Advertisment

IND vs AUS 1st Test Day 2, Highlights Cricket Score: সেঞ্চুরির সামনে জয়সওয়াল! অস্ট্রেলিয়াকে হারের ভূত দেখিয়ে দিন শেষ ভারতের

Australia vs India (AUS vs IND) 1st Test Day 2 Highlights Cricket Score Online Updates: বড়সড় বিপদে অস্ট্রেলিয়া। ভারত প্ৰথম ইনিংসের লিড কার্যত ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে যাচ্ছে। ক্রিজে জাঁকিয়ে বসেছেন দুই ওপেনার কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Australia vs India (AUS vs IND) 1st Test Live Cricket Score Updates:

India-Australia: পারথে প্ৰথম টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (ছবি: টুইটার এবং বিসিসিআই)

Australia vs India (AUS vs IND) 1st Test Day 2 Highlights Cricket Score Updates: পারথ টেস্টে ভারত জাঁকিয়ে বসেছে। প্ৰথম ইনিংসে ৪৬ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ভারতকে শক্ত পাটাতনের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন।

Advertisment

৫৭ ওভার বল করেও অজি পেসাররা ভারতের ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারেননি। ভারত দ্বিতীয় দিনের শেষে ২১৮ রানে এগিয়ে গিয়েছে। হাতে রয়েছে পুরো ১০ উইকেট। ১৯৩ বলে ৯০ করে সেঞ্চুরির দোরগোড়ায় যশস্বী জয়সওয়াল। অন্যপ্রান্তে ৬২ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল-ও।

তার আগে অস্ট্রেলিয়া শেষ তিন উইকেট এদিন ৩৭ রান যোগ করে যায়। মিচেল স্টার্ক ২৭ করে শেষমেশ আউট হন। তিনিই অজি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক।

বুমরা দিনের শুরুতেই আউট করে দেন প্ৰথম দিনের অপরাজিত ব্যাটার এলেক্স ক্যারিকে। তৃতীয় দিনে খেলা কোন দিকে গড়ায়, সেদিকেই আপাতত লক্ষ্য থাকবে সকলের।

  • Nov 23, 2024 15:48 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: খেল খতম

    দ্বিতীয় দিনের খেলায় সমাপ্তি ঘোষণা করলেন আম্পায়াররা। বারবার বোলিং পরিবর্তন ঘটিয়েও ভারতের ওপেনিং জুটিতে আঘাত হানতে ব্যর্থ অজি বোলাররা। জয়সওয়াল ৯০ এবং কেএল।রাহুল ৬২ রানে অপরাজিত থেকে ক্রিজে ফিরে গেলেন। ভারত দিনের শেষে বিনা উইকেটে ১৭২। লিড ২১৮ রানের।



  • Nov 23, 2024 14:40 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: ফিফটি রাহুলের

    যশস্বী আগেই শতরান হাঁকিয়েছিলেন। এবার ফিফটির কোটায় পৌঁছে গেলেন কেএল রাহুল-ও। তাঁর নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল অনেকের। তবে পারথে প্ৰথম ইনিংসে কঠিন পিচে তাঁর সাবলীল ইনিংস খতম হয়ে গিয়েছিল আম্পায়ারিংয়ের ভুলে। দ্বিতীয় ইনিংসে অবশ্য ফিফটি করে থামলেন। সমস্ত সমালোচনার জবাব দিলেন। টেস্টে হাঁকালেন নিজের ১৬তম অর্ধ শতরান। সংযমী ইনিংসে রাহুল মাত্র চারটে বাউন্ডারি হাঁকিয়েছেন। জোড়া হাফসেঞ্চুরির দৌলতে ভারত এখনই ১৭৭ রানের লিড নিয়ে ফেলেছে।



  • Nov 23, 2024 14:22 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: শতরানের পার্টনারশিপ ওপেনিংয়ে

    যশস্বী জয়সওয়াল হাফসেঞ্চুরি করে ফেলেছেন। কেএল রাহুল-ও হাফসেঞ্চুরির দোরগোড়ায়। ভারতের লিড ক্রমশ বেড়েই চলেছে। বারবার বোলিং পরিবর্তন ঘটিয়েও ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারেনি অজিরা। মার্নাস লাবুশেনকেও আক্রমণে এনেছিলেন ক্যাপ্টেন কামিন্স। তবে কাজের কাজ কিছু হয়নি।



  • Nov 23, 2024 12:56 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: ২৬ ওভারে ৮৪ রান ভারতের

    জয়সওয়াল ৮৮ বলে ৪২। আর রাহুল ৭০ বলে ৩৪। যশস্বী মেরেছেন ৫টি চার। রাহুল ৩টি। অজি বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন মাত্র ৮। তার অর্থ হল, ২৬ ওভারে ভারতের ওপেনারদের তোলা ৮৪ রানের বাকি সবটাই শর্ট রান। ভারতকে সবচেয়ে বেশি রান দিয়েছেন মিচেল মার্শ। তাঁর ইকোনমিক রান রেট ৫.৬৭। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ভালোই রান দিয়েছেন। তাঁর ইকোনমিক রান রেট ৩.৮২। মিচেল স্টার্কের ইকোনমিক রান রেট ৩.১৩।



  • Nov 23, 2024 12:22 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: বিগ হিটের চেষ্টা মানেই ফাঁদ

    একের পর এক সেরা বোলার। মিচেল স্টার্ক, জোশ হ্যাজলউড, প্যাট কামিন্স, মিচেল মার্শ, নাথান লিয়ন। আর, অস্ট্রেলিয়ানরা সহজে হার মানে না। সেই কারণে ভারতীয় ওপেনারা শর্ট রানে বেশি জোর দিচ্ছেন। এটা একদিনের ম্যাচ বা টি২০ ক্রিকেটের মত সীমিত ওভারের ম্যাচ নয়। টেস্ট কয়েকদিন ধরে চলে। তাই ভারতীয় খেলোয়াড়রা চার-ছয় মারার বদলে বেশি করে ছোট রান নিচ্ছেন। কখনও ১ রান। কখনও ২ রান। কখনও বা মেডেন নিতে দিচ্ছেন অজি বোলারদের। অস্ট্রেলিয়ান বোলাররা কতক্ষণে ক্লান্ত হয়ে পড়েন, সেটাই যেন ভারতীয় ব্যাটারদের কাছে এখন ধৈর্যের পরীক্ষার মূল বিষয়।  



  • Nov 23, 2024 12:16 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: ৫ জন সামলাচ্ছেন অস্ট্রেলিয়ার বোলিং

    ৫ বোলারের মধ্যে মিচেল স্টার্ক ৭ ওভারে ২১ রান দিয়ে ২টি মেডেন নিয়েছেন। জোশ হ্যাজলউড ৫ ওভারে ৭ রান দিয়ে ২টি মেডেন নিয়েছেন। প্যাট কামিন্স ৫ ওভারে ২১ রান দিয়ে ১টি মেডেন নিয়েছেন। মিচেল মার্শ ৩ ওভারে ১৭ রান দিয়েছেন। কোনও মেডেন পাননি। নাথান লিয়ন ২ ওভারে ৩ রান দিয়ে ১টি মেডেন পেয়েছেন।

     



  • Nov 23, 2024 12:09 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: ২০ ওভারে বিনা উইকেটে ৭৫ টিম ইন্ডিয়া

    কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল, ভারতের দুই ওপেনিং ব্যাটার তাঁদের সাধ্যমত পার্টনারশিপ যতটা সম্ভব দীর্ঘ করার চেষ্টা চালাচ্ছেন। ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ৫০-এর সীমা অনেকক্ষণ আগেই অতিক্রম করেছে। ছোট রান নেওয়ার পাশাপাশি ভারতীয় ব্যাটাররা সুযোগ বুঝে বাউন্ডারি মারারও চেষ্টা চালাচ্ছেন। যশস্বী ইতিমধ্যেই ৫টি চার মেরেছেন। আর, রাহুল মেরেছেন ৩টি চার।



  • Nov 23, 2024 11:45 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: কেএল রাহুলও ধরে খেলার চেষ্টা করছেন

