Advertisment

IND vs AUS 1st Test Day 3, Archive Cricket Score: ফের বুমরার কামাল, এলবিডব্লিউ লাবুসেন, ১২ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

Australia vs India (AUS vs IND) 1st Test Day 3 Archive Cricket Score Online Updates: ভারতের ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে জসপ্রীত বুমরার বলে বিনা রানে এলবিডব্লিউ হন নাথান ম্যাকসুইনি। ৮ বলে ২ রান করার পরে মহম্মদ সিরাজের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Australia vs India (AUS vs IND) 1st Test Live Cricket Score Updates:

IND vs AUS: জমে উঠেছে পারথ টেস্ট (ছবি: টুইটার এবং বিসিসিআই)

Australia vs India (AUS vs IND) 1st Test Day 3 Archive Cricket Score Updates: অবশেষে শতরানের খরা কাটল কিং কোহলির। বিরাট শতরানের জন্যই অপেক্ষায় ছিল টিম ইন্ডিয়া। লিড অনেক আগে ৫০০ পেরিয়ে গেলেও কোহলির শতরানের জন্য ইনিংসের ডিক্লেয়ার করেনি ভারত। তৃতীয় সেশনের পুরোটাই দাঁড়াল কোহলি কতক্ষণে শতরান করবেন, সেই প্রতীক্ষায়। কোহলির সঙ্গে ক্রিজে থাকা নীতিশ রেড্ডিও টি২০-র মেজাজে ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থেকে ক্রিজে ফেরেন।

Advertisment

কোহলি ১৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করার পরেই ভারত ৫৩৩ রানের লিড নিয়ে ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করে। চতুর্থ ইনিংসে ভারতের স্কোর ৪৮৭/৬। সারাদিনের ফিল্ডিংয়ে রগরানির পর অজিদের ব্যাটিংয়ে লাস্ট সেশনে পাঠানোর জন্যই ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করল ভারত।

কোহলির আগে যশস্বী জয়সওয়াল নিজের জাত চিনিয়ে ১৬১ রান করে যান। কেএল রাহুল ফার্স্ট সেশনেই আউট হয়ে যাওয়ার পর দেবদূত পাড়িক্কল বেশিক্ষণ ক্রিজে টেকেননি। মাঝে যশস্বী জয়সওয়াল আউট হয়ে যাওয়ার পর দ্রুত আউট হয়ে যান ঋষভ পন্থ, ধ্রুব জুরেল।

মাত্র ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর ভারতকে অস্ট্রেলিয়া ৪০০- রানের লিডের মধ্যে আটকে রাখতে পারবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে কোহলি নিজের শতরানের খরা কাটিয়ে ভারতকে বিরাট লিড এনে দিতে সমর্থ হয়েছেন।

  • Nov 24, 2024 15:31 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: ভারতের ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে অস্ট্রেলিয়া শিবিরে ধস

    ভারতের ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তৃতীয় দিনের শেষে ব্যাটিং করতে নেমে বড় বিপর্যয়ের মুখে পড়ল অস্ট্রেলিয়া। শুরুতেই জসপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ হয়ে বিনা রানে ফিরে যান নাথান ম্যাকসুইনি। এরপর মহম্মদ সিরাজের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ৮ বলে ২ রান করেন। এরপর ফের জসপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মারনাস লাবুসেন। তিনি ৫ বলে ৩ রান করেন। নৈশপ্রহরী হিসেবে থেকে যান ওসমান খাজা। তিনি ৯ বলে ৩ রান করেন। সব মিলিয়ে ৪.২ ওভারে ৩ উইকেটে ১২ রান করেছে অস্ট্রেলিয়া।  



  • Nov 24, 2024 14:50 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: কোহলির সেঞ্চুরি, ইনিংস ডিক্লেয়ার ভারতের

    প্রত্যাশামতোই বিরাট কোহলির সেঞ্চুরির পর ইনিংস ডিক্লেয়ার করল টিম ইন্ডিয়া। ১৪৩ বলে ১০০ রান করে পার্থ টেস্ট ম্যাচে অপরাজিত থেকে যান কোহলি। তিনি ৮টি চার এবং ২টি ছয় মারেন। নীতীশকুমার রেড্ডি ২৭ বলে ৩৮ রান করেন। নীতীশ ৩টি চার এবং ২টি ছয় মেরেছেন। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ১৩৪.৩ ওভারে ৬ উইকেটে ৪৮৭ রান করেছে ভারত। সব মিলিয়ে ৫৩৩ রানের লিড রেখেছে অস্ট্রেলিয়ার সামনে।



