Advertisment

এশিয়া কাপে নাগিন ঝড়, বাঘের গর্জন! ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশ

প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত

author-image
IE Bangla Sports Desk
New Update
ind-ban

ভারতকে হারাল বাংলাদেশ (টুইটার)

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত অঘটনের হার হজম করল। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছল টাইগার বাহিনী। জয়ের জন্য ১৮১ রান চেজ করতে নেমে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আরিফুল ইসলাম এবং আহরার আমিন। চতুর্থ উইকেটে দুজনে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে যান। এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক লড়াইয়ের সম্ভবনা ছিল। তবে অন্য সেমিতে পাকিস্তান আরব আমিরশাহির কাছে হেরে যাওয়ায় সেই সম্ভবনায় ইতি হয়।

Advertisment

গোটা টুর্নামেন্ট জুড়েই ভারতের ব্যাটিং লাইন আপ ভয় ধরিয়েছে প্রতিপক্ষ বোলারদের সামনে। আর সেমিতেই সেই ব্যাটাররা চরম ব্যর্থ। আদর্শ সিং (২), আর্শিন কুলকার্নি (১), অধিনায়ক উদয় সাহারান (০) সকলেই দ্বিতীয় অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশের মারুফ মৃধা তিন ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দেন এই তিনজনকে ফিরিয়ে। প্রিয়াংশু মোলিয়া (১৯) এবং শচীন ধাস (১৬) পাল্টা লড়াইয়ের ইঙ্গিত দেন। তবে দৌলা বরশন দুজনকেই ফিরিয়ে দেন। উইকেটকিপার অবিনেশ রাও ফিরে যাওয়ার পর ভারত একসময় ৬১/৬-এ ধসে গিয়েছিল।

সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরায় সরফরাজ খানের ভাই মুশির খান এবং মুরুগান অভিষেক। দুজনে সপ্তম উইকেটে ৮৪ রান যোগ করেন। এরপরে মুশির খান ৩ বাউন্ডারির সাহায্যে ৫০ করে আউট হয়ে গেলেও মুরুগান অভিষেক (৭৪ বলে ৬২) একাই লড়াই চালিয়ে যান। ভারত শেষ পর্যন্ত ১৮৮ রানে অলআউট হয়ে যায়।

এই টার্গেট চেজ করতে নেমে বাংলাদেশ-ও একসময় ৩৪/৩ হয়ে গিয়েছিল। তবে আরিফুল ইসলাম (৯৪) এবং আরহার আমিনের (৪৪) ১৪২ রানের জুটি ভারতের সমস্ত সম্ভবনায় জল ঢেলে দেয়। ৪৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

Bangladesh Asia Cup Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team
Advertisment