    প্রথম ইনিংসে বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়েছেন। দ্বিতীয় ইনিংসে সেই যন্ত্রণা মেটানোর চেষ্টা করে যাচ্ছেন কেএল রাহুল। তিনি বেশ ধরে খেলছেন। চার-ছয় মারার চেয়েও শর্ট রান বেশি নিচ্ছেন। তার মধ্যেই অবশ্য ২টি চার মেরেছেন। যশস্বীও একই রাস্তা নিয়েছেন। তবে, তারই মধ্যেই তিনিও ৩টি চার মেরেছেন। তবে, রাহুল সাধারণ ওপেনিং পজিশনে খেলেন না। রোহিত শর্মা পার্থ টেস্ট খেলছেন না বলেই রাহুল ওপেনিং পজিশন সামলাচ্ছেন। এখন দেখার যে রোহিত ফিরলে, তিনি ঠিক কোন পজিশনে খেলেন। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ব্যর্থতার জন্য তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। সেটা যেন পার্থেই ঘুচিয়ে দিতে চান এই তারকা ভারতীয় ব্যাটার।



  • Nov 23, 2024 11:18 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: দ্বিতীয় ইনিংসে ধরে খেলছেন যশস্বী

    প্রথম ইনিংসে ভালো রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে তাই বেশ ধরে খেলার চেষ্টা করছেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল। তাঁর ফুটওয়ার্ক এবং শট নির্বাচন বুঝিয়ে দিচ্ছে যে যশস্বী এই ইনিংসে অনেক বেশি সতর্ক। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পেসাররা। অতীতে টেস্ট ম্যাচে পরপর ২০০ রান করার নজির আছে জয়সওয়ালের।



  • Nov 23, 2024 10:55 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: দ্বিতীয় ইনিংসে বড় রান চায় টিম ইন্ডিয়া

    না জিতলেও যাতে অন্তত হার না হয়, সেটা দ্বিতীয় ইনিংসে নিশ্চিত করতে টিম ইন্ডিয়ার বড় পার্টনারশিপ দরকার। প্রথম ইনিংসে ভারতীয় দল মাত্র ৪৬ রানে এগিয়ে রয়েছে। সেখান থেকে পর্বতপ্রমাণ রানের ইনিংস না গড়লে অস্ট্রেলিয়ার মত দলকে চাপে রাখা অসম্ভব। এজন্য উইকেটে টিকে থাকা দরকার। আর, লম্বা পার্টনারশিপ প্রয়োজন। ধরে খেলা জরুরি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।



  • Nov 23, 2024 10:22 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: প্রথম ইনিংসে সবচেয়ে বড় বিতর্ক

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম সেশনে টিভি আম্পায়ারের উলটো সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কেএল রাহুল। মিচেল স্টার্কের বলে তাঁকে আবেদনের ভিত্তিতে ক্যাচ আউট দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবোরো নট আউট দিয়েছিলেন। কিন্তু, অস্ট্রেলিয়া টিভি আম্পায়ারের দ্বারস্থ হয়। এরপরই টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ অন-ফিল্ড কলটি বদলে দেন। যা চমকে দেয় রাহুলকে।



  • Nov 23, 2024 10:17 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: ভারতীয় বোলাররাই কি বিশ্বসেরা?

    মাত্র ১৫০ রান করেও যে অস্ট্রেলিয়ার মত টিমকে ১০৪ রানে আটকে দেওয়া যায়, সেই হার না মানা মনোভাবের নজির রাখলেন টিম ইন্ডিয়ার বোলাররা। অধিনায়ক জসপ্রীত বুমরা ১৮ ওভার বল করে ৩০ রান দিয়েছেন। নিয়েছেন ৫ উইকেট আর ৬টি মেডেন। মহম্মদ সিরাজ ১৩ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান। সঙ্গে ২টি উইকেট আর ৭টি মেডেন ওভার নিয়েছেন। হর্ষিত রানা ১৫.২ ওভার বল করে ৪৮ রান দিলেও ৩টি উইকেট এবং ৩টি মেডেন নিয়েছেন। নীতীশকুমার রেড্ডি প্রথম ইনিংসের দ্বিতীয় দিন, শনিবার বল করার সুযোগ পেয়েছেন। ৩ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান। স্পিনার ওয়াশিংটন সুন্দর আবার ২ ওভার বল করে মাত্র ১ রান দিয়েছেন। আর, ১টি মেডেন নিয়েছেন। 



