IND A vs AUS A 1st unofficial test: অস্ট্রেলিয়া-এ ব্যাটিং অর্ডারে ধস নামলেন মুকেশ কুমার। ভারত-এ দল প্ৰথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১০৭ রানে গুটিয়ে গিয়েছিল। জবাবে অস্ট্রেলিয়া-এ থেমে গেল ১৯৫ রানে। ছয় উইকেট নিয়ে দুর্ধর্ষ বোলিং করে গেলেন বাংলার তারকা মুকেশ কুমার। যদিও ফার্স্ট ইনিংসে ৮৮ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া এ দল।
ভারতকে প্ৰথম দিনে ১০৭ রানে গুটিয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়া এ দল দিন শেষ করেছিল ৯৯/৪-এ। প্ৰথম থেকেই বিপর্যয়ের মুখে পড়েছিল ক্যাঙারুদের ইনিংস। অস্ট্রেলিয়া-এ দলের ব্যাটার স্যাম কোন্টাস শূন্য রানে আউট হন প্ৰথম ওভারেই উইকেটের পিছনে ক্যাচ তুলে।
সেই ওভারের মাত্র তৃতীয় বলে কোন্টাসকে আউট করার পর মুকেশের দ্বিতীয় শিকার অস্ট্রেলিয়া জাতীয় দলের দরজায় কড়া নাড়া ক্যামেরন ব্যানক্রফট। কোনও রান না করে লেগ সাইডে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। ১৭ রান করে লড়াই চালাচ্ছিলেন মার্কাস হ্যারিস।
তিনি প্রসিদ্ধ কৃষ্ণের বলে স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন। ক্রিজে টিকে যাওয়া বিউ ওয়েবস্টারকে (৩৭) ফিরিয়ে অজি শিবিরে ফের আঘাত হানেন মুকেশ। এরপরে অজি ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন নাথান ম্যাকসোয়েনে (৩৯) এবং কুপার কনোলি (৩৭)। দুজনে দিনের বাকিটা কাটিয়ে দেন অবিচ্ছেদ্যভাবে।
দ্বিতীয় দিনের শুরুটাও তাঁরা সদর্থকভাবে করেছিলেন। পঞ্চম উইকেটে ৫১ রান যোগ করেছিলেন। অজি ইনিংসের যা একমাত্র হাফসেঞ্চুরিয়ন পার্টনারশিপ। এই জুটিতেও ভাঙন ধরান মুকেশ। কনোলিকে ফিরিয়ে দেন তারকা স্পিডস্টার। মুকেশের চতুর্থ শিকার জস ফিলিপস।
অলরাউন্ডার নীতিশ রেড্ডি ক্যাপ্টেন ম্যাকসোয়েনিকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়া এ দল ১৩৬/৭ এ ধুঁকছিল। নবম উইকেটে টড মার্ফি (৩৩) এবং ফার্গাস ও'নিল (১৩) ভারতীয় বোলারদের হতাশা বাড়িয়ে বেশ কিছু সময় ক্রিজে টিকে গিয়েছিলেন। এই জুটিতে ব্রেক থ্রু এনে দেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর এটি তৃতীয় শিকার।
ব্রেন্ডন ডগার্টকে আউট করে মুকেশ অজি ইনিংসের পঞ্চম শিকার সম্পন্ন করেন। পরে ষষ্ঠ শিকার হিসাবে মুকেশের খাতায় যোগ হন মার্ফি। ভারত দ্বিতীয় ইনিংসের শুরুতেই হারিয়েছে ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াডকে (৫)। ভারত এখনও ৭৬ রান পিছনে।
READ THE FULL ARTICLE IN ENGLISH