New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/team_india.jpeg)
মুম্বইয়ে প্ৰথম ওয়ানডেতে কেমন দল সাজাচ্ছে ভারত
টেস্টের মল্লযুদ্ধ শেষ। এবার ওয়ানডে সিরিজে নামছে দুই দল। সামনেই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের আগে দুই দলই নিজেদের যাচাই করার মোক্ষম সুযোগ পাচ্ছে শুক্রবার থেকে চালু হতে চলা সিরিজে।
টিম ইন্ডিয়ার একাধিক তারকা চোট আঘাতে বিপর্যস্ত। ক্যাপ্টেন রোহিতও থাকছেন না পারিবারিক কারণে। দেখে নেওয়া যাক, প্ৰথম ওয়ানডেতে ভারতের একাদশ কেমন হতে পারে-
শ্রেয়স আইয়ারের জায়গায় জাদেজা: ব্যাক ইনজুরির কারণে শ্রেয়স আইয়ার চলতি ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তবে শ্রেয়সের জায়গায় রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তন প্রায় পাকা। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের অংশ ছিলেন না জাদেজা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে দুর্ধর্ষ কামব্যাক করেছেন।
বর্ডার গাভাসকার সিরিজে জাদেজা যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারি। চার টেস্টে তাঁর নামের পাশে ২২ উইকেট। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে না ভারত। তাই তারকা অলরাউন্ডারকে যতটা সম্ভব খেলিয়ে তৈরি রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।
🗣️🗣️ 'Their intensity in practice rubs onto the youngsters' 💪
Ahead of the #INDvAUS ODI series opener, Fielding Coach T. Dilip explains how @imVkohli & @imjadeja have been role models in the field for the youngsters 👏👏#TeamIndia | @mastercardindia pic.twitter.com/4NourJOfR7— BCCI (@BCCI) March 15, 2023
পেস আক্রমণের নেতৃত্বে শামি-সিরাজ: জসপ্রীত বুমরার চোট শামি-সিরাজের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিয়েছে। দুজনে চলতি বছরে একসঙ্গে পাঁচটি ওয়ানডে খেলেছেন। এর মধ্যে দুজনে ২২ টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন দুজনে।
অন্যদিকে, চোট সারিয়ে হার্দিক পান্ডিয়া নিয়মিত বোলিং করে চলেছেন। হার্দিক খেলায় একাদশে বেশি করে স্পিনার খেলানোর সুযোগ থাকছে ভারতের কাছে। অলরাউন্ডার হিসাবে শার্দূল ঠাকুরের মত যেমন অপশন রয়েছে, তেমনই স্পিনার অলরাউন্ডার হিসাবে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা জাদেজার সঙ্গে খেলতে পারেন প্ৰথম একাদশে।
রোহিতের জায়গায় ওপেনার ঈশান কিষান: রোহিত প্ৰথম ম্যাচে না খেলায় শুভমান গিলের সঙ্গে ঈশান কিষানের ওপেনার হিসেবে খেলা প্রায় পাকা।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়া সম্ভাব্য প্ৰথম একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, আলেক্স ক্যারে, আস্টন আগার, মিচেল স্টার্ক, আডাম জাম্পা
Read the full article in ENGLISH