  • Nov 23, 2024 09:50 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: নীতীশকুমার রেড্ডির ট্যাটুতে নজর সকলের

    অভিষেক ম্যাচে ভারতীয় অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডির ট্যাটু সকলের নজর টেনেছে। এই ট্যাটু বা উল্কিতে রয়েছে যোদ্ধা এবং বাঘ। তাঁর এই ট্যাটুর রহস্য ফাঁস করেছেন নীতীশ। তিনি বলেছেন, 'যখনই আমি ওই ট্যাটু দেখি, আমার মনে হয় যে, আমি একজন যোদ্ধা। বাঘ যখন জঙ্গলে তার অঞ্চল তৈরি করে, তখন তা অন্য কাউকে কাছেই আসতে দেয় না। আমার তেমনটাই মনে হয়। কেন্দ্রবিন্দুতে থাকলে রাজার মতই থাকা উচিত। আমি অন্তত তেমনটাই চাই।'



  • Nov 23, 2024 09:38 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: দ্বিতীয় দিনে বল পেলেন নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর

    ক্রিজে শেষ ব্যাটার জোশ হ্যাজলউডকে নিয়ে মিচেল স্টার্ক। তিনি ইতিমধ্যেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানও করে ফেলেছেন। সেই স্টার্ককে সামলাতে এবার দ্বিতীয় দিনে অধিনায়ক জসপ্রীত বুমরা বল তুলে দিলেন নীতীশকুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের হাতে। প্রাথমিক ভাবে দু'জনেই সফল। রেড্ডি ৪ ওভার বল করে ৩ রান দিয়েছেন। আর, সুন্দর ১ ওভারে ১ রান। 

    অস্ট্রেলিয়া যেখানে প্রথম ইনিংসে তাদের ৫ বোলারকে ব্যবহার করেছিল, সেখানে শুক্রবার গোটা দিনটা ৩ পেসারেই ম্যাজিক দেখিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের বোলিং সামলেছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা। বুমরা ৪ উইকেট নিয়েছিলেন। মহম্মদ সিরাজ ২ উইকেট নিয়েছিলেন। হর্ষিত রানা নিয়েছিলেন ১ উইকেট। সিরাজ বেশি উইকেট না পেলেও লাইন-লেংথ ঠিকমতো রেখে বল করে যাওয়ায় কম রান দিয়েছেন। বেশি মেডেন ওভার পেয়েছেন। শনিবার আবার বুমরা বল হাতে অস্ট্রেলিয়ার ১ উইকেট নেন। হর্ষিত নেন আরেকটি। 

     



  • Nov 23, 2024 08:48 IST
    IND vs AUS 2nd Test Day 2 Live Score: অস্ট্রেলিয়ার চেয়ে ভালো বোলিং করেছে ভারত

    অস্ট্রেলিয়ার চেয়ে বেশ ভালো বোলিং করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসের প্রথম দিনে অস্ট্রেলিয়া তাদের বোলারদের যতটা সম্ভব ভালো ব্যবহার করা যায়, তা করেছিল। কিন্তু, তারপরও ওই পিচে, যেখানে গোলার বল বল ছোটে, সেই পার্থের অপটাস স্টেডিয়ামে টিম ইন্ডিয়া ১৫০ রান করেছে। কিন্তু, সেখানেই এখনও পর্যন্ত ১০০ ছুঁতে পারেনি অস্ট্রেলিয়া। তাদের ৯টি উইকেট পড়ে গিয়েছে। ক্রিজ সামলাচ্ছেন মিচেল স্টার্ক ও জোশ হ্যাজলউড। দু'জনেই পেসার। তবে, স্টার্ক এসবের মধ্যেও ব্যাটিংটা মন্দ করছেন না। তিনি ইতিমধ্যে ২টো চার মেরেছেন। হ্যাজলউডও ১টা চার মেরেছেন। ৫৪ বলে আপাতত ১৭ রান করেছেন স্টার্ক। যা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান। তাঁর চেয়ে একমাত্র বেশি রান করেছেন অ্যালেক্স কেরি। তিনি করেছেন ৩১ বলে ২১ রান।



  • Nov 23, 2024 08:33 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 2: বুমরার সঙ্গে যোগ্য সঙ্গত রানার

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতেই অভিষেক ম্যাচে দুর্দান্ত কৃতিত্বের নজির রাখলেন হর্ষিত রানা। তিনি তুলে নিলেন নাথান লিয়নকে। লিয়নের সঙ্গে জুটি বেঁধে ক্রিজ সামলাচ্ছিলেন মিচেল স্টার্ক। সেই লিয়নকে ফেরালেন হর্ষিত রানা। লিয়ন ১৬ বলে ৫ রান করেছেন। রানার বলে তিনি কেএল রাহুলকে ক্যাচ দিয়ে ফিরে যান। এর আগে অ্যালেক্স কেরিকে ফেরান বুমরা। ভারত অধিনায়কের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কেরি। 



  • Nov 23, 2024 08:25 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 2: ইতিহাসে ঢুকে পড়লেন লাবুসেন

    ইতিহাসে ঢুকে পড়লেন মারনাস লাবুসেন। শুক্রবার তিনি ৫২ বল খেলে মাত্র ২ রান করেছেন। এর আগে ১৯৬৯ সালে উইলোরি ৫৫ বল খেলে ২ রান করেছিলনে। যা, টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রথম ধীরগতির রেকর্ড। এবার লাবুসেন গড়লেন দ্বিতীয় ধীরগতির রেকর্ড। ১৯ শতকের সুপরিচিত ব্যাটার (ব্লকার) অ্যালেক ব্যানারম্যান লাবুসেনের এই কৃতিত্বে চলে গেলেন তালিকার ৪র্থ স্থানে। তিনিও ৪৬ বল খেলে ২ রান করেছিলেন। 



  • Nov 23, 2024 08:18 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 2: পার্থের পিচ গতকালের চেয়ে অনেকটাই বদলেছে

    গতকালের চেয়ে পার্থের পিচ অনেকটাই বদলেছে। গতকাল সকালের মত শনিবার এই পিচে বল সিম করছে না। গতকালের তুলনায় পিচ আজ অনেকটাই কমগতির বা মন্থর হয়ে গিয়েছে। গতকালও পিচের উপরে প্রচুর সবুজ ঘাস ছিল। কিন্তু, আজ সূর্যের তাপে সেগুলোর রং কিছুটা খড়ের রঙে বদলে গিয়েছে। আজ এই উইকেটে ব্যাট করে ব্যাটাররা মজা পাবেন। এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা।



  • Nov 23, 2024 08:13 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 2: ভারতের প্রশংসায় মিচেল স্টার্ক

    প্রথম ইনিংসে ভারতের বোলিং দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান তারকা বোলার মিচেল স্টার্ক। তিনি বলেছেন, 'একজন পেসারের কাছে এটা দেখতে পাওয়া অত্যন্ত ভালো ব্যাপার। দুটো দলই ভালো বোলিং করেছে। উইকেটে সুইং, সাইডওয়ে মুভমেন্ট, ভালো গতি সবেরই সাহায্য পেয়েছেন পেসাররা।' স্টার্ক এখন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করলেন। তাঁর সঙ্গে ক্রিজ সামলাচ্ছেন নাথান লিয়ন। জোশ হ্যাজলউড এখনও ব্যাট করতে নামেননি।



  • Nov 23, 2024 08:04 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 2: দ্বিতীয় দিনেও বুমরার কামাল, অস্ট্রেলিয়ায় ধস

    দ্বিতীয় দিনেও কামাল করলেন ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা। ফেরালেন অ্যালেক্স কেরিকে। উইকেটরক্ষক কেরি ৩১ বলে ২১ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজ সামলাচ্ছেন মিচেল স্টার্ক ও নাথান নিয়ল। কেরিকে ফিরিয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন জসপ্রীত বুমরা। শুক্রবারই তিনি ৪ উইকেট নিয়েছিলেন।



Cricket Australia Indian Cricket Team Team-India Team India Indian Team Border-Gavaskar Trophy Team India India Cricket Team Australia Cricket Team
Advertisment