Advertisment

IND A accused of ball tampering: বলে নখ আঁচড়ে কেলেঙ্কারি ভারতের! আম্পায়ারের সঙ্গে ঝামেলায় ধুন্ধুমার বিতর্কে ঈশানও, বিতর্ক দগ্ধ টেস্ট

AUS A defeats IND A in unofficial test: বিতর্ককে সঙ্গী করে ভারত এ দল প্ৰথম টেস্ট হারল অস্ট্রেলিয়ায়। দ্বিতীয় টেস্টের আসর বসবে মেলবোর্নে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India A vs Aus A

IND A vs AUS A: বড় বিতর্কে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের ম্যাচে (টুইটার)

India A accused of ball-tampering during defeat to Australia A; Ishan Kishan cautioned for showing dissent: ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে এবার বিতর্কের ঘনঘটা। ম্যাকে-র গ্রেট বেরিয়ার রিফে ম্যাচের চতুর্থ দিন ভারতীয় দলের বিপক্ষে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠে গেল। সফরকারী দলের সঙ্গে প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে বল পাল্টে দিতে বাধ্য হন আম্পায়াররা।

Advertisment

রবিবার ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়া এ দলের প্রয়োজন ছিল মাত্র ৮৬ রান। সেই সময়েই দেখা যায় ভারতীয় ক্রিকেটাররা আম্পায়ার শন ক্রেগকে ঘিরে ধরে বল বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। স্ট্যাম্প মাইক্রোফোনে সেই সময়ে আম্পায়ারকে বলতে শোনা যায়, "বলে নখ দিয়ে আঁচড়ালে, আমরা বল বদলে দেব। বাড়তি কোনও কথাবার্তা নয়। এসো, খেলা চালু করা যাক।"

ভারতীয়রা সেই সময় আরও চাপ দেওয়ার প্রচেষ্টা জারি রাখলে আম্পায়ার নিজের বক্তব্যেই অনড় থাকেন, "কোনও বাড়তি আলোচনা নয়। চলো খেলা যাক। এটা আলোচনার জায়গা নয়।" প্লেয়াররা যখন বলতে থাকেন, নতুন বল নিয়ে তাঁরা খেলা চালিয়ে যাবেন কিনা, সেই সময় আম্পায়ারের কড়াভাবে বলে দেন, "তোমরা এই বলেই খেলছ।"

আম্পায়ারের বিরুদ্ধে অসন্তোষ ঈশান কিষানের

সংবাদসংস্থা এএপি-র খবর অনুযায়ী, উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান প্রকাশ্যেই আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করেন। তাঁকে সেই জন্য সতর্ক-ও করা হয়। ঈশান কিষান আম্পায়ারের মুখের ওপরেই বলে দেন, "নির্বোধের মত সিদ্ধান্ত।" আম্পায়ারের প্রত্যুত্তর, "অসন্তোষের জন্য রিপোর্টে তোমার নাম উল্লেখ থাকবে। এটা ধরণের ব্যবহার রীতিমতো অনুপযুক্ত। তোমার দলের জন্যই বল বদলাতে বাধ্য হয়েছি আমরা।"

২০২৩-এর নভেম্বরের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তারকা কিপার ব্যাটারকে। এ দলের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। ঈশান কিষানকে অসন্তোষ দেখানোর জন্য দাগিয়ে দেওয়া হলেও, বল বিকৃতির জন্য ভারতীয় দলের কোন তারকা অভিযুক্ত, তা এখনও স্পষ্ট নয়।

ভিক্টরিয়ার হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রেগ বর্তমানে আম্পায়ার। ঘরোয়া ক্রিকেটে ৫০ টির বেশি প্ৰথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৯ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচও পরিচালনা করছেন। আইসিসির নিয়মে স্পষ্ট বলা রয়েছে, কোনও অবস্থায় বলের অবস্থার যদি পরিবর্তন করা হয়, যা ৪১.৩.২ ধারা অনুযায়ী ম্যাচ পরিচালনা করার অনুপযুক্ত, তখন তা অনৈতিক বলে গণ্য করা হয়।

ক্যাপ্টেন নাথান ম্যাকসোয়েনির ১৭৮ বলে ৮৮ রানে ভর করে অস্ট্রেলিয়া ৭ উইকেট হাতে রেখে দলের জয়ের জন্য প্রয়োজনীয় ২২৪ রান তুলে দেয় স্কোরবোর্ডে। ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া ৮৫ রানের লিড নেওয়ার পর ভারত এ দল দ্বিতীয় ইনিংসে ৩১২ রান তুলেছিল।

সাই সুদর্শন প্ৰথম শ্রেণির ক্রিকেটে টানা দুটো শতরান করে যান। দেবদূত পাড়িক্কলও ৮৮ করেন। তবে ভারতের লোয়ার অর্ডার ভেঙে পড়ে। নভেম্বরের ৭ তারিখ থেকে দুই দল আরও একটি বেসরকারি টেস্ট ম্যাচে অংশ নেবে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket Australia Team-India Indian Team Ishan Kishan Team India Indian Cricket Team India Cricket Team Australia Cricket Team
Advertisment