Advertisment

Ishan Kishan-Shreyas Iyer: বেয়াদপির কারণেই কি টিম ইন্ডিয়ায় বাদ জোড়া সুপারস্টার! মুখ খুলতে বাধ্য হলেন এবার দ্রাবিড়

T20 Afganistan series: আফগানিস্তান সিরিজে বাদ পরার আগে, ঈশান ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আর, শ্রেয়স চার ইনিংসে মাত্র ৪১ করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dravid । Ishan Kishan ।Shreyas Iyer

দক্ষিণ আফ্রিকায় শ্রেয়স চার ইনিংসে মাত্র ৪১ করেছিলেন।

India t20 series against Afghanistan: ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়ার খবর অস্বীকার করলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে শৃঙ্খলাভঙ্গের কারণেই ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে রাখা হয়নি।

Advertisment

সেই দাবিই ওড়ালেন ভারতীয় দলের প্রধান কোচ। দ্রাবিড় জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে ঈশানই মানসিক ক্লান্তির কারণে বিশ্রাম চেয়েছিলেন। টিম ম্যানেজমেন্ট সেই আর্জি মঞ্জুর করেছে। দ্রাবিড় জানিয়েছেন, ঈশান তারপর থেকে খেলবে বলে কিছু জানায়নি। যখন তিনি খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন, তখন ঘরোয়া ক্রিকেটে ফিরবেন।

প্রথম টি২০ ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রাবিড় বলেন, 'এর মধ্যে শৃঙ্খলাভঙ্গের কারণে কোনও শাস্তির ব্যাপারই নেই। ঈশানকে দল নির্বাচনের সময় পাওয়া যায়নি। ও নিজেই ছুটি চেয়েছিল। আমি তখন দক্ষিণ আফ্রিকায়। ঈশানের আবেদন টিম ম্যানেজমেন্ট মেনে নিয়েছে। ও এখনও নিজেকে খেলার জন্য প্রস্তুত করেনি। তারপর যখন ও প্রস্তুত হয়ে যাবে, ঘরোয়া ক্রিকেট খেলবে। নির্বাচিত হওয়ার জন্যও প্রস্তুত হয়ে যাবে।'

আরও পড়ুন- নেতৃত্বে ছাঁটাই, রান নেই ব্যাটেও! গুরুত্ব কমে প্ৰথম ১১-য় জায়গা হারাচ্ছেন ‘পাকিস্তানের কোহলি’

ঈশানের পাশাপাশি শ্রেয়স আইয়ারের ব্যাপারেও মুখ খুলেছেন দ্রাবিড়। তিনি বলেন, 'প্রচুর ব্যাটসম্যান দলে আছেন। সেই কারণে শ্রেয়সকে বাদ দেওয়া হয়েছে। আর, শৃঙ্খলাজনিত কারণে সাজার ব্যাপারটা পুরোপুরি মিথ্যা।' আফগানিস্তান সিরিজে বাদ পরার আগে, ঈশান ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আর, শ্রেয়স চার ইনিংসে মাত্র ৪১ করেছিলেন।

cricket T20 World Cup Indian Team Shreyas Iyer Rahul Dravid T20 Ishan Kishan Indian Cricket Team
Advertisment