Advertisment

IND vs AFG 3rd T20I Playing 11 Live Streaming: সিরিজ জিতেও দুই তারকা বাদ তৃতীয় ম্যাচে! Jio না Hotstar কোথায় দেখবেন শেষ টি২০

India vs Afghanistan 3rd T20I Playing XI live streaming: ইন্দোরে হাফসেঞ্চুরিতে ভর করে আফগানিস্তান চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে স্কোরবোর্ডে। তবে শিভম দুবে এবং যশস্বী জয়সোয়াল সেই টার্গেট প্রহসন বানিয়ে দেন। দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে ভারত ২৬ বল বাকি থাকতে সিরিজ জয় সমাপ্ত করে ফেলে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs AFG Playing 11, India vs Afghanistan  Playing XI, India vs Afghanistan

India vs Afghanistan 3rd T20I Playing 11, Live Streaming: প্ৰথম দুই ম্যাচ জিতেই সিরিজের ফয়সালা করে নিয়েছে ভারত (টুইটার)

India vs Afghanistan 3rd playing XI Live Streaming : তিন ম্যাচের সিরিজ জয় সম্পন্ন টিম ইন্ডিয়ার। প্ৰথম একাদশের একাধিক তারকাকে বাইরে রেখে ভারত সিরিজ জয় হাসিল করেছে। হার্দিক পান্ডিয়া নেই, সূর্যকুমার যাদব, মহম্মদ শামিও চোটের কবলে। ঈশান কিষান টিম ম্যানেজমেন্টের সঙ্গে সংঘাতে দলে নেই। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার-ও বিশ্রামে। তবে একের পর এক তারকাকে বাইরে রেখে ভারতের সিরিজ দখল করতে সমস্যা হয়নি।

Advertisment

প্ৰথম ম্যাচে মাত্র ১৫৮-এ থেমে গিয়েছিল আফগানদের ইনিংস। পাওয়ার প্লে-তে রোহিত-শুভমান আউট হলেও চিন্তার কিছু হয়নি। শিভম দুবে ৬০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের সীমানায় পৌঁছে দিয়েছেন। ব্যাটে-বলে প্ৰথম ম্যাচ মাতানো শিভম দ্বিতীয় ম্যাচেও নায়ক।

ইন্দোরে হাফসেঞ্চুরিতে ভর করে আফগানিস্তান চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে স্কোরবোর্ডে। তবে শিভম দুবে এবং যশস্বী জয়সোয়াল সেই টার্গেট প্রহসন বানিয়ে দেন। দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে ভারত ২৬ বল বাকি থাকতে সিরিজ জয় সমাপ্ত করে ফেলে। যশস্বী ৩৪ বলে ৬৮ করে আউট হয়ে গেলেও শিভম ৬৪ করে অপরাজিত থেকে যান।

সিরিজ জয় হয়ে যাওয়ার পর ভারত তৃতীয় ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারে। এমনটাই খবর। প্ৰথম ম্যাচে বিরাট কোহলি পারিবারিক কারণে খেলতে পারেননি। যশস্বী আবার হালকা পিঠে সমস্যা থাকায় নামেননি মোহালিতে। ইন্দোরে দুই তারকাই ফিরেছিলেন। বসতে হয়েছিল শুভমান গিল এবং তিলক ভার্মাকে। বোলিং কম্বিনেশন অপরিবর্তিত ছিল। তবে তৃতীয় ম্যাচে ভারত সম্ভবত বোলিং বিভাগে রদবদলের পথে হাঁটবে।

আরও পড়ুন: ব্যাটে ঝড় তোলা দুই তারকাকে কুর্নিশ জয় শাহদের! শিভম-যশস্বীদের আরও কোটি কোটি টাকা দিচ্ছে বোর্ড

সিরিজের ফয়সালা হয়ে যাওয়ায় কুলদীপ যাদব এবং আবেশ খানদের দেখে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাইরে বসবেন রবি বিশ্নোই এবং অর্শদীপ সিং। ব্যাটিংয়ে কোনও বদল হবে না।

রুদ্ধশ্বাস তৃতীয় টি২০ (india vs afghanistan 3rd t20) কখন কোথায় কীভাবে দেখা যাবে দেখে নেওয়া যাক-

ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি২০ ম্যাচ কবে হবে?
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি২০ ম্যাচ বুধবার, ১৭ জানুয়ারি।

ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি২০ ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি২০ ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।

ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি২০ ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টায়। টস এবং প্ৰথম একাদশ জানা যাবে ৬.৩০-এ।

ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি২০ ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি২০ ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্পোর্টস-১৮ চ্যানেলে (Sports18)

ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি২০ ম্যাচ কোন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে?
ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা প্ল্যাটফর্মে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শিভম দুবে, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আবেশ খান, মুকেশ কুমার

Indian Team Afghanistan Afghanistan Cricket Team India vs Afghanistan Indian Cricket Team
Advertisment