  • Nov 24, 2024 14:34 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: ইনিংস ডিক্লেয়ার করার মুখে টিম ইন্ডিয়া

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্ট-এ ৫০০-র বেশি লিড ইতিমধ্যেই নিয়েছে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে তারা চেপে ধরতে চাইছে অস্ট্রেলিয়াকে। আর, সেজন্য ইনিংস ডিক্লেয়ার করতে পারে জসপ্রীত বুমরার দল। কিন্তু, বিরাট কোহলি সেঞ্চুরির মুখে। কিংবদন্তি প্রবীণ কোহলিকে সেঞ্চুরির সুযোগ দিতেই এখনও ইনিংসে ডিক্লেয়ার করেনি টিম ইন্ডিয়া। কোহলি ইতিমধ্যে ১৩৭ বলে ৯৩ রান করেছেন। ৭টি চার এবং ২টি ছয় মেরেছেন প্রবীণ এই ব্যাটার।



  • Nov 24, 2024 14:05 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: আউট ওয়াশিংটন সুন্দর

    সপ্তম উইকেটের পতন ভারতের। লিড সাড়ে চারশো ক্রশ করে গিয়েছে। এমন অবস্থায় এদিনই পাঁচশো পেরোনোর লক্ষ্য নিয়ে শেষদিকে রান রেট বাড়ানোর কৌশলে আউট ওয়াশিংটন সুন্দর। দারুণ ব্যাটিং স্কিলের পরিচয় দিয়ে ওয়াশিংটন কোহলিকে সঙ্গ দিচ্ছিলেন। তবে লিয়নকে আড়াআড়িভাবে স্লগ সুইপ খেলতে গিয়েই বোল্ড হয়ে গেলেন।



  • Nov 24, 2024 13:40 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: কোহলির ফিফটি

    কোহলি হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন। লাঞ্চের আগে ৪০ রানে অপরাজিত ছিলেন কোহলি। তৃতীয় সেশনের শুরুতেই কোহলি হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। পারথে কোহলির ৩২তম টেস্ট ফিফটি করলেন ৯২ বলে। ঘরের মাঠে গোটা নিউজিল্যান্ড সফরেই নিষ্প্রভ ছিলেন। তাঁর ফর্ম নিয়ে প্ৰশ্ন উঠে গিয়েছিল। তবে অপটাস স্টেডিয়ামের ফিফটি কোহলির মনোবল বাড়াবে সন্দেহ নেই।



  • Nov 24, 2024 12:53 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: পার্থে ভারতের লিড বেড়ে ৪০৫ রান

    ভারতের লিড বেড়ে ইতিমধ্যে ৪০০-র ওপরে চলে গেল। তবে, অস্ট্রেলিয়া যেমন দুর্ধর্ষ দল, তাই লিড অন্তত ৫০০ রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। সেই জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় দলের দুই খেলোয়াড় বিরাট কোহলি ও ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে। তারই মধ্যে দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে ৩৫৯ রান। তার মধ্যে আবার ৪০ রান অতিরিক্ত যোগ হয়েছে, অজি বোলারদের সুবাদে। পার্থ টেস্টের তৃতীয় দিনের সকাল থেকে টিম ইন্ডিয়া এমনিতে ভালোই খেলছিল। কিন্তু, কেএল রাহুল আউট হওয়ার পরই মাত্র ২৫ রানের মাথায় ফিরে যান দেবদত্ত পারিক্কল। ফিরে যান ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলও। তার ফলে, চাপে পড়ে যান টিম ইন্ডিয়া। এই পরিস্থিতি থেকে ভারতকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ও ওয়াশিংটন সুন্দর। বিরাট কোহলি ৭৪ বলে চা-পান বিরতির আগে পর্যন্ত ৪০ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ১টি ছয়। আর, সুন্দর ৪১ বলে ১৪ রান তুলেছেন। তিনি মেরেছেন ১টি ছয়।



  • Nov 24, 2024 12:31 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: বিরাট কোহলি চেষ্টা করে যাচ্ছেন

