Rohit Sharma in Super Over: ১ টা নয়, ২-২ টো সুপার ওভারে ফয়সালা হয়েছে ম্যাচের। তবে রোহিত শর্মার ছোট্ট কৌশলে ধরাশায়ী হয়েছে আফগানিস্তান। ব্যাট হাতে বিধ্বংসী শতরানে যেমন নড়িয়ে দিয়েছেন আফগান বোলারদের, সেই সঙ্গে সুপার ওভারে বাউন্ডারি-ওভার বাউন্ডারির বন্যা বয়ে দিয়েছেন হিটম্যান।
তবে রোহিত শর্মার দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং আপাতত যত আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সুপার ওভারে ঠিক কী হয়েছে?
দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় রোহিত প্ৰথম সুপার ওভারে ব্যাটিং করতে নামেন যশস্বী জয়সোয়ালকে নিয়ে। তবে শেষ বলে ভারতের দরকার যখন ছিল মাত্র ২ রান, সেই সময়ে রোহিত নিজে রিটায়ার্ড আউট হয়ে সরিয়ে নেন নন স্ট্রাইকিং এন্ডের ক্রিজ থেকে। বদলে নামেন রিঙ্কু সিং। তবে দ্বিতীয় সুপার ওভারে রিঙ্কুকে সঙ্গে নিয়ে পুনরায় ব্যাট করতে নামেন রোহিত।
এমসিসির প্লেয়িং কন্ডিশন সম্পর্কে সুপার ওভারে কী নিয়ম রয়েছে?
২৫.৪.২ ধারায় বলা হয়েছে, যদি কোনও ব্যাটার শারীরিক অসুস্থতা, ইনজুরি অথবা কোনও অনিবার্য কারণে রিটায়ার হন, তাহলে সেই ব্যাটার পুনরায় নিজের ইনিংস শুরু করতে পারবেন। যদি উল্লিখিত কারণের কোনও একটি না ঘটে, এবং ব্যাটার যদি রিটায়ার্ড আউট না হন, তাহলে সেই ব্যাটারটিকে 'রিটায়ার্ড - নট আউট' হিসাবে রেকর্ড করতে হবে।
আরও পড়ুন: সুপারওভারে ‘চোরামি’ করে ২ রান! মাঠেই উচিত শিক্ষা দিয়ে নবিকে লাল চোখ রোহিতের, দেখুন
যদি কোনো ব্যাটার ২৫.৪ ২ ধারা ব্যতীত অন্য কোনো কারণে রিটায়ার্ড আউট নেয়, তবে সেই ব্যাটারের ইনিংস শুধুমাত্র প্রতিপক্ষ অধিনায়কের সম্মতিতে
পুনরায় শুরু করা যেতে পারে। যদি কোনও কারণে তার ইনিংস পুনরায় শুরু না হয়, সেই ব্যাটারটিকে 'রিটায়ার্ড-আউট' হিসাবে রেকর্ড করতে হবে।
টাই সুপার ওভারের ক্ষেত্রে: কোনও ব্যাটার যদি আগের সুপার ওভারে আউট হয়ে যান এবং সেই সুপার ওভার টাই হলে, পরবর্তী সুপার ওভারে সেই ব্যাটার ব্যাট করতে পারবেন না।
টাই সুপার ওভারে ICC-র ব্যাটিং নিয়ম কী?
টাই সুপার ওভারের ক্ষেত্রে আইসিসির প্লেয়িং কন্ডিশন জানাচ্ছে, "কোনও ব্যাটার যদি আগের সুপার ওভারে আউট হয়ে যান এবং সেই সুপার ওভার টাই হলে, পরবর্তী সুপার ওভারে সেই ব্যাটার ব্যাট করতে পারবেন না।"
জানা প্রয়োজন, রোহিত প্ৰথম সুপার ওভারে রিটায়ার্ড হার্ট নাকি রিটায়ার্ড আউট হয়েছেন- সেই বিষয়ে কিন্তু ভারপ্রাপ্ত ম্যাচ আধিকারিকরা সুস্পষ্টভাবে কিছু জানাননি। যদি রিটায়ার্ড আউট হয়ে থাকেন, তাহলে তিনি পুনরায় ব্যাট করতে পারবেন, যেহেতু আগে তিনি আউট হননি।