Advertisment

Hardik Pandya: হঠাৎ করেই ঘুম হল হারাম! বিশ্বকাপে হয়ত বাদ হার্দিক, বেনজির সম্ভবনার ঢেউ উঠল আচমকা

Shivam Dube Hardik Pandya: বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপে গোড়ালি মচকে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে গিয়েছেন হার্দিক। এরপরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ হোক বা দক্ষিণ আফ্রিকায় সীমিত ওভারের সিরিজ- খেলতে পারেননি তারকা অলরাউন্ডার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, team india, hardik pandya, Shivam Dube

Team India: বিশ্বকাপে কোন কম্বিনেশনে দল সাজাবে ভারত (টুইটার)

India vs Afghanistan t20 series: হঠাৎ করেই হার্দিকের বিশ্বকাপ নির্বাচন সঙ্কটে ফেলে দিয়েছেন একা। হার্দিককে (Hardik Pandya) আগামী টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ট্রাম্প কার্ড ভাবা হচ্ছিল। তবে তারকা অলরাউন্ডারের নির্বাচন এখন অনেকটাই দোটানায় ফেলে দিয়েছেন সিএসকে তারকা- শিভম দুবে (Shivam Dube)। আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র দুটো ম্যাচ খেলেছেন। আর তাতেই মাতিয়ে দিয়েছেন দল নির্বাচন। মাথা ব্যথা বেড়েছে জাতীয় দলের নির্বাচকদের।

Advertisment

মোহালিতে কনকনে ঠান্ডায় আফগান বোলারদের ছাতু করে ৬৬ রানে অপরাজিত থেকে গিয়েছিলেন। ইন্দোরে দ্বিতীয় ম্যাচে আরও ভয়াল অবতারে হাজির হয়েছেন তারকা অলরাউন্ডার। মহম্মদ নবি থেকে নূর আহমেদদের বল হিংস্রভাবে আছড়ে ফেলেছেন গ্যালারিতে। লম্বা লম্বা পাশবিক ছক্কা কিংকর্তব্যবিমূঢ় করে দিয়েছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের-ও। ৩২ বলে ৬৩ রানের ইনিংসের পর শিভম দুবে সরাসরি হার্দিকের জাতীয় দলের মুকুট কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: পাক ক্রিকেটারের গলায় এবার জয় শ্রী রাম, মন্দির উদ্বোধনের আগেই ঝড় তুলে দিল এক টুইট

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপে গোড়ালি মচকে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে গিয়েছেন হার্দিক। এরপরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ হোক বা দক্ষিণ আফ্রিকায় সীমিত ওভারের সিরিজ- খেলতে পারেননি তারকা অলরাউন্ডার। আর তাঁর অনুপস্থিতিতেই অলরাউন্ডারের কোটায় শিভম দুবেকে সুযোগ দেওয়া হয়েছিল আফগানিস্তান সিরিজে। আর প্ৰথম দুটো ম্যাচেই ধুন্ধুমার ব্যাটিংয়ে নজর কেড়ে নিয়েছেন সিএসকেতে খেলা মুম্বইয়ের অলরাউন্ডার।

বিধ্বংসী ইনিংস দেখার পর জাতীয় দলের প্রাক্তন তারকা রোহন গাভাসকার জানিয়ে দিয়েছেন, নির্বাচকদের মাথাব্যথা বাড়িয়ে দিয়েছে শিভম দুবের ইনিংস। "আমরা ওঁকে দেখে বলাবলি করছি, হার্দিক আনফিট হলে কী হবে! এই সম্ভাবনার কথা ভেবে। তবে ও যা খেলছে তাতে আমার মনে হচ্ছে, হার্দিক ফিট হয়ে উঠলেও ওকে বাদ দেওয়া মুশকিল হবে। এরকম ব্যাটিং করলে কাউকে বাদ দেওয়া সম্ভব না। ওঁকে বাদ দিতে হলে নির্বাচকদের ভীষণ কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নিজের যতটুকু করা সম্ভব, ততটুকুই করে যাচ্ছে ওম আর এতেও মাথাব্যথা বেড়েছে নির্বাচকদের।" ক্রিকবাজকে বলে দিয়েছেন গাভাসকার।

তাঁর আরও সংযোজন, "দুটো ম্যাচের পর শিভম দুবে নিজেও হয়ত অনুভব করতে পেরেছে ও আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্য। ও যা খেলেছে তাতে দলের সতীর্থদের সমীহ, বিস্ময় আদায় করে নিতে সক্ষম হয়েছে। নিজের খেলা খেলতেই ও স্বচ্ছন্দ বোধ করে। নিজের শক্তি-দুর্বলতা সম্পর্কে ও ওয়াকিবহাল। ও কিন্তু কাউকে নকল করে না। ও নির্বাচকদের যেন বার্তা দিয়ে যাচ্ছে, 'আমি এভাবেই খেলি। দলে এভাবেই অবদান রাখতে চাই।"

Hardik Pandya Indian Cricket Team Indian Team T20 World Cup
Advertisment