এমার্জিং এশিয়া কাপে ভারত-এ বনাম বাংলাদেশ-এ ম্যাচে এবার ধুন্ধুমার পরিস্থিতি। বাংলাদেশের সৌম্য সরকারের সঙ্গে মাঠেই লেগে গেল ভারতের হর্ষিত রানার। শুক্রবার কলম্বোয় খেলা ছিল ভারত বনাম বাংলাদেশের। সেই ম্যাচেই ২৬তম ওভারে অপ্রীতিকর পরিস্থিতির জন্ম হল।
ভারতের ২১২ রানের অল্প টার্গেট তাড়া করতে নেমেও বাংলাদেশ পরপর উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল। অভিজ্ঞ সৌম্য সরকারের ওপর দায়িত্ব ছিল দলকে জয়ের সীমানায় নিয়ে আসার। অফস্পিনার যুবরাজ সিং দোধিয়ার বলে সৌম্য স্কোয়ার লেগে ঠেলে রান নেওয়ার চেষ্টায় ছিলেন। তবে বল ব্যাটের হালকা কানায় এবং তারপর প্যাডে লেগে হাওয়ায় উঠে যায়। স্লিপে দাঁড়িয়ে থাকা নিকিন জোসে দুর্ধর্ষভাবে ক্যাচ তালুবন্দি করে যান।
অনফিল্ড আম্পায়ার সঙ্গেসঙ্গেই আউটের নির্দেশ দেন। তবে সৌম্য ক্যাচের বৈধতা যাচাই করার জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন। সেই সময়েই বাংলাদেশিদের সঙ্গে একপ্রস্থ লেগে যায় হর্ষিত রানার। মাঠেই ধুন্ধুমার পরিস্থিতির জন্ম হয়। অবস্থা সামাল দিতে আম্পায়াকে হস্তক্ষেপ করতে হয়। সৌম্য-রানার ঝামেলা মেটাতে ভারতের বাকি ক্রিকেটাররাও হস্তক্ষেপ করেন।
ম্যাচে সৌম্য সরকারের আউট-ই শেষমেশ টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। কারণ বাংলাদেশ পরের পাঁচ উইকেট হারায় স্কোরবোর্ডে মাত্র ৩০ রান যোগ করার ফাঁকে। ১৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। চ্যালেঞ্জিং পিচে অল্প রানের পুঁজি ডিফেন্ড করতে নেমে ভারতীয় স্পিনাররা দারুণ পারফর্ম করে যান।
বাংলাদেশ ইনিংসের ১০ উইকেটই শিকার করেন স্পিনাররা। বাঁ হাতি স্পিনার নিশান্ত সান্ধু পাঁচ উইকেট নেন। তার আগে ভারতের ইনিংসের বিপর্যয় রোধ করে ক্যাপ্টেন ইয়াশ ধুল ৬৬ রান করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। রবিবার ভারত পরের ম্যাচে খেলবে পাকিস্তান-এ দলের বিপক্ষে।
Read the full article in ENGLISH