    দলের একের পর এক উইকেট পতনের জেরে টিম ইন্ডিয়া যখন বিপাকে, সেই সময় রুখে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন বিরাট কোহলি। তিনি ৭০ বলে ৪০ রান করেছেন। ২টি চার মেরেছেন। সঙ্গে, ১টি ছয়ও মেরেছেন। টিম ইন্ডিয়ার হয়ে ওয়াশিংটন সুন্দর ৩৭ বলে ১৩ রান করেছেন। শুধু তাই নয়, সুন্দর ১টি ছয়ও মেরেছেন। যার জেরে ১০৯ ওভারে টিম ইন্ডিয়ার রান ৫ উইকেটে ৩৫৮। অস্ট্রেলিয়ার বোলাররা উদ্বেগের জেরে কিছু ভুলও করেছেন। তাতে টিম ইন্ডিয়া অতিরিক্ত ৪০ রান পেয়েছে। 



  • Nov 24, 2024 12:03 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: মাত্র ১০ মিনিটে ৩ উইকেটের পতন

    মাত্র ১০ মিনিটে ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া। মাত্র ১ রানের ব্যবধানে ফিরে গেলেন ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল। দেবদত্ত পারিক্কল আউট হওয়ার পর নামেন ঋষভ পন্থ। কিন্তু, নাথান লিওনের বলে ব্যক্তিগত ১ রানে অ্যালেক্স কেরির হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। যশস্বী জয়সওয়ালের জায়গায় মাঠে নেমেছিলেন ধ্রুবচাঁদ জুরেল। তিনি ৬ বল খেলে ব্যক্তিগত ১ রান করে প্যাট কামিন্সের বলে ফিরে যান ধ্রুব। 



  • Nov 24, 2024 11:22 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: ভারতকে যতটা সম্ভব কম রানে আটকাতে তেড়েফুঁড়ে আক্রমণ অস্ট্রেলিয়ার

    ভারতকে যতটা সম্ভব কম রানে আটকে রাখতে তেড়েফুঁড়ে আক্রমণে নেমেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্স নিজে মিচেল মার্শকে নিয়ে আক্রমণ চালাচ্ছেন। এখনও পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের দুটো উইকেট পড়েছে। স্টার্ক এবং হ্যাজলউড একটি করে উইকেট পেয়েছেন। কিন্তু, তাঁদের বিশ্রাম দিতে বাকি বোলারদেরও কাজে লাগাচ্ছে অস্ট্রেলিয়া। তালিকায় স্টার্ক, হ্যাজলউড ছাড়াও আছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল মার্শ, নাথান লিয়ন, মারনাস লেবুসেন, ট্রাভিস হেড।  



  • Nov 24, 2024 11:10 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: যশস্বী জয়সওয়াল ১৫০ রান টপকালেন

    ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ১৫০ রানের গন্ডি টপকে গেলেন। ২৮২ বলে ১৫১ রান করেছেন যশস্বী। আর, ১৭ বলে ৫ রান করেছেন বিরাট কোহলি। ভারতের দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটের পতন ঘটে দলের ২০১ রানের মাথায়। ৬২.৬ ওভারের মাথায় কেএল রাহুল আউট হন মিচেল স্টার্কের বলে। ভারতের দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলের ৮৪.১ ওভারের মাথায়। ২৭৫ রানের মাথায় ঠিক মধ্যাহ্নভোজের বিরতির পরই ব্যক্তিগত ২৫ রানের মাথায় আউট হন ভারতের ব্যাটার দেবদত্ত পারিক্কল।  



  • Nov 24, 2024 10:26 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: 'ভারত আর্মি'-কে নিয়ে ক্ষিপ্ত গাভাসকার

    টিম ইন্ডিয়ার সমর্থক 'ভারত আর্মি'-কে নিয়ে ক্ষিপ্ত কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। তাঁর ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারের নামে এই সিরিজের নামকরণ। এই সিরিজের নাম বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ। দর্শকাসনে 'ভারত আর্মি' সংগঠনের সদস্যরা ব্যাপক মাত্রায় ভিড় করেছেন। তাঁদের পতাকার ওপরে 'ভারত' এবং 'আর্মি' শব্দগুলো লেখা রয়েছে। এই ব্যাপারে সুনীল গাভাসকার বলেছেন, 'আমি মনে করি না যে এই ক্রিকেট ভক্তরা প্রকৃত ভারতীয়। আমি নিশ্চিত নই যে তাঁদের মধ্যে কত জনের কাছে ভারতীয় পাসপোর্ট আছে! তাই তাঁরা সম্ভবত ভারতীয় পতাকার মূল্য, প্রাসঙ্গিকতা, গুরুত্বই বোঝেন না।'



