India vs Afghanistan 1st T20I Playing 11 Prediction: আর ছয় মাস-ও বাকি নেই টি২০ বিশ্বকাপের (T20 World Cup)। সেই বিশ্বকাপের আগে এই আফগানিস্তান সিরিজ-ই এই ফরম্যাটে ভারতের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। শেষবার ভারত দক্ষিণ আফ্রিকার মাটিতে টি২০ সিরিজ খেলে এসেছে কয়েক সপ্তাহ আগে। গত বিশ্বকাপের আগে ভারত সবমিলিয়ে ২৫ টি২০ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ১৬টিতে। দুর্ধর্ষ ভারতীয় দল (Team India) বিশ্বকাপে কাপ জয়ের অন্যতম দাবিদার।
আর আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগেই দলের শক্তি বেড়েছে কোহলি-রোহিতের (Virat Kohli Rohit Sharma) অন্তর্ভুক্তিতে। দুজনেই শেষবার এই ফরম্যাটে খেলেছিলেন গত টি২০ বিশ্বকাপে। তারপর আফগান সিরিজেই কামব্যাক করলেন দুজনে। প্ৰথম টি২০তে ভারত কেমন দল সাজাতে পারে, দেখে নেওয়া যাক-
রোহিত ওপেন করবেন:
জাতীয় দলে তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা তিন ম্যাচেই ওপেন করবেন। সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন। রুতুরাজ গায়কোয়াড চোটের কারণে নেই স্কোয়াডে।
টি২০ ফরম্যাটেও রাজা রোহিত। তাঁর নামের পাশে রয়েছে চারটে শতরান, ২৯ অর্ধ শতরান। কোহলির পরেই টি২০'তে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে রোহিতের ওপেনিং পার্টনার কে হবেন, সেটাই আপাতত দেখার। এর আগে যশস্বী জয়সোয়াল এবং শুভমান গিল দুজনেই ওপেন করেছেন স্বল্পতম ওভারের এই ফরম্যাটে। ১৪ ইনিংসে যশস্বী ৪৩০ রান করেছেন, ১৫৯-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে।
আরও পড়ুন- ফ্রিতেই দেখা যাবে ভারত-আফগানিস্তান ব্লকবাস্টার টি২০ সিরিজ! কবে-কোথায়, জানুন বিস্তারিত
অন্যদিকে, শুভমান গিল ৩৬৫ রান করেছেন ১৫০ ছুঁইছুঁই স্ট্রাইক রেট নিয়ে। গত বছর দুজনেই এই ফরম্যাটে শতরান করেছেন। দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে এই দুই তারকাই ওপেন করেছিলেন টি২০'তে। ডানহাতি-বাঁ হাতি কম্বিনেশন বিচার্য হলে টিম ম্যানেজমেন্ট যশস্বীকে প্ৰথম একাদশে চাইবেন। যিনি শুভমানের থেকেও নিজেকে বিধ্বংসী ব্যাটার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন।
কোহলি নেই, ৩-এ তিলক:
প্ৰথম টি২০-র আগেই কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, বিরাট কোহলি ব্যক্তিগত কারণে প্ৰথম টি২০ ম্যাচে খেলবেন না। তবে ইন্দোর এবং বেঙ্গালুরুতে শেষ দুই টি২০'তে খেলবেন মহাতারকা। আর কোহলির জায়গায় তিলক ভার্মা নামতে পারেন। টি২০ বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের আরও একবার সুযোগ পাচ্ছেন তিলক।
গত বছর বাংলাদেশ ম্যাচে অভিষেক ঘটানো তিলক টি-২০ ফরম্যাটে নিয়মিত তারকা হয়ে দাঁড়িয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা খেলেছেন তিনি। ১৪১ স্ট্রাইক রেটে ১৪ ইনিংসে তিলক করেছেন ৩১০ রান। কোহলি নেই। টি২০ সিরিজেই চোটের কারণে নেই হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব। তিনজনেই মিডল অর্ডারে নিশ্চিত খেলবেন। লোয়ার অর্ডারে রিঙ্কু সিং-ও রয়েছেন। তাই নির্বাচকদের প্রভাবিত করার জন্য মোহালি টি২০ ব্যাপক গুরুত্বপূর্ণ তিলক ভার্মার কাছে।
সঞ্জু স্যামসন নয় জিতেশ শর্মা:
দলের আগ্রাসী খেলার ছন্দ বজায় রাখতে জিতেশ শর্মাকে সুযোগ দেওয়া হচ্ছে। লোয়ার অর্ডারে ব্যাট হাতে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন প্রমাণ করে দিয়েছেন আইপিএলে।
তবে কিপার-ব্যাটার হিসাবে স্কোয়াডে রয়েছেন সঞ্জু স্যামসন। যিনি এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচ খেলে ফেলেছেন। তবে অভিজ্ঞ সঞ্জু নয়, টিম ম্যানেজমেন্টের পছন্দের কিপার-ব্যাটার হিসাবে বিশ্বকাপের জন্য তৈরি রাখা হচ্ছে জিতেশ শর্মাকে। সঞ্জু স্যামসন টপ অর্ডার ব্যাটার। তবে টপ অর্ডারে জায়গা পাওয়া দুষ্কর। তাই লোয়ার অর্ডারের ব্যাটার জিতেশকেই বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান