Advertisment

Ian Healy on India A ball change controversy: ভারতীয়রা বলে কিছু করছিল! ঈশান-রুতুরাজদের বোমা ফাটিয়ে অভিযোগ অজি কিংবদন্তির

India A vs Australia A: ভারতীয় এ দল অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েই বিতর্ক বাঁধিয়ে বসেছে। ম্যাচ চলাকালীনই বল বিকৃতির অভিযোগ উঠে গিয়েছে ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াডদের বিরুদ্ধে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND A vs AUS A, ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ

IND vs AUS: বল বিকৃতির অভিযোগ উঠে গিয়েছে ভারতীয় এ দলের বিরুদ্ধে (টুইটার)

Ian Healy on India A ball tampering allegation against Australia A: বলে টিম ইন্ডিয়া তারকারা কিছু কারসাজি করছিল। এমনটাই সন্দেহ প্রকাশ করলেন এবার অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ইয়ান হিলি। ম্যাকেতে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের ম্যাচে বিতর্ক দানা বেঁধেছিল বল পরিবর্তনকে কেন্দ্র করে।

Advertisment

অজি প্রচারমাধ্যমে ভারত-এ দলের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ আনা হয়েছিল। ২২৪ রান ডিফেন্ড করার সময় চতুর্থ দিনে ভারত-এ দলের হাতে নতুন বল তুলে দেওয়া হয়। আম্পায়ার শন ক্রেগকে ঘিরে ধরে ভারতীয় ক্রিকেটাররা এর কারণ জানতে চান।

সেই সময়ই আম্পায়ার শন ক্রেগ জানান, ম্যাচ পরিচালকদের সন্দেহ বলের ওপর ইচ্ছাকৃতভাবে নখের আঁচড় দেওয়া হয়েছে। তারপরেই ভারত এ দলের তারকা ঈশান কিষান সেই সিদ্ধান্তের প্রতিবাদে ফেটে পড়েন। সরাসরি এই সিদ্ধান্তকে 'নির্বোধের' মত বলে দেন। পাল্টা আম্পায়ার ঈশান কিষানকে 'অনুপযুক্ত' ব্যবহারের জন্য সতর্ক করেন।

সঙ্গেসঙ্গেই ভারতীয় এ দলের বিপক্ষে বল বিকৃতির অভিযোগ উঠে যায়। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ভারতীয়দের সরকারিভাবে কোনও অভিযোগ তোলা হয়নি। ভারতীয়দের সমস্ত অভিযোগ থেকে মুক্ত ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, ঈশান কিষানের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

যদিও ইয়ান হিলির বিশ্বাস আম্পায়ার বল বদলে দিয়ে বিন্দুমাত্র ভুল করেননি। SENQ-তে ইয়ান হিলি বলে দিয়েছেন, "যদি দেখো কোনও দল বল বদলে দেওয়া নিয়ে অভিযোগ করছে, তাহলে বুঝতে হবে ওঁরা কিছু একটা করেছে।"

"ইন্ডিয়া এ অস্ট্রেলিয়া দলকে চাপে রাখার জন্য রিভার্স সুইংয়ের প্ল্যানিং কষেছিল। অস্ট্রেলিয়া ছোট টার্গেট চেজ করতে নেমেছিল। যদিও ওঁরা কার্যোদ্ধার করতে পারেনি। অস্ট্রেলিয়া ব্যাটারদের কাছে এটা কোনও ফ্যাক্টরই ছিল না। ওঁরা মাথা ঠান্ডা রেখে নিজেদের কাজ করে গিয়েছে।"

ক্যাপ্টেন এবং ওপেনার নাথান ম্যাকসোয়েনির ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। ২৫ বছরের তারকা ওয়ার্নারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সিনিয়র দলের ওপেনার হওয়ার দাবিদার বর্তমানে। ম্যাচের পর ম্যাকসোয়েনি বলে দিয়েছেন, "সত্যি কথা বলতে আমরা এসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করিনি। আমি স্ট্রাইকার্স এন্ডে ছিলাম। এবং আম্পায়ার জানান, বল বদলে ফেলা হচ্ছে। জানতাম না হঠাৎ কেন বল বদলানো হল। কারণ বলে কোনও বদল আমার চোখে পড়েনি।"

নভেম্বর ৭ থেকে ইন্ডিয়া এ দল মেলবোর্নে আরও একটি বেসরকারি টেস্ট ম্যাচে অংশ নেবে। ভারতের মূল স্কোয়াডের ধ্রুব জুরেল এবং কেএল রাহুল এ দলের সঙ্গে যোগ দেবেন বর্ডার গাভাসকার ট্রফি শুরু হওয়ার আগে প্ৰস্তুতির জন্য।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket Australia Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment