scorecardresearch

বড় খবর

রোনাল্ডোর মত ‘কোরো’ না! ম্যাচের পরে সিরাজকে প্রকাশ্যে সবক শেখালেন শামি

রোনাল্ডোর ফ্যান ঠিক আছে, কিন্তু এরকম কোরো না… শামি সরাসরি সিরাজকে বললেন

রোনাল্ডোর মত ‘কোরো’ না! ম্যাচের পরে সিরাজকে প্রকাশ্যে সবক শেখালেন শামি

মহম্মদ সিরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ফ্যান। জানা কথা। উইকেট নিয়ে সিরাজ বহুবারই রোনাল্ডোর মত সিউ সেলিব্রেশন করেছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম ওয়ানডেতেও ট্র্যাভিস হেডকে আউট করে রোনাল্ডোর মত উদযাপনে মেতেছিলেন সিরাজ।

ম্যাচের পরে সিরাজ শামিকে বিসিসিআইয়ের ভিডিওয় বলে দিয়েছেন, “রোনাল্ডোর ফ্যান হওয়ায় আমি ওঁর মত সেলিব্রেট করে থাকি। যখনই কোনও ব্যাটারকে আউট করি, এভাবে উদযাপন করি।”

এরপরেই শামি সিরাজকে থামিয়ে দিয়ে পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলে দেন, “একটা উপদেশ ছিল। তুমি কারোর ভক্ত। এটা ভালো কথা। তবে একজন ফাস্ট বোলার হিসাবে তোমার ওরকম জাম্প দেওয়া থেকে দূরে থাকা উচিত।”

ওয়াংখেড়েতে শামি এবং সিরাজ সমস্ত গোলাবারুদ নিয়ে হাজির হয়েছিলেন। দুজনেই তিনটে করে উইকেট দখল করে অজিদের মাত্র ১৮৮ রানে গুটিয়ে দেন। সিরাজ ম্যাচের পরে শামির সঙ্গে আলাপচারিতায় জিজ্ঞাসা করে বসেন, “এই গরমে তিন-তিনটে উইকেট। আগুনে স্পেল। তোমার পরিকল্পনা কী ছিল?” শামির জবাব, “বিশেষ কিছুই না। টিম মিটিংয়েই যেমন বলেছিলাম, সঠিক জায়গায় বল রাখতে হবে। লাইন-লেন্থে অভ্রান্ত থাকতে হবে। এগুলোই ঠিকঠাক করার চেষ্টা করে গিয়েছি। যেমনটা তুমি বললে, সত্যি ভীষণ গরম ছিল। ফার্স্ট স্পেলে বল করার সময়ে বড্ড গরম লাগছিল। তবে হালকা বাতাস বওয়ার পর একটু সহজ লাগছিল। ভালভাবে শুরু করার পরিকল্পনা ছিল।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ind vs aus 1st odi mohammed shami advices fellow pacer not to imitate cristiano ronaldos siu style celebration