Yashasvi Jaiswal, Shivam Dube: সীমিত ওভারের ক্রিকেটে দুই তারকাকে ধরা হচ্ছে লম্বা রেসের ঘোড়া। টি২০ বিশ্বকাপ একার হতো মাতিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন দুই তরুণ তুর্কি। তাঁদের দুজনকেই পুরস্কৃত করতে চলেছে বিসিসিআই। টি২০ সিরিজে ভারত সিরিজ দখল করে নিয়েছে প্ৰথম দুই ম্যাচেই ২-০ এগিয়ে গিয়ে। আর আফগান সিরিজ জয়ের নায়ক ধরা হচ্ছে শিভম দুবেকে। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার চোটে জায়গা খুলে গিয়েছিল শিভম দুবের। পড়ে পাওয়া সুযোগ দারুণভাবে সদ্ব্যবহার করেছেন সিএকসের তারকা। ব্যাটে-বলে মাতিয়ে দিয়েছেন বিশ্বকাপের আগে ভারতের শেষ টি২০ সিরিজ। দুই ম্যাচেই বিধ্বংসী হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন তিনি।
শিভম দুবের সঙ্গেই ধারাবাহিকভাবে নজর কাড়া পারফর্ম করে চলেছেন যশস্বী জয়সোয়াল। গিল বারবার তিন ফরম্যাটে সুযোগ পেয়েও ব্যর্থ। তবে যশস্বী নিজের কায়দায় ফুল ফোটাচ্ছেন। প্ৰথম ম্যাচে পিঠে হালকা চোটে খেলতে পারেননি মুম্বইয়ের তরুণ তারকা। দ্বিতীয় ম্যাচে ফিরেই ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছেন। ৩৪ বলে ৬৮ করে মাঠ ছাড়েন যশস্বী।
আরও পড়ুন: হঠাৎ করেই ঘুম হল হারাম! বিশ্বকাপে হয়ত বাদ হার্দিক, বেনজির সম্ভবনার ঢেউ উঠল আচমকা
দুই তরুণ তারকাকেই এবার বড়সড় পুরস্কার দিতে চলেছে বিসিসিআই। জানা যাচ্ছে, বোর্ডের তরফে দুজনকেই কেন্দ্রীয় চুক্তিতে নিয়ে নেওয়া হবে। বোর্ডের তরফে গত সিজনে কেন্দ্রীয় চুক্তির যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে দুজনেই ছিলেন না। তবে এবার দুজনেরই অন্তর্ভুক্তি ঘটবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে যশস্বীর জাতীয় দলে অভিষেক ঘটেছিল ২০২২-এর জুলাইয়ে। সেই সফরেই টেস্ট এবং টি২০ দুই ফরম্যাটে সুযোগ পান তারকা। তারপর থেকে দুই ফরম্যাটে আগ্রাসী এই ব্যাটার ৪ টেস্ট এবং ১৬ টি২০ খেলে ফেলেছেন। দুই ফরম্যাটে ৪৫.১৪ গড় এবং ৩৫.৫৭ গড়ে রান করেছেন যথাক্রমে ৩১৬ এবং ৪৯৮। টেস্টে এক শতরানের পাশাপাশি একটি হাফসেঞ্চুরিও করে ফেলেছেন যশস্বী।
শিভম দুবে আবার অনেক আশা জাগিয়ে ২০১৯-এ নভেম্বরে অভসেক ঘটান। তবে জাতীয় দলে প্ৰথমদিকে প্রত্যাশার চাপ পূরণ করতে পারেননি। এবার তিন বছর পর জাতীয় দলে কামব্যাক করেন আইপিএলে সিএসকের জার্সিতে অসাধারণ খেলার পর। গত নভেম্বরে আয়ারল্যান্ড সফরে কামব্যাক ঘটান শিভম।
তারপর থেকে নিজের জাত চিনিয়েই চলেছেন তিনি। বৃহস্পতিবার শিভমের বিধ্বংসী ইনিংস কার্যত আফগানিস্তানের চ্যালেঞ্জিং স্কোর ছেলেখেলার পর্যায়ে নিয়ে যায়। ভারত ২৬ বল বাকি থাকতে ম্যাচ ফিনিশ করে যায়। প্ৰথম টি২০-তেও শিভম ৪০ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন। সেই সঙ্গে এক উইকেট নিয়ে তৃতীয় ভারতীয় হিসাবে একই টি২০ ম্যাচে হাফসেঞ্চুরির পাশাপাশি উইকেট নিয়ে নজির গড়েন। বসে পড়েন বিরাট কোহলি, যুবরাজ সিংদের পাশে।
এবার দুই তরুণ তুর্কির কীর্তিকে কুর্নিশ করতেই যেন কেন্দ্রীয় চুক্তি উপহার দেওয়া হচ্ছে দুই তারকাকে।