Advertisment

লোপ্পা ক্যাচ মিস, নিজেই নিজেকে গালিতে ভরিয়ে দিলেন গিল, দেখুন বেনজির ভিডিও

লোপ্পা ক্যাচ মিস করে নিজেকেই শাপ-শাপান্ত করলেন গিল, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওয়াংখেড়েতে প্ৰথম ওয়ানডেতেই জাত চিনিয়ে গেলেন মহম্মদ শামি। অজিরা প্ৰথমে ব্যাট করতে নেমেই গুটিয়ে গেল মাত্র ১৮৮ রানে। আর অজিদের বিধ্বস্ত করার নায়ক মহম্মদ শামি। মাত্র ১৭ রানে ৩ উইকেট দখল করলেন তিনি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে শামির নামের পাশে ৩ নয়, লেখা থাকত ৪ উইকেট। হ্যাটট্রিক করার সুযোগও পেতেন তিনি।

Advertisment

তবে যা হয়নি। শামির বলে মার্কাস স্টোইনিসের লোপ্পা ক্যাচ মিস করে বসেন প্ৰথম স্লিপে দাঁড়িয়ে থাকা শুভমান গিল। ম্যাচের ৩০তম ওভারের ঘটনা। সেই সময় শামির লেংথ বল অফসাইডের বাইরে পরে হালকা মুভ করেছিল। সদ্য ক্রিজে নামা মার্কাস স্টোইনিসের ব্যাটের কানায় লেগে বল স্লিপে চলে যায়। তবে ডান দিকে হাত বাড়িয়েই সহজ ক্যাচ মিস করে বসেন তারকা। এতেই হতাশ হওয়ার অভিব্যক্তি করেন শামি।

ঠিক তার আগের বলেই শামি ফিরিয়ে দিয়েছিলেন ক্যামেরন গ্রিনকে। টানা দু-বলে জোড়া উইকেট শিকার করে হ্যাটট্রিক করার জায়গায় যেতে পারতেন তারকা। তবে তা হয়নি।

একদম সহজ ক্যাচ মিস করে শুভমান গিলকেও দেখা যায় নিজেকে গালি দিতে। তবে স্টোইনিস জীবন পেয়েও নিজের ইনিংস বেশিদূর টানতে পারেননি। পরের ওভারেই শামির বলে শুভমান গিলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন।

যাইহোক, টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে একসময় ভালো রান স্কোরবোর্ডে খাড়া করার ইঙ্গিত দিয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে প্ৰথমবার ওপেন করতে নেমে মিচেল মার্শ ৬৫ বলে ৮১ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়েছিলেন। একটা সময়ে অজিরা ১২৯/৩ ছিল। তবে মার্শ আউট হওয়ার পরে অজিরা বাকি ৮ উইকেট হারায় মাত্র ৫৯ রানে। মহম্মদ শামি অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ধ্বংস করে দেন। তিন উইকেট নিয়ে। মহম্মদ সিরাজও তিন উইকেট নেন। জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব-সকলেই উইকেট পেয়েছেন।

Cricket Australia Mohammed Shami Indian Cricket Team
Advertisment