Advertisment

IND vs AFG 2nd T20I Playing 11: রোহিতকে রানআউট করা ভিলেন, দ্বিতীয় ম্যাচেই বাদ গিল! সঙ্গে বাইরে বারবার ব্যর্থ তারকাও

India vs Afghanistan 2nd T20I Playing XI: ইন্দোরে জোড়া তারকার আগমন ঘটছে প্ৰথম এগারোয়। কন্যা ভামিকার জন্মদিনের জন্য ছুটি নিয়েছিলেন কোহলি (Virat Kohli)। তাই টি২০ স্কোয়াডে প্রত্যাবর্তন করলেও প্ৰথম ম্যাচে নামতে পারেননি তিনি। কোহলির সঙ্গেই দলে ফিরছেন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। এতেই জোড়া বদল ঘটবে টিম ইন্ডিয়া একাদশে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs AFG Playing 11 | India vs Afghanistan  Playing XI

World Cup India vs Afghanistan 1st T20I Playing 11: প্রথম ম্যাচেই সহজে জয় পেয়েছে ভারত (টুইটার)

India vs Afghanistan 2nd T20I Playing 11 Prediction: মোহালিতে প্ৰথম টি২০তেই ছয় উইকেটে সহজ জয় পেয়েছে ভারত। ব্যাটে-বলে কামাল করেছেন শিবম দুবে। ইন্দোরে আগামী রবিবার জিতলেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ জিতে ফেলবে ভারত। জিতলেও দ্বিতীয় ম্যাচে ভারতের (Team India playing eleven) একদশে একাধিক বদলের সম্ভবনা। বাদ পড়ছেন একের পর এক তারকা।

Advertisment

কারণ ইন্দোরে জোড়া তারকার আগমন ঘটছে প্ৰথম এগারোয়। কন্যা ভামিকার জন্মদিনের জন্য ছুটি নিয়েছিলেন কোহলি (Virat Kohli)। তাই টি২০ স্কোয়াডে প্রত্যাবর্তন করলেও প্ৰথম ম্যাচে নামতে পারেননি তিনি। কোহলির সঙ্গেই দলে ফিরছেন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। যিনি মোহালিতে পিঠে হালকা চোটের কারণে নামতে পারেননি।

আরও পড়ুন: সতীর্থকে বিশ্বাস করো, যতক্ষণ না বিশ্বাস ভাঙা হয়! রোহিতের রানআউট বিতর্কে কড়া বিষ এবার বিদেশির

আর কোহলি-যশস্বী ফিরলেই বাদ পড়ার মুখে দুই তারকা- তিলক ভার্মা (Tilak Verma) এবং শুভমান গিল। টি২০-তে রোহিতের ওপেনিং পার্টনার হিসাবে যশস্বী ফার্স্ট চয়েস। তিনি না খেলায় সুযোগ পেয়েছিলেন শুভমান গিল। তবে কাজে লাগাতে পারেননি গিল।

দক্ষিণ আফ্রিকার হতস্বী ফর্মের ধারা বয়ে নিয়ে এসেছেন দেশেও। সমালোচনার মুখে পড়া তারকার কাছে সুবর্ণ সুযোগ ছিল মোহালিতে ঘরের মাঠে দারুণ ইনিংস খেলে নির্বাচকদের মাথা ব্যাথা বাড়ানো। তবে দুরন্ত সূচনা করেও নিজের রান বেশিদূর টানতে পারেননি। ১২ বলে ২৩ করেই ফিরতে হয়েছে তাঁকে। সেই সঙ্গে রোহিত শর্মার রান আউটের দায়ভার এসে পড়েছে তাঁর ওপর।

আরও পড়ুন: এরকমটা হতেই পারে… গিলকে মাঠেই ধুয়ে দেওয়ার পর ফের বিস্ফোরক রোহিত! ঠিক না ভুল করলেন

রোহিতের কলে ভরসা না রেখে বলের দিকে দৃষ্টি রাখতে গিয়ে ক্রিজ ছাড়েননি। রান আউট হওয়ার পর রোহিত মাঠেই তুলোধোনা করেন গিলকে। যশস্বী ফেরায় চলতি সিরিজে তিনি অন্তত আর সুযোগ পাবেন না।

গিলের মতই বাইরে বসতে হবে তিলক ভার্মাকে। জাতীয় ক্রিকেট মহলের ধারণা টিম ইন্ডিয়ায় এখনও পর্যন্ত পর্যাপ্ত সুযোগ পেয়েও সদ্ব্যবহার করতে পারেননি তিনি। এমনিতেই হার্দিক-সূর্যকুমার চলতি সিরিজে না থাকায় এবং প্ৰথম ম্যাচে কোহলি না খেলায় তিন নম্বরে নামার সুযোগ পেয়েছিলেন তিলক। তবে ২২ বলে ২৬ রানের ছোটখাটো ক্যামিও খেলেই আউট হয়ে গিয়েছেন। কোহলি ফেরায় বসতে হবে তাঁকেই।

শিভম দুবে পড়ে পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন। ব্যাট হাতে দলকে নির্ভরতা দিয়েছেন। বলেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়েছেন। ম্যাচের ফিনিশ করেছেন ছক্কা হাঁকিয়ে। টি২০-তে তিনিই আপাতত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ব্যাক আপ।

উইকেটকিপার পজিশনে সঞ্জু স্যামসনকে আরও একবার বসতে হয়েছে। জিতেশ শর্মা ৯ বলে জোড়া বাউন্ডারির সাহায্যে ১৬ করে যান। তাঁর পারফরম্যান্সে মোটামুটি প্রভাবিত টিম ম্যানেজমেন্ট। তাই সঞ্জুকে সম্ভবত আরও এক ম্যাচে বসতে হবে। বোলিং বিভাগে সম্ভবত কোনও বদল ঘটবে না।

ইন্দোরে দ্বিতীয় টি২০-তে ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার

Virat Kohli Indian Cricket Team Indian Team Shubman Gill
Advertisment