  • Nov 24, 2024 10:16 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: মধ্যাহ্নভোজ পর্যন্ত ভারত পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭৫/১, এগিয়ে ৩২১ রানে

    কেএল রাহুল আউট হলেও ভারতীয় ব্যাটাররা চেষ্টা চালাচ্ছেন। যশস্বী জয়সওয়াল গত রাতে যেখানে শেষ করেছিলেন, রবিবার যেন সেখান থেকেই ব্যাটিং শুরু করেছেন। সঙ্গ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন দেবদত্ত পারিক্কল। তিনি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলছেন। আর, টুকটুক করে রান করছেন। পারিক্কল এখনও পর্যন্ত ৭০ বল খেলে ২৫ রান করেছেন। যার দৌলতে ভারতের লিড ইতিমধ্যেই ৩০০ পেরিয়েছে। তবে, অস্ট্রেলিয়ার কাছে সেটা কিছুই না। কিন্তু, ভারতীয় ব্যাটারদের খেলা চলার মধ্যেই ক্রমশ ব্যাটিং সহায়ক হয়ে ওঠা এই পিচে বিপাকে ফেলতে না পেরে ধৈর্য হারাচ্ছেন অস্ট্রেলিয়ান বোলাররা। ইতিমধ্যেই তাঁরা ৩২ অতিরিক্ত রান দিয়েছেন টিম ইন্ডিয়াকে।



  • Nov 24, 2024 09:48 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: চেষ্টা করছেন পারিক্কল, যশস্বীর সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা

    যেমনটা কেএল রাহুল করেছিলেন, সেভাবেই এখন চেষ্টা চালাচ্ছেন দেবদত্ত পারিক্কলও। তিনি ভারতের অন্যতম ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। কারণ, অস্ট্রেলিয়ার সামনে দ্বিতীয় ইনিংসে বড় পার্টনারশিপ না গড়লে অজিদের কাছে এই রান তোলা বাঁ হাতের খেলা। ভারত ৩১৩-র বেশি লিড ইতিমধ্যে তৈরি করেছে। কিন্তু, অন্য দল হলে, হয়তো সুযোগ নেওয়া যেত। কিন্তু, অস্ট্রেলিয়ানরা ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ভয়ংকর দল। তাদের কাছে ওই রান তোলা কিছুই না। তারচেয়েও বড় কথা, হাতে এখনও আড়াই দিনের বেশি বাকি আছে। আর পিচ কিউরেটর আগেই জানিয়েছিলেন, খেলা যত গড়াবে, পিচ ব্যাটিং-সহায়ক হয়ে যাবে। ক্রমশ তেমনই হচ্ছে। পিচ ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের আরও বড় পার্টনারশিপ দরকার। কমপক্ষে ৪৫০ রানের লক্ষ্যমাত্রা না রাখলে, অস্ট্রেলিয়ার কাছে সেটা কোনও টার্গেটই না।  



  • Nov 24, 2024 09:26 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: ক্রমশই ধৈর্য হারাচ্ছেন অস্ট্রেলিয়ান বোলাররা

    পার্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতকে ২০০ রানের কমে আটকে রাখতে না পারায়, ক্রমশই যেন ধৈর্য হারাচ্ছেন অস্ট্রেলিয়ান বোলাররা। প্যাট কামিন্স থেকে মারনাস লাবুসেন, একের পর এক বোলার তাদের সেরা অস্ত্র বাউন্স ব্যবহার করে যাচ্ছেন। পিচ ইতিমধ্যেই ফাটতে শুরু করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়েই অস্ট্রেলিয়ান বোলাররা একের পর বাউন্সের ঘায়ে ভারতীয় ব্যাটারদের ভয় দেখাতে, ঘায়েল করতে চেষ্টা চালাচ্ছেন। লাইন-লেংথ বজায় রেখে বাউন্স দেওয়ার লাবুসেন থেকে মিচেল মার্শ- অজি বোলারদের মধ্যে যেন রীতিমতো টক্কর চলছে। 



  • Nov 24, 2024 08:37 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: দ্বিতীয় ইনিংসে প্রথম বড় আঘাত অস্ট্রেলিয়ার বোলারদের

