India t20 series against Afghanistan: ১৪ মাস পরে টি২০ স্কোয়াডে রাখা হয়েছিল তাঁকে। তবে শেষমেশ প্ৰথম টি২০-তে খেলা হচ্ছে না বিরাট কোহলির। আফগানিস্তানের বিপক্ষে প্ৰথম টি২০-র আগেই কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে প্ৰথম ম্যাচে খেলতে পারবেন না কোহলি। জানিয়ে দিলেন, সিরিজের শেষ দুই ম্যাচে থাকছেন কোহলি। এছাড়াও প্ৰথম টি২০'তে ভারতের দুই ওপেনার কে হবেন জানিয়ে দেন তিনি। যশস্বী জয়সোয়াল এবং রোহিত শর্মা ভারতীয় ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন।
গত টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২০২২-এ ডিসেম্বরে শেষবার কোহলি খেলেছিলেন। তারপর আন্তর্জাতিক টি২০'তে আর দেখা যায়নি মহাতারকাকে।
এদিকে, রিঙ্কু সিংকে বিশ্বকাপে ভাবা হচ্ছে কিনা, সেই জবাবে কোচ দ্রাবিড় জানান, "আন্তর্জাতিক ক্রিকেটে রিঙ্কুর শুরুটা দারুণ হয়েছে। আমরা সবাই ওঁকে যে পজিশনে দেখতে চাই, সেই ফিনিশার পজিশনে নিজের ভূমিকায় ও দারুণভাবে মানিয়ে নিয়েছে। আফগানিস্তান সিরিজ তো বটেই আইপিএল-ও নিজেকে চেনানোর মঞ্চ হিসাবে থাকছে ওঁর সামনে। আর বিশ্বকাপের নির্বাচন ঠিক সময়েই হবে। তবে কোনও ক্রিকেটার যদি দারুণ পারফর্ম করে চলে, তাহলে সে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করবেই।"
আরও পড়ুন- কেরিয়ার ধ্বংস করার হুমকি দেন স্বয়ং মোদি! প্রাক্তন সুপারস্টারের এক স্বীকারোক্তিতেই ঝড়
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় মুলুকে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজ ভারতের শেষ আন্তর্জাতিক টি২০ টুর্নামেন্ট। ভারত বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত, তা এই টুর্নামেন্টের ফলাফল থেকে কিছুটা স্পষ্ট হয়ে যাবে।
বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দ্রাবিড় জানান, "গত কয়েক বছর ধরেই পরপর আইসিসি ইভেন্ট হয়েই চলেছে। তাই এই দুই টুর্নামেন্টের মাঝে সাধারণত কোনও সময় থাকে না। আমি গত কয়েক বছর ধরেই এই অবস্থার মুখে পড়েছি বেশ কয়েকবার। তাই যে পরিমাণ ক্রিকেট খেলা হচ্ছে, তাতে বেশ কিছু টুর্নামেন্ট, ফরম্যাট, দ্বিপাক্ষিক সিরিজকে বেশি অগ্রাধিকার দিতে হয় প্রাসঙ্গিকতার কথা মাথায় রেখে। যাঁরা তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন, তাদের বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজকে পাখির চোখ করে এই সিরিজ থেকে বাইরে রাখা হয়েছে রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের।"