/indian-express-bangla/media/media_files/2025/09/12/indian-cricket-team-2025-09-12-14-17-06.jpg)
ভারতীয় ক্রিকেট দল
Indian Cricket Team: ফের একবার ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia) ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। ওয়ানডে সিরিজের পর এবার আন্তর্জাতিক টি-২০ সিরিজের পালা। পাঁচ ম্য়াচের এই সিরিজ বুধবার অর্থাৎ ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এই সিরিজের প্রত্যেকটা ম্য়াচ একেবারে ফ্রি'তে দেখতে চান? তার জন্য রয়েছে বিশেষ উপায়। আপনার পকেট থেকে খরচ হবে না একটা টাকাও। খুব সহজেই উপভোগ করতে পারবেন ম্য়াচ। আসুন, সেই পদ্ধতি আপনাদের জানিয়ে রাখি।
India vs Australia 1st ODI: বাতিল হতে পারে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে? সামনে এল মারাত্মক কারণ
স্টার স্পোর্টস এবং জিও হটস্টারে দেখতে পারেন ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ
ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের প্রথম ম্য়াচ ২৯ অক্টোবর ক্যানবেরায় আয়োজন করা হবে। এই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব স্টার স্পোর্টসের কাছে রয়েছে। অর্থাৎ যদি আপনি টেলিভিশনের পর্দায় এই ম্য়াচ দেখতে চান, তাহলে স্টার স্পোর্টস চ্যানেলে উপভোগ করতে পারবেন। স্টারের একাধিক চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে। নিজের পছন্দসই ভাষায় কমেন্ট্রিও শুনতে পারেন। এর পাশাপাশি যদি মোবাইলে এই ম্য়াচ আপনি দেখতে চান, তাহলে জিও হট স্টারে (JIO Hotstar) চোখ রাখতে হবে। যদি আগে থেকেই আপনার ফোনে এই অ্যাপ থাকে, তাহলে তো কোনও সমস্যাই নেই। যদি না থাকে, সেক্ষেত্রে ডাউনলোড করতে হবে। আগে থেকেই আপনার ফোনে এই অ্যাপ থাকলে, সেটাকে আপডেট অবশ্যই করে নেবেন।
ডিডি স্পোর্টসে একেবারে বিনামূল্যে দেখানো হবে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচ
স্টার স্পোর্টস এবং জিও হট স্টার ছাড়াও যদিও আপনি এই ম্য়াচ দেখতে চান, তাহলে আপনাকে দুরদর্শন স্পোর্টস অর্থাৎ ডিডি স্পোর্টসে চোখ রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে ১ টাকাও দিতে হবে না। তবে শর্ত একটাই। আপনার কাছে ডিডি ফ্রি ডিশ থাকতে হবে। এরপর আপনি একেবারে নিখরচায় এবং সহজে বাড়িতে বসেই এই ম্য়াচ উপভোগ করতে পারবেন। দুরদর্শন স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচটি ম্য়াচেরই সরাসরি সম্প্রচার করা হবে।
India vs Australia 1st ODI News: কপালে শনির ফাঁড়া, চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়! জেনে নিন এখনই
দুটো দলের কাছেই গুরুত্বপূর্ণ এই টি-২০ সিরিজ
আশা করা হচ্ছে, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত এই পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ যথেষ্ট রোমাঞ্চকর হবে। ২০২৫ এশিয়া কাপ জয় করের পর আবারও আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া ক্রিকেট দলও ছেড়ে কথা বলবে না। এই পরিস্থিতিতে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us