    যশস্বী জয়সওয়াল বর্ডার-গাভাসকার প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরি করার পর টিম ইন্ডিয়া যখন খুশিতে ভাসছে, সেই সময় প্রথম আঘাত হানল অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বলে আউট হলেন কেএল রাহুল। তিনি ১৭৬ বলে ৭৭ রান করেছেন। ইনিংসে ৫টি চার মেরেছেন রাহুল। শনিবার থেকে যশস্বীর সঙ্গে ব্যাট করে আসছেন রাহুল। তিনি যশস্বীর সঙ্গে নৈশপ্রহরীর ভূমিকাতেও ছিলেন। স্টার্কের বলে রাহুলের ক্যাচ চলে যায় অ্যালেক্স কেরির হাতে। রাহুল ফিরতেই তাঁর জায়গায় মাঠে নেমেছেন দেবদত্ত পারিক্কল  



  • Nov 24, 2024 08:22 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: রাহুল ব্যাটম্যানের বিরাট ভক্ত, ফাঁস করলেন বন্ধু

    কেএল রাহুলের বন্ধু ও প্রাক্তন রঞ্জি টিমমেট ডেভিড ম্যাথিয়াস সংবাদমাধ্যমকে বলেছেন, রাহুলের প্রিয় সিনেমা হল: দ্য ব্যাটম্যান – ডার্ক নাইট রিটার্নস। এই ব্যাপারে ম্যাথিয়াস বলেন, 'আমরা হলে এই সিনেমাটা তিনবার দেখেছি। আমরা ব্যাটম্যানের অন্য সিনেমাগুলোও দেখেছি। রাহুল ব্যাটম্যানের বিরাট ভক্ত। ওঁর যত ট্যাটু আছে, তার মধ্যে ব্যাটম্যানেরটাই সেরা। ও ব্যাটম্যানের ট্যাটু সবাইকে দেখাতে পারলে খুব খুশি হয়। নিজেকে গর্বিত বোধ করে।'



  • Nov 24, 2024 08:13 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: অস্ট্রেলিয়ান বোলারদের ঠেকাতে কৌশল ভারতের

    সেঞ্চুরির কাছে এসে যশস্বী তাঁর রান তোলার গতি আরও কমিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ওপেনাররা বুদ্ধি করে অস্ট্রেলিয়ান বোলারদের সঙ্গে লড়াইয়ের চেষ্টা চালাচ্ছেন। যশস্বী যখন রান তোলার গতি কমিয়েছেন, সেই সময় ভারতের অপর ওপেনার কেএল রাহুল টুকটুক করে রান তুলে যাচ্ছেন। কেএল রাহুল আপাতত ১৭১ বলে ৭৪ রানে আছেন। পাঁচ দিনের টেস্ট ম্যাচের এখনও দু'দিন বাকি আছে। হাতে অনেকটা সময়। তাই অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় খাড়া করতে মরিয়া টিম ইন্ডিয়া। কারণ, অস্ট্রেলিয়ান ব্যাটাররা দুর্দান্ত। বিশাল রানের ব্যবধানও তাদের কাছে কিছুই নয়।



  • Nov 24, 2024 08:08 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: পিচ কিউরেটর যেমনটা বলেছিলেন, তা-ই ঘটছে

    তৃতীয় দিনে ভারতকে বল করে যাচ্ছেন জোস হ্যাজলউড ও মিচেল স্টার্ক। পিচের ঘাস শুকিয়ে গিয়েছে। পিচ কিউরেটর যেমনটা বলেছিলেন, সেরকমই পিচে কিছুটা হলেও ফাটল ধরেছে। ভারত প্রচুর শর্ট রান নিয়েছে। অস্ট্রেলিয়া এখন ভারতীয় ওপেনারদের রান আউট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল। তিনি করেছেন ৯৫ রান। অন্যতম ওপেনার কেএল রাহুল করেছেন ৭৩ রান।



  • Nov 24, 2024 08:04 IST
    IND vs AUS 2nd Test Day 3 Live Score: যশস্বী জয়সওয়াল কি পার্থে শতরান করতে পারবেন?

    ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল পার্থ টেস্ট-এর দ্বিতীয় দিন থেকে খেলছেন। সেঞ্চুরির খুব কাছে চলে এসেছেন যশস্বী জয়সওয়াল। তিনি ১৯৮ বলে ৯৫ রান করেছেন। কেএল রাহুল ১৬৩ বলে ৭০ রান করেছেন। যশস্বী তাঁর ইনিংসে ৮টি চার এবং ২টি ছয় মেরেছেন। আর, কেএল রাহুল ৫টি চার মেরেছেন। যার সুবাদে টিম ইন্ডিয়া আপাতত ২৩১ রানের লিড নিয়েছে। 



Cricket Australia Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment