India vs Afghanistan 3rd t20: ব্যাট হাতে ফের একবার মনমোহিনী ইনিংস খেলে গেলেন রিঙ্কু সিং। আফগানিস্তানের বিরুদ্ধে সর্বকালের অন্যতম সেরা টি২০ থ্রিলারে নায়ক রোহিত শর্মা। আর পার্শ্বনায়ক হিসেবে আবির্ভাব ঘটল রিঙ্কু সিংয়ের। আবার-ও টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে উঠলেন বুধবার রাতে।
ব্যাট যখন করতে নেমেছিলেন সেই সময়ে ভারতের ইনিংস খেই হারিয়ে ফেলেছে। স্কোরবোর্ডে ২২ তোলার ফাঁকেই পরপর চার উইকেট হারিয়ে ফেলে ভারত। প্ৰথমে যশস্বী জয়সোয়াল এবং বিরাট কোহলি একই ওভারে আউট হন। এরপরে শিভম দুবে এবং সঞ্জু স্যামসনও প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। নিয়মরক্ষার ম্যাচে হঠাৎ ব্যাটিং বিপর্যয় লগ্নেই বাইশ গজে আবির্ভাব ঘটে রিঙ্কুর। তারপর ভারতীয় ইনিংসকে আর ফিরে তাকাতে হয়নি।
রোহিতের সঙ্গে ৯৩ বলে ১৯০ রানের পার্টনারশিপে ভারতকে পৌঁছে দিয়েছেন ২১০ রানের এভারেস্টে। রোহিত ৬৩ বলে ১২১ রানে অপরাজিত রয়েছেন। তিনিও ৩৪ বলে ৬৯ করে ঝড় তুলেছেন ব্যাটে।
আরও পড়ুন: এত ভালো খেলেও কপাল পুড়ছে রিঙ্কুর! বিশ্বকাপে হয়ত টিম ইন্ডিয়ায় জায়গাই হবে না KKR সুপারস্টারের
তবে রোহিতের সঙ্গে স্বপ্নের পার্টনারশিপ হয়ত হতই না রিঙ্কুর। আগেই হয়ত আউট হয়ে ফিরতে হত তাঁকে। ভারতীয় ইনিংসের নবম ওভারের ঘটনা। সেই ওভারে কোয়েস আহমেদের বলে লেগ বিফোর হয়ে যান কেকেআরের তারকা ব্যাটার। প্যাডে বল লাগার পর এতটাই আত্মবিশ্বাসী ছিলেন আফগান বোলার যে আউট দিয়ে দেন অনফিল্ড আম্পায়ার বীরেন্দ্র শর্মা। এরপরেই রিঙ্কু রিভিউ নেন।
রিভিউয়ে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল রিঙ্কু হয়ত আউটই হয়ে গিয়েছেন। আল্ট্রা এজে অন্য বিষয় সামনে এসে। দেখা যায় বল প্যাডে লাগার আগেই ব্যাটের কোনায় স্পৰ্শ করেছে বল।
তবে আল্ট্রা এজ এরকম দেখালেও বিতর্ক তুঙ্গে ওঠে সেই সময় ব্যাটে বলের সংযোগের ইঙ্গিতবাহী স্পাইক দেখা গেলেও সেই সময় আদতে ব্যাটে-প্যাডে দৃশ্যতই ফাঁক ছিল। এই ঘটনা নিয়েই আফগান শিবির সরব হয়। আম্পায়ারের কাছে অভিযোগ জানাতে থাকেন নবিরা। তবে এতে কাজের কাজ হয়নি।
প্রযুক্তির সাহায্যেই এরপরে আরও রণংদেহী মূর্তি ধরেন রিঙ্কু। শেষ পাঁচ ওভারে ১০৩ রান জোড়েন রোহিতের সঙ্গে। শেষ ওভারে করিম জানাত ৩৪ রান খরচ করেন। শেষ তিন বলে টানা তিনটে ছক্কা হাঁকান রিঙ্কু।