India vs Afghanistan t20 series: ভারত অধিনায়ক রোহিত শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে ফর্মে ফিরেছেন। তৃতীয় টি২০-তে সেঞ্চুরি করে অপরাজিত থেকেছেন। রোহিত ছাড়াও আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে রিংকু সিং ভালো রান করেছেন। অধিনায়ক রোহিতের সঙ্গে ১৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
দু'জনে মিলে জুটি গড়ে দলকে ২২/৪ থেকে ২১২/৪-এ পৌঁছে দিয়েছেন। খেলার পরে, রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়কে টি২০ বিশ্বকাপে ভারতের দলগঠনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। রোহিত স্পষ্ট ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে সবাইকে খুশি রাখা সম্ভব নয়।
খেলার পরে সম্প্রচারকারীর সঙ্গে একটি চ্যাটে রোহিত বলেছেন যে, ১৫ সদস্যের স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। কারণ, টিম ম্যানেজমেন্ট এখনও ৮-১০ জন খেলোয়াড়ের দিকে তাকিয়ে আছে, যাঁরা দৌড়ে আছেন। এই ব্যাপারে রোহিত বলেন, 'আমরা ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করিনি। তবে আমাদের মনে ৮-১০ জন খেলোয়াড় আছেন। তাই আমরা কন্ডিশন অনুযায়ী আমাদের কম্বিনেশন তৈরি করব। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন আমাদের মেনে নিতে হবে। সেই অনুযায়ী দল বাছা হবে। রাহুল দ্রাবিড় এবং আমি দল নির্বাচন নিয়ে স্পষ্টতা বজায় রাখার চেষ্টা করছি। আমরা খেলোয়াড়দের বোঝানোর চেষ্টা করছি, কেন তাঁরা ভালো পারফরম্যান্স করার পরও নির্বাচিত করা হয়নি। আর, কেনই বা তাদের নির্বাচিত করা হয়েছে।'
আরও পড়ুন- রিঙ্কুর বিধ্বংসী ইনিংসেও রইল কালো দাগ! আউট হওয়া রিঙ্কুকে বাঁচাল বড়সড় গন্ডগোল, দেখুন পুরোটা
রোহিত জানিয়েছেন, তৃতীয় টি-টোয়েন্টিতে বেঞ্চে থাকা খেলোয়াড়রা, কেন তাঁরা খেলছেন না, তা জিজ্ঞাসা করবেন। বিষয়টা হল, প্রথম দলে মাত্র ১১ জন খেলোয়াড়ই খেলতে পারেন। তাই সবাইকে সন্তুষ্ট বা খুশি করা অসম্ভব।
রোহিত বলেন, 'আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না। আমি অধিনায়ক হিসেবে আমার সময়ে এটাই শিখেছি। আপনি ১৫ জন খেলোয়াড়কে খুশি রাখতে পারেন। তারপরও, শুধুমাত্র ১১ জন খুশি। বেঞ্চে বসা চারজন খেলোয়াড়ও জিজ্ঞাসা করে, কেন তারা খেলছেন না? আমি শিখেছি যে আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না। দলের লক্ষ্যই আপনার ফোকাস হওয়া উচিত।'