/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/indA-SA.jpg)
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ ম্যাচের একটি দৃশ্য (টুইটার)
মঙ্গলবার ভারতীয় দল দুরন্ত খেলেও হেরে গিয়েছে দ্বিতীয় টি২০। তবে সেই হারের খেটেছেন কিছুটা প্রলেপ দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয়-এ দলের যে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ চলছে ব্লুমফন্টেনের মানগাউঙ্গ ওভালে, সেখানেই রেকর্ডের বন্যা বইয়ে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট শিকার করলেন তিনি।
সোমবার থেকে শুরু হয়েছিল এই টেস্ট। সেখানেই তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা খেলা শুরু করেছিল ২৯৮/৫ থেকে। আর শুরুর কয়েক ওভারেই রেকর্ড করে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। চার ওভারের মধ্যে পাঁচ উইকেট ঝুলিতে পুরলেন।
৯৫তম ওভারে পরপর দু-বলে প্রসিদ্ধ ফিরিয়ে দেন গত কালের অপরাজিত ব্যাটার জ্যান দুপ্লেসিস-কে। এবং তারপর ইথান বস-কে। প্রসিদ্ধ পরের ওভারের শেষ দুই বলে আউট করেন কার্টলিন ম্যানিক্যান এবং সিয়া প্ল্যাটিজেকে। এগারো নম্বরে ব্যাট করতে নামা প্রোটিয়াজ ব্যাটার অডিরিলে মোডিমোকোয়ানেকে শূন্য রানে ফিরিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন।
From 309-5 to 319 all-out, Prasidh Krishna was here (with a hat-trick) 🇮🇳🔥 pic.twitter.com/lHBHf85Jgc
— Rajasthan Royals (@rajasthanroyals) December 13, 2023
পাঁচ শিকারের মধ্যে তিনজনকেই তিনি ক্লিন বোল্ড করেন। প্রসিদ্ধের দাপটে ভালো অবস্থান থেকে দক্ষিণ আফ্রিকা ৩১৯ রানে অলআউট হয়ে যায়। সবমিলিয়ে কৃষ্ণাপ্পা গৌতমের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে জাতীয়-এ দলের জার্সিতে হ্যাটট্রিক করলেন। প্ৰথম পেসার হিসাবে রেকর্ড বইয়ে পৌঁছে গেলেন তিনি।
কৃষ্ণের প্ৰথম শ্রেণির কেরিয়ার যথেষ্ট আকর্ষণীয়। ২৭ বছরের তারকা ২২ ইনিংসে ৫৪ উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনবার। প্রসিদ্ধ কৃষ্ণকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। তবে জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজের জন্য প্ৰথম একাদশে তাঁর জায়গা লড়ে নেওয়া কঠিন।
আন্তর্জাতিক ক্রিকেটে কৃষ্ণ ১৭টি একদিনের ম্যাচে ২৯ উইকেট শিকার করেছেন। সেরা বোলিং পারফরম্যান্স ১২ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেওয়া। ৫টি টি২০ ম্যাচ খেলে তিনি ৮ উইকেট নিয়েছেন। সেরা টি২০ পারফরম্যান্স ৪১ রানে ৩ উইকেট। আইপিএলে ৫১ ম্যাচ খেলে ৪৯ উইকেট নিয়েছেন। ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট, তাঁর সেরা আইপিএল পারফরম্যান্স।