারি নঈম উল হক। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ইমরানের ১৯৬৯ সালের একটি ছবি পোস্ট করতে গিয়ে তিনি শচীন তেন্ডুলকরের কিশোর বয়সের ক্রিকেট খেলার ছবি পোস্ট করে বসেন। আর এরপরেই নেটিজেনরা আর নিজেদের সামলাতে পারেননি। তাঁরা ইচ্ছাকৃত ভাবেই ভুল নামের ক্যাপশন বসিয়ে একের পর মিম বানাতে শুরু করে দেন।
Sachin Tendulkar and Vinod Kambli 1982 pic.twitter.com/RTS8slKG0l
— Karan Mittal (@Kmittal255) June 22, 2019
Kamran Akmal 2007 pic.twitter.com/NrfuzQzdDz
— Subham (@subhsays) June 22, 2019
Inzamam-ul-Haq 1976 pic.twitter.com/uGBVbplnlP
— Krishna (@Atheist_Krishna) June 22, 2019
Naim el Huq 1991 pic.twitter.com/8CZrqdojRV
— Umer Iqbal (@umer_iq) June 22, 2019
৭-০! ফের একবার বিশ্বকাপে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ম্যাঞ্চেস্টারে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করেছিল ভারত। পাকিস্তানের ফ্যানেরা এই হারের জ্বালা এখনও মেনে নিতে পারছেন না। আর এর মধ্য়েই সোশাল মিডিয়ায় রাসির রোল অব্য়াহত।
অন্যদিকে রবিবাসরীয় লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান। পাকিস্তানের ঝুলিতে এই মুহূর্তে ৩ পয়েন্ট। তবে দক্ষিণ আফ্রিকার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তাঁরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হবে সরফরাজদের। দক্ষিণ আফ্রিকার পরে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাকি প্রতিটি ম্যাচে জিততে হবে তাঁদের।