Advertisment

Ishan Kishan Dropped: ঈশানকে কি একেবারেই ছেঁটে ফেলল টিম ইন্ডিয়া! বড় রহস্যে তছনছ তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ

IND vs AFG T20I Series: ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে ভারতীয় দল ছাড়ার জন্য বিসিসিআইয়ের কাছে অনুমতি চেয়েছিলেন ইশান কিষান। ফলে টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে নির্বাচন না করায় আপাতত আলোচনার পরিবেশ উত্তপ্ত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ishan Kishan, IND vs AFG T20 Series, India T20 Squad

Ishan Kishan Dropped: ঈশান কিষানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে (টুইটার)

Ishan Kishan Out, T20 Squad: টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ইশান কিষানের (Ishan Kishan) সঙ্গে কী হচ্ছে! তা নিয়ে ব্যাপক জল্পনা ক্রিকেট মহলে। কিছুদিন আগে পর্যন্ত ইশানকে সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে স্পেশালিস্ট হিসাবে বিবেচিত হতেন। তিনি সমস্ত ফরম্যাটেই দলের অপরিহার্য অংশ ছিলেন। অভিষেকের পর তিনি জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ২৭টি ওয়ানডে এবং ৩২টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। বিশ্বকাপের পর থেকে পরিস্থিতি আচমকা বদলে গিয়েছে। হঠাৎ করেই তিনি যেন জাতীয় দল থেকে অদৃশ্য হয়ে গিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে নেওয়া হয়নি। রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়েও বর্তমানে তিনি খেলছেন না। হল টা কী ঈশান কিষানের?

Advertisment

ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে ভারতীয় দল ছাড়ার জন্য বিসিসিআইয়ের (BCCI) কাছে অনুমতি চেয়েছিলেন ইশান কিষান। ফলে টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে নির্বাচন না করায় আপাতত আলোচনার পরিবেশ উত্তপ্ত। উইকেটকিপার-ব্যাটার হিসাবে নির্বাচিত হয়েছেন জিতেশ শর্মা ও সঞ্জু স্যামসন। ওডিআই ও টেস্টে আপাতত পন্থের বদলে উইকেটরক্ষক হিসেবে কেএল রাহুলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুই ফরম্যাটেই প্রথম পছন্দের উইকেটরক্ষক রাহুল।

আরও পড়ুন: বগলে চুল কেন… আক্রমকেই এবার চরম অসম্মান পাকিস্তানিদের! ক্ষোভে ফেটে পড়লেন কিংবদন্তিও

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে বিসিসিআই কর্তৃক দল ঘোষণার পর, ঈশানের বাদ পড়ার সম্ভাব্য কারণ নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। বলা হচ্ছে অনুমতি ছাড়া টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে তাকে শাস্তি দেওয়া হতে পারে। যদিও বোর্ডের অন্দরমহলের সূত্র এই দাবি অস্বীকার করেছে।

এটাও বলা হচ্ছে যে, ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দল ছাড়ার অনুমতি পাওয়ার পর ইশান এখনও বিসিসিআইকে তাঁর প্রাপ্যতা সম্পর্কে অবহিত করেননি। তবে এই যুক্তিটিও বেশ দুর্বল বলে মনে হয়। বিসিসিআই বা নির্বাচকরা যেকোনও সময় তার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তাঁরা যদি সত্যিই ঈশানকে দলে চান তাহলে তার 'লিভ' কতদিন থাকবে তা জিজ্ঞেস করতেই পারেন! এমনটাই হয়ে এসেছে সমস্ত ক্রিকেটারদের ক্ষেত্রে।

ইশান কিশানকে নির্বাচন না করার কোনও সুনির্দিষ্ট কারণ জানায়নি বিসিসিআই। কিষানের ভারতে থাকার খবর পাওয়া গেলেও তার সঙ্গে কেউ যোগাযোগও করতে পারেননি। এমনকি তাঁর ঝাড়খন্ডের কিছু সতীর্থ তাঁর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু খুব একটা সফল হয়নি। ২৫ বছর বয়সী কিপার ব্যাটসম্যান সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে তার রাজ্যের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ম্যাচ শেষ হয়েছে সোমবার।

রাজ্য সংস্থার আধিকারিকরা Cricbuzz কে জানিয়েছেন যে তারা কিষানের সঙ্গে যোগাযোগ করবেন এবং মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দক্ষিণ আফ্রিকায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচের কোনওটিতেই খেলার সুযোগ পাননি কিষাণ।

যাইহোক, নভেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩টি ম্যাচেই খেলেন ঈশান। শেষ ম্যাচে শূন্য রানে আউট হওয়ার আগে দুটি হাফ সেঞ্চুরিও করেন তিনি। বিশ্বকাপ স্কোয়াডের অন্যান্য সদস্যদের মতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ছিলেন না তিনি।

আপাতত ঈশান কিষান ভারতীয় ক্রিকেটে কোন জায়গায় রয়েছেন, তা স্পষ্ট হয়ে যাবে আগামী কয়েকদিনেই।

Indian Cricket Team Ishan Kishan BCCI Indian Team
Advertisment