Advertisment

IND vs AFG Match Report: ৪৬৮ রানের রোমাঞ্চের ফয়সালা জোড়া সুপার ওভারে! রোহিত-রিঙ্কুর ছক্কা বৃষ্টিতে রামধনু আঁকলেন গুলাবদিনরা

India vs Afghanistan 3rd T20I Highlights double super over: স্কোরবোর্ডে ২১২ তুলেও ভারতকে যে কারণে জিততে হল জোড়া সুপার ওভার পেরিয়ে। রোহিত শর্মার সেঞ্চুরি, রিঙ্কু সিংয়ের পরিণত বিধ্বংসী হাফসেঞ্চুরি। এবং তারপর বেঙ্গালুরুর রাত দেখল অসম্ভব এক আফগানি রূপকথা। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার উদগ্র বাসনা।

IE Bangla Sports Desk এবং Subhasish Hazra
New Update
IND vs AFG, India vs Afghanistan 3rd T20I, Rohit Sharma, Rohit Sharma century, Rinku Singh, Gulbadin Naib

India vs afghanistan 3rd t20: রোমাঞ্চের থ্রিলারে ভারতের দুর্ধর্ষ জয় (টুইটার)

ভারত: ২১২/৪ (১১/২)

আফগানিস্তান: ২১২ (১/২)

Advertisment

IND vs AFG, 3rd T20I Match Report, Super Over: নিয়মরক্ষার ম্যাচ। তবে বেঙ্গালুরুতে সেই নিয়ম রক্ষার ম্যাচেই অনুপস্থিত নিয়ম রক্ষার মেজাজ। ২২-৪ এবং সেখান থেকে ভারতকে রোহিত-রিঙ্কুর ছক্কার বিস্ফোরণে ২১২ পর্যন্ত অলৌকিকভাবে টেনে নিয়ে যাওয়া। এবং তারপরেও ম্যাচ গড়াল সাড়ে এগারোটা পর্যন্ত। সৌজন্যে আফগানিস্তানের অবিশ্বাস্য পাওয়ার হিটিংয়ের দাপট। স্কোরবোর্ডে ২১২ তুলেও ভারতকে যে কারণে জিততে হল জোড়া সুপার ওভার পেরিয়ে। রোহিত শর্মার সেঞ্চুরি, রিঙ্কু সিংয়ের পরিণত বিধ্বংসী হাফসেঞ্চুরি। এবং তারপর বেঙ্গালুরুর রাত দেখল অসম্ভব এক আফগানি রূপকথা। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার উদগ্র বাসনা।

রোহিত-রিঙ্কুর পাশবিক ব্যাটিংয়ের সামনে আফগানিস্তানকে ফিনিশিং লাইন পর্যন্ত টেনে দিয়ে গেলেন গুলাবদিন নাইব। জোড়া ওপেনার রহমনুল্লাহ গুরবাজ এবং ক্যাপ্টেন ইব্রাহিম জাদরান দুজনেই ফিফটি করে গেলেও কখনই ভাবা যায়নি আফগানিস্তান শেষ বল পর্যন্ত ছক্কার বৃষ্টি হাঁকিয়ে দুটো সুপার ওভার খেলতে বাধ্য করবে ভারতকে। তবে সেটাই হল।

ব্যাটে ঝড় তুললেন গুলাবদিন নাইব। ২১ বলে হাফসেঞ্চুরি সমেত ২৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকলেন। শেষ ওভারে মুকেশ কুমারের ওভার থেকেও ১৮ রান তুলে দিয়ে খেলা নিয়ে গেলেন সুপার ওভারে।

সেখানেও প্ৰথম সুপার ওভারে আফগানিস্তান স্কোরবোর্ডে ১৬ তুলে ফেলে গুলাবদিন-নবির ব্যাটে। সেই রান অবশ্য ভারত তুলে দিয়েছিল রোহিত-যশস্বীর ব্যাটে। তবে খেলা দ্বিতীয় সুপার ওভারে যাওয়া থেকে আটকাতে পারেননি রোহিতরা। দ্বিতীয় সুপার ওভারে আজমাতুল্লা ওমরজাই ভারতকে মাত্র ১১ রানে বেঁধে রাখলে কি হবে রবি বিশ্নোইয়ের প্ৰথম তিন বলেই দুই উইকেট হারিয়ে টানটান থ্রিলারে হেরে বসে আফগান বাহিনী।

টানা দুই ম্যাচ জিতে ভারত আগেই সিরিজ দখল করে নিয়েছিল। সিরিজের শেষ ম্যাচে রোহিত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সঞ্জু স্যামসন, আবেশ খান, কুলদীপ যাদবকে প্ৰথম একাদশে নেওয়া হয় অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং এবং জিতেশ শর্মাকে বসিয়ে।

আর ব্যাট করতে নেমে বেনজিরভাবে ভারত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ওভারে চার-চারটে উইকেট হারিয়ে বসে ভারত একসময়। ফরিদ আহমেদ এবং আজমাতুল্লাহ ওমরজাই ভারতের টপ অর্ডারে ধস নামিয়ে যান। দ্বিতীয় ওভারেই ফরিদ আহমেদ পরপর দুই বলে ফিরিয়ে দেন যশস্বী জয়সোয়াল এবং বিরাট কোহলিকে। সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছিল জিতেশ শর্মাকে বাইরে বসিয়ে। সেই সুযোগের ফায়দা নিতে ব্যর্থ তিনি। গোল্ডেন ডাক করে ফিরলেন তিনি। প্ৰথম দুই ম্যাচের নায়ক শিভম দুবেও বুধবার ১ রানের বেশি করতে পারেননি।

এরপরে পুরোটাই রিঙ্কু-রোহিতের নামে। প্ৰথমে রো-রি জুটি ক্রিজে কিছুটা থিতু হয়ে নেন। ১০ ওভারের পর গিয়ার বদলান দুজনে। আর ডেথ ওভারে চার-ছক্কার ঝড় তুলে যান দুজনে। শেষ পাঁচ ওভারেই রোহিত-রিঙ্কু স্কোরবোর্ডে যোগ করে যান ১০৩ রান।

রিঙ্কু সিংয়ের (৬৯) সঙ্গে ৯৫ বলে ১৯০ রানের জুটিতে রোহিত কার্যত ছিঁড়ে খেয়ে নিলেন আফগান বোলারদের। শেষ পাঁচ ওভারে রিঙ্কু-রোহিত তান্ডব চালিয়ে যোগ করলেন ১০৩ রান। এর মধ্যে শেষ ওভারে করিম জানাত একাই খরচ করলেন ৩৬ রান। সেই ওভারেই এল ৫ ছক্কা, ১ বাউন্ডারি।

Indian Cricket Team Afghanistan Indian Team Afghanistan Cricket Team
Advertisment