Advertisment

IND vs AFG Series Live Streaming: ফ্রিতেই দেখা যাবে ভারত-আফগানিস্তান ব্লকবাস্টার টি২০ সিরিজ! কবে-কোথায়, জানুন বিস্তারিত

India vs Afghanistan Series Live Streaming: রশিদ খানদের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা করার ক্ষেত্রে বিসিসিআই (BCCI) অনেক চমক হাজির করেছে। প্রায় ১৪ মাস আন্তর্জাতিক টি২০ না খেলা বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাকে (Rohit Sharma) পুনরায় অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার কুড়ি কুড়ি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার সেমিফাইনাল খেলেছিলেন দুই মহারথী।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Afghanistan Live Streaming,IND vs AFG Series,India vs Afghanistan Series

IND vs AFG Series Live Streaming: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত এবং আফগানিস্তান

India vs Afghanistan Series 2023 Live Streaming: বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ। তারপরে দক্ষিণ আফ্রিকায় গিয়ে পূর্ণাঙ্গ সফর। তারপরেই ফের একবার টি২০ সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে (IND vs AFG) শক্তি-সামর্থ্যে আফগানিস্তান অনেক পিছিয়ে থাকলেও ভারতের কাছে এই সিরিজের (India vs Afghanistan t20 series) গুরুত্ব অনেক। জুনে টি২০ বিশ্বকাপের (t20 World Cup 2024) আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক টি২০ টুর্নামেন্ট।

Advertisment

রশিদ খানদের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা করার ক্ষেত্রে বিসিসিআই (BCCI) অনেক চমক হাজির করেছে। প্রায় ১৪ মাস আন্তর্জাতিক টি২০ না খেলা বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাকে (Rohit Sharma) পুনরায় অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার কুড়ি কুড়ি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার সেমিফাইনাল খেলেছিলেন দুই মহারথী। তারপরে দুজনকে আন্তর্জাতিক টি২০'তে দেখতে পাওয়া যায়নি।

আরও পড়ুন: কেরিয়ার ধ্বংস করার হুমকি দেন স্বয়ং মোদি! প্রাক্তন সুপারস্টারের এক স্বীকারোক্তিতেই ঝড়

তবে বিশ্বকাপের আগে শেষ টি২০ সিরিজে দুজনকে অন্তর্ভুক্ত করে বোর্ড কার্যত বুঝিয়ে দিল দুই সিনিয়র প্রো তাঁদের বিশ্বকাপ ভাবনায় ভালোমতই রয়েছেন। দুজনের টি২০ কেরিয়ার নিয়ে সম্প্রতি জল্পনা শুরু হয়েছিল। বলা হচ্ছিল, দুজনকে ছাড়াই বিশ্বকাপ অভিযানে নামবে ভারত। তবে বিরাট-রোহিত নাকি বোর্ডের কাছে টি২০ ফরম্যাটে খেলার ইচ্ছাপ্রকাশ করেন। দুজনের আবদার ফেলতে পারেননি নির্বাচকরা।

রোহিত ফিরলেন একেবারে নেতা হিসেবে। টি২০'র নিয়মিত অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে তিনি এবং সূর্যকুমার যাদব- দুজনেই চোটের কবলে পড়ায় রোহিতের হাতেই টি২০ ফরম্যাটের নেতৃত্বের ব্যাটন গেল। তবে আফগান সিরিজে শ্রেয়স আইয়ার, ঈশান কিষান এবং কেএল রাহুলকে বাইরে রাখায় নতুন জল্পনা শুরু হয়েছে।

আফগানিস্তান আবার ইব্রাহিম জাদরানের নেতৃত্বে নামবে ভারতের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে কিছুদিন আগেই ২-১ ব্যবধানে সিরিজ জয়ের রেশ নিয়ে বেশ আত্মবিশ্বাসী আফগান শিবির। রশিদ খানকে স্কোয়াডে রাখা হলেও চোট থেকে সদ্য সেরে ওঠা তারকাকে সম্ভবত প্ৰথম একাদশে রাখবে না আফগানিস্তান।

India vs Afghanistan T20I series complete schedule

IND vs AFG প্ৰথম টি২০: জানুয়ারি ১১, মোহালি, সন্ধ্যা ৭টায় শুরু

IND vs AFG দ্বিতীয় টি২০: জানুয়ারি ১৪, ইন্দোর, সন্ধ্যা ৭টায় শুরু

IND vs AFG তৃতীয় টি২০: জানুয়ারি ১৭, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭টায় শুরু

ভারত বনাম আফগানিস্তান টি২০ সিরিজ কোন চ্যানেলে দেখা যাবে?

ভারত বনাম আফগানিস্তান টি২০ সিরিজ সরাসরি সম্প্রচারিত হবে স্পোর্টস-১৮ চ্যানেলে (Sports18)

ভারত বনাম আফগানিস্তান টি২০ সিরিজ কোন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে?

ভারত বনাম আফগানিস্তান টি২০ সিরিজ লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা প্ল্যাটফর্মে।

India T20I squad: রোহিত শর্মা (C), শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (wk), সঞ্জু স্যামসন (wk), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল,, রবি বিশ্নোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার

T20 World Cup Indian Team Afghanistan T20 Afghanistan Cricket Team Indian Cricket Team
Advertisment