Advertisment

Gulbadin Naib: ছক্কায় ছক্কায় জান কয়লা করেছেন ভারতের! আফগান সুপারস্টারকে পেতে ঝাঁপাবে সব IPL ফ্র্যাঞ্চাইজি

IPL 2024: টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার বলেছেন, গুলবাদিন নিজেকে একজন ফিনিশার হিসেবে তুলে ধরেছেন। তার এখন ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির যে কোনও একটিতে সুযোগ পাওয়া দরকার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gulbadin Naib।Afghanistan

IPL-Gulbadin Naib: আফগানিস্তানের গুলবাদিন নিজেও আইপিএল খেলতে চান।

Ind-Afg 3rd T20: দুই যোদ্ধা মহম্মদ নবি আর গুলবাদিন নায়েব ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে আফগানিস্তানের হয়ে সবচেয়ে ভালো ব্যাট করেছেন। ভারত সিরিজ ৩-০ য় জিতেছে। কিন্তু, তারপরও নবি আর গুলবাদিনের খেলা ভারতীয়দের মন কেড়েছে। দুজনেই ভারতীয় বোলারদের যেভাবে পেটাচ্ছিলেন, বোঝাই যাচ্ছিল না তাঁরা আফগানিস্তানের ব্যাটার না অস্ট্রেলিয়ার! এমনকী বেঙ্গালুরুতে তৃতীয় টি২০ ম্যাচেও নবি আর গুলবাদিন চতুর্থ উইকেটে মাত্র ২২ বলে ৫৬ রান তোলেন। যা, আফগানিস্তানকে ২১৩ রানের কঠিন লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। নবি ১৬ বলে ৩৪ রান করে আউট হন। কিন্তু, গুলবাদিন ২৩ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে যান। আর, ম্যাচ সুপার ওভারে নিয়ে যান।

Advertisment
  • গুলবাদিন ২০১৯ একদিনের বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্ব দিয়েছিলেন।
  • গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল মিনি নিলামে অবিক্রিত হয়েছিলেন।
  • রবি বিষ্ণোই তিন বলে নবির উইকেট-সহ দুটি উইকেট তুলে নেন।

ব্যাট হাতে অভিজ্ঞ ডানহাতি এতই ভালো যে ম্যাচ জিততে না-পেরে কিছুটা হতাশ হয়ে পড়েন তিনি। কিন্তু যেহেতু আফগানিস্তানের শেষ ছয় বলে জয়ের জন্য ১৯ রানের দরকার ছিল, সেটা ধাওয়া করা গুলবাদিনের জন্যই সম্ভব হয়েছে। অবশ্য ১৯ হয়নি। ১৮ করেই সন্তুষ্ট থাকতে হয়েছে আফগান ব্যাটারকে। কিন্তু, সেটাও সম্ভব ছিল না, যদি না গুলবাদিন শেষ ওভারে ছক্কা এবং আরও চার রান করতেন। ইনিংসে চারটি ছক্কা এবং চারটি ওভার বাউন্ডারি দিয়ে গুলবাদিন তাঁর শততম টি২০ উদযাপন করেন। এর আগে ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই আফগান ব্যাটার মাত্র ৩৫ বলে ৫৭ রান তোলেন।

গুলবাদিনের এই দুর্দান্ত ব্যাটিং মন কেড়েছে রবিচন্দ্রন অশ্বিনের। টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার বলেছেন, গুলবাদিন নিজেকে একজন ফিনিশার হিসেবে তুলে ধরেছেন। তার এখন ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির যে কোনও একটিতে সুযোগ পাওয়া দরকার। গুলবাদিন নিজেও আইপিএল খেলতে চান। আগেই সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি তা স্পষ্ট করে দিয়েছেন। গুলবাদিনের সেই বার্তাকেই সামনে রেখে অশ্বিন আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছে জানতে চেয়েছেন, আফগান ব্যাটারের জন্য তাঁদের দলে কোনও জায়গা আছে কি না?

আরও পড়ুন- নবির সামনে খুনে মেজাজে রোহিত! আগুনে ঘটনায় ভারত নয় আফগানিস্তানের পাশেই দ্রাবিড়, ঢাললেন জল

গুলবাদিন ২০১৯ একদিনের বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্ব দিয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল মিনি নিলামে অবিক্রিত হয়েছিলেন। তৃতীয় টি২০-র সুপার ওভারে, গুলবাদিন অবশ্য প্রথম বলেই রান আউট হন। কিন্তু, নবি টিকেছিলেন। তিনি মুকেশ কুমারের শেষ বলে একটি ছক্কা হাঁকান। তারপরে শেষ বলে দুটি বিতর্কিত বাই রান নিয়ে আফগানিস্তানকে মোট ১৬-এ পৌঁছে দেন। ভারতও ১৬ রান তোলায় ম্যাচ শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারে চলে যায়। দ্বিতীয় সুপার ওভারে ভারত মাত্র ১১ রান তোলে। কিন্তু, আফগানিস্তান ১ রানের বেশি করতে পারেনি। কারণ, রবি বিষ্ণোই তিন বলে নবির উইকেট-সহ দুটি উইকেট তুলে নেন। ফলে ভারত ম্যাচ আর সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়।

Afganistan IPL Afghanistan Cricket Team ipl auction
Advertisment