Advertisment

IND vs AUS 1st Test Day 4, Archive Cricket Score: পার্থ-এ ইতিহাস ভারতের! ৪ দিনে ২৯৫ রানে জয়ী বুমরার দল

Australia vs India (AUS vs IND) 1st Test Day 4 Archive Cricket Score Online Updates: প্রথম ইনিংসে ভারতে তুলেছিল ১৫০ রান। জবাবে অস্ট্রেলিয়া করেছিল ১০৪। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করেছিল টিম ইন্ডিয়া। জবাবে ২৩৮ রানেই থেমে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Australia vs India (AUS vs IND) 1st Test Live Cricket Score Updates:

IND vs AUS: জমে উঠেছে পারথ টেস্ট (ছবি: টুইটার এবং বিসিসিআই)

Australia vs India (AUS vs IND) 1st Test Day 4 Archive Cricket Score Updates: ভারতের ৫৩৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পার্থের পিচে দ্বিতীয় ইনিংসে ২৩৮ রানেই থেমে গেল অস্ট্রেলিয়া। ফলে ম্যাচের ৪র্থ দিনে ২৯৫ রানে বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে নাথান ম্যাকসুইনি (০), উসমান খাজা (৪), প্যাট কামিন্স (২), মারনাস লাবুসেন (৩), স্টিভ স্মিথ (১৭), ট্রাভিস হেড (৮৯), মিচেল মার্শ (৪৭), মিচেল স্টার্ক (১২), নাথান লিওন (০), অ্যালেক্স কেরি (৩৬) রানে আউট হন। ৪র্থ দিনেই ম্যাচের ফয়সালা করতে চাইছিল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হল।

Advertisment

এই ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার বোলাররা। ম্যাচের চতুর্থ দিনে টিম ইন্ডিয়ার সেটাই যে লক্ষ্য, তার ট্রেলার রবিবার, ম্যাচের তৃতীয় দিনেই দেখা গিয়েছিল। জয়ের জন্য ৫৩৪ রান তুলতে তৃতীয় দিনের শেষে ব্যাটিং করতে নেমে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই জসপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ হয়ে কোনও রান না করেই ফিরে যান নাথান ম্যাকসুইনি। এরপর মহম্মদ সিরাজের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ৮ বলে ২ রান করেছেন।

এর পরপরই জসপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মারনাস লাবুসেন। তিনি ৫ বলে ৩ রান করেন। নৈশপ্রহরী হিসেবে থেকে যান ওসমান খাজা। তিনি ৯ বলে ৩ রান করেন। সব মিলিয়ে ৪.২ ওভারে ৩ উইকেটে ১২ রান করে অস্ট্রেলিয়া। সোমবার ম্যাচ শুরু হতে সেই খাজাকেও ফেরত পাঠান সিরাজ। ১৩ বলে ৪ রান করে মহম্মদ সিরাজের বলে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন ওসমান। এরপর সিরাজের বলে ব্যক্তিগত ১৭ রানে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্টিভ স্মিথ।  

তার আগে ম্যাচের তৃতীয় দিনে প্রত্যাশামতোই বিরাট কোহলির সেঞ্চুরির পর ইনিংস ডিক্লেয়ার করেছিল টিম ইন্ডিয়া। ১৪৩ বলে ১০০ রান করে পার্থ টেস্ট ম্যাচে অপরাজিত থেকে গিয়েছেন কোহলি। তিনি ৮টি চার এবং ২টি ছয় মেরেছেন। নীতীশকুমার রেড্ডি ২৭ বলে ৩৮ রান করেছেন। নীতীশ ৩টি চার এবং ২টি ছয় মেরেছেন। তিনিও অপরাজিত থেকে যান। অন্যতম ওপেনার কেএল রাহুল করেছেন ৭৭ রান। আর, যশস্বী জয়সওয়াল করেছেন ১৬১ রান। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ১৩৪.৩ ওভারে ৬ উইকেটে ৪৮৭ রান তুলেছে টিম ইন্ডিয়া। তার জেরে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৩ রানের লিড রেখেছে বুমরার বাহিনী।

  • Nov 25, 2024 13:43 IST
    IND vs AUS 4th Test Day Live Score: বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় ভারতের

    বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের প্রথম ম্যাচ ২৯৫ রানে জিতে নিল টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট ম্যাচে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন না। জসপ্রীত বুমরার নেতৃত্বে পার্থের অপটাস স্টেডিয়ামের মাঠে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। আর, সেখানেই কামাল করল ভারতীয় দল। ব্যাটিং থেকে বোলিং, সব বিভাগেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে গেল টিম ইন্ডিয়া। যে স্টেডিয়ামে দীর্ঘদিন অস্ট্রেলিয়ার টেস্ট পরাজয়ের ইতিহাস নেই, সেখানেই প্রথম ইনিংসে ভারতে তুলল ১৫০ রান। জবাবে অস্ট্রেলিয়া করেছিল ১০৪। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করেছিল টিম ইন্ডিয়া। জবাবে ২৩৮ রানেই থেমে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। 



  • Nov 25, 2024 12:11 IST
    IND vs AUS 4th Test Day Live Score: ক্রিজ সামলাচ্ছেন অ্যালেক্স কেরি ও মিচেল স্টার্ক

    প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন পেসার মিচেল স্টার্ক। দ্বিতীয় ইনিংসে দলের ৭ উইকেট চলে যাওয়ার পর তিনি আর উইকেটরক্ষক অ্যালেক্স কেরি মিলে ক্রিজ সামলাচ্ছেন। কেরি ইতিমধ্যে ২টি চারও মেরেছেন। এখনও মাঠে নামা বাকি নাথান লিওন ও জোশ হ্যাজেলউডের। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ২০০ পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অজিদের লেজ গুটিয়ে দিতে বুমরা, সিরাজরা চেষ্টা চালাচ্ছেন। বুমরা ইতিমধ্যেই ১২ ওভার করে ফেলেছেন। সিরাজ করেছেন ১৩ ওভার। দু'জনেই ৩টি করে উইকেট নিয়েছেন। তার মধ্যে সিরাজ আবার ২টো মেডেন নিয়েছেন। বুমরা নিয়েছেন ১টি মেডেন। নীতীশকুমার রেড্ডি নিয়েছেন ১টি উইকেট। তিনি ৪ ওভারে ২১ রান করেছেন। 



  • Nov 25, 2024 12:01 IST
    IND vs AUS 4th Test Day Live Score: দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ভারতীয় বোলাররা

    দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরা ১২ ওভারে ৪২ রান করে ৩টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ১টি মেডেন ওভারও নিয়েছেন। হর্ষিত রানা ১০ ওভারে ৫৭ রান দিয়েছেন। নিয়েছেন ১টি মেডেন। ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ৩৭ রান দিয়েছেন। নীতীশকুমার রেড্ডি ৩ ওভারে ১৩ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। ভারতীয় বোলাররা ২১ রান দিয়েছেন। অস্ট্রেলিয়া ৪৭ ওভারে ৭ উইকেটে ১৯৭ রান করেছে।   



  • Nov 25, 2024 11:32 IST
    IND vs AUS 4th Test Day Live Score: মার্শের পাশে এখন কেরির সান্ত্বনা

    হেড তখন হর্ষিত রানাকে বেদম পেটাচ্ছিলেন। সবকিছু চুপচাপ দেখছিলেন বুমরা। মধ্যাহ্নভোজ সেরেও হেড যখন কার্যত নিশ্চিন্ত, গুটিগুটি পায়ে ক্রমশ সেঞ্চুরির পথে এগোচ্ছেন, সেই সময় বুমরা হাজির। আর, তাঁর বলের ছোবলেই ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে বাড়ি ফিরলেন অস্ট্রেলীয় ট্রাভিস হেড। ১০১ বলে ৮৯ রