Advertisment

Rohit Sharma century: ছক্কার ঝড়ের সঙ্গেই বিস্ফোরক সেঞ্চুরির তুবড়ি! রেকর্ডের বন্যায় আফগানিস্তানকে ভাসিয়ে দিলেন রোহিত, দেখুন

Rohit Sharma vs Afghanistan t20I century: ৬৪ বলে পূর্ণ করেন শতরান। ইনিংসের শেষে ৬৯ বলে তাঁর নামের পাশে ১২১। টি২০ আন্তর্জাতিকে এটাই তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ২০১৮-য় শেষবার রোহিত আন্তর্জাতিক টি২০-তে ছক্কা হাঁকিয়েছিলেন। লখনৌয়ে সেবার প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs AFG, India vs Afghanistan 3rd T20I, Rohit Sharma, Rohit Sharma century

Rohit Sharma century: রোহিত শর্মা ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন (টুইটার)

IND vs AFG, 3rd T20I Rohit Sharma: ব্যাট হাতে ঝলসে উঠলেন রোহিত গুরুনাথ শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে টানা দুই ম্যাচে শূন্য করেছিলেন। সেই আক্ষেপ তিনি সুদে আসলে মিটিয়ে নিলেন বুধবার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ছক্কার ফুলঝুরিতে শতরান হাঁকিয়ে। সেঞ্চুরি করে উঠলেন রেকর্ডের সিংহাসনে। আন্তর্জাতিক ক্রিকেটে প্ৰথম ব্যাটার হিসাবে দেশের জার্সিতে টি২০-তে পাঁচটি শতরান করার কীর্তি অর্জন করলেন তিনি।

Advertisment

৬৪ বলে পূর্ণ করেন শতরান। ইনিংসের শেষে ৬৯ বলে তাঁর নামের পাশে ১২১। টি২০ আন্তর্জাতিকে এটাই তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ২০১৮-য় শেষবার রোহিত আন্তর্জাতিক টি২০-তে ছক্কা হাঁকিয়েছিলেন। লখনৌয়ে সেবার প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি২০-তে ১৭৫.৩৬ স্ট্রাইক রেটে রোহিত হাঁকিয়ে গেলেন ১১ বাউন্ডারি, ৮ ছক্কা। অধিনায়ক হিসেবে টি২০-তে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডও জুড়ে নিলেন নিজের নামের সঙ্গে। পেরিয়ে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যানকে।

এদিনের ১২১ রানের মাধ্যমে ভারতীয়দের মধ্যে টি২০-তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নিরিখে রোহিত আপাতত চতুর্থ স্থানে- শুভমান গিল (১২৬ বনাম নিউজিল্যান্ড, ২০২৩), রুতুরাজ গায়কোয়াড (১২৩ বনাম অস্ট্রেলিয়া, ২০২৩) এবং বিরাট কোহলিদের (১২২ বনাম আফগানিস্তান, ২০২২) ঠিক পরেই।

রিঙ্কু সিংয়ের (৬৯) সঙ্গে ১৯০ রানের জুটিতে রোহিত কার্যত ছিঁড়ে খেয়ে নিলেন আফগান বোলারদের। শেষ পাঁচ ওভারে রিঙ্কু-রোহিত তান্ডব চালিয়ে যোগ করলেন ১০৩ রান। এর মধ্যে শেষ ওভারে করিম জানাত একাই খরচ করলেন ৩৬ রান। সেই ওভারেই এল ৫ ছক্কা, ১ বাউন্ডারি।

একসময় ম্যাচ ছিল পুরোপুরি আফগানিস্তানের পকেটে। ভারত পাওয়ার প্লে-তেই ২২-৪ হয়ে গিয়েছিল। যশস্বী জয়সোয়াল ৪, বিরাট কোহলি, সঞ্জু স্যামসন শূন্য রানে আউট হয়ে যান। শিভম দুবে ১ রানে ফেরেন। আফগান বোলারদের মধ্যে স্মরণীয় পারফর্ম করে গেলেন ফরিদ আহমেদ। ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন তিনি। তবে বাকি আফগান বোলারদের কাছে দুঃস্বপ্নের হয়ে দাঁড়ালেন রোহিত-রিঙ্কু।

টানা দুই ম্যাচ জিতে ভারত আগেই সিরিজ দখল করে নিয়েছিল। সিরিজের শেষ ম্যাচে রোহিত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সঞ্জু স্যামসন, আবেশ খান, কুলদীপ যাদবকে প্ৰথম একাদশে নেওয়া হয় অক্ষর প্যাটেলজ অর্শদীপ সিং এবং জিতেশ শর্মাকে বসিয়ে।

Indian Team Afghanistan Rohit Sharma Afghanistan Cricket Team Indian Cricket Team
Advertisment