Advertisment

Rohit Sharma: নিয়ম ভেঙেই তৃতীয় টি২০ জিতেছে ভারত! বন্ধুত্ব সরিয়ে রোহিতের দিকে এবার তালিবানি গোলা

Ind-Afg T20: আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান, রোহিত আসার সঙ্গে সঙ্গেই আম্পায়ারদের কাছে এনিয়ে তীব্র অভিযোগ জানিয়েছিলেন। তবুও, রোহিত স্ট্রাইক নিলে ফের খেলা শুরু হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Afghanistan, IND vs AFG, Super Over, Rohit Sharma

India vs Afghanistan 3rd t20: রোহিতের ব্যাট করা নিয়ে তুমুল উত্তেজনা (টুইটার)

Rohit Sharma twice batting in Super Over controversy: টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি২০ টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সিরিজে ভারতীয় দল ৩-০ তে জিতেছে। এই সিরিজে ভারতীয় দলে দুই তারকা খেলোয়াড় প্রত্যাবর্তন করেছেন। তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই তারকার মধ্যে কোহলি তাঁর দুটি ম্যাচের একটিতে দায়সারাভাবে আউট হয়েছেন। আর, রোহিত পরপর দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরে তৃতীয় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ফাইনাল ম্যাচে তাঁর কেরিয়ারের সেরা অপরাজিত ১২১ রান করেছেন। বেঙ্গালুরুতে ওই হাই-ভোল্টেজ ম্যাচে ফলাফল ডাবল সুপার ওভারের দ্বারা নির্ধারিত হয়েছে। যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ঘটল।

Advertisment

আরও পড়ুন- তিনি কি ডিভোর্সি! প্ৰথমবার মুখ খুললেন সানিয়া, পোস্ট করলেন বাবা! শনিবারের পর রবিবারেও ঝড়

শুধু এতেই শেষ নয়। সুপার ওভারে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। রোহিত শর্মা একটি অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছিলেন। শেষ বলের ঠিক আগে, প্রথম ওভারে তিনি নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। যশস্বী জয়সওয়াল স্ট্রাইকে এবং জয়ের জন্য ভারতের ২ রান প্রয়োজন ছিল সেই সময়। রোহিত স্বেচ্ছায় দ্রুত রিংকু সিংকে ক্রিজে নামিয়ে ব্যাট হাতে উঠে যান। রিংকু, ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ছিলেন। যাইহোক, রোহিতকে অবসর দেওয়া হয়েছিল, নাকি তিনি আঘাত পেয়ে অবসর নিয়েছিলেন, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। সেই বিভ্রান্তি আর বিতর্ক বর্তমানে আরও বেড়েছে।

সুপার ওভারের নিয়ম অনুসারে বিতর্ক আরও গভীর হয়েছে। কারণ বলা আছে যে একবার ব্যাটার অবসর নেওয়ার পরে আর খেলায় ফিরতে পারেন না। তা সত্ত্বেও, দ্বিতীয় সুপার ওভার শুরু হলে রোহিত শর্মা ব্যাট করতে ফিরে আসেন। যা তাঁর আগের বিদায়ের পরিস্থিতি নিয়ে বিতর্ককে তীব্র করে তোলে। আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান, রোহিত আসার সঙ্গে সঙ্গেই আম্পায়ারদের কাছে এনিয়ে তীব্র অভিযোগ জানিয়েছিলেন। তবুও, রোহিত স্ট্রাইক নিলে ফের খেলা শুরু হয়। ম্যাচের কয়েকদিন পরে, আফগানিস্তানের করিম জানাত, যিনি তৃতীয় টি২০-তে খেলেছিলেন, ওই ঘটনা নিয়ে ফের অভিযোগ জানিয়েছেন। জানাতের বক্তব্য, রোহিতকে ক্রিজে ফিরে আসার অনুমতি দেওয়া উচিত ছিল না। এই ধরনের প্রত্যাবর্তন আইন অনুযায়ী নিষিদ্ধ বলেই জানাত জানিয়েছেন।

আরও পড়ুন- রঞ্জিৎ সিংয়ের রেকর্ড ভাঙা সেই ইংরেজ সুপারস্টার, ভারতে এসেও ফিরে গেলেন! ব্যাপক চাপে পড়ল ইংল্যান্ড

এই ব্যাপারে করিম জানাত সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) ডিপি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল লিগ টি২০ (আইএলটি২০)-এর ফাঁকে বলেন, 'আমরা এ সম্পর্কে কিছু জানতাম না। আমাদের ম্যানেজমেন্ট আম্পায়ারদের সঙ্গে কথা বলেছে। রোহিত ব্যাট করতে এসেছিল, কিন্তু আমরা পরে জেনেছি যে তাঁকে ব্যাট করতে দেওয়া উচিত হয়নি। কারণ, কেউ অবসর নিলে, আর ব্যাট করতে পারেন না। আমরা এখন এ সম্পর্কে বেশি কিছু করতে পারছি না। কারণ যা ঘটার, তা ঘটে গিয়েছে। অধিনায়ক এবং কোচ পরে এনিয়ে আলোচনা করেছেন। তবে, এই আলোচনা তাঁদের মধ্যে হয়েছে।'

Indian Team Afganistan Rohit Sharma T20 Afghanistan Cricket Team Indian Cricket Team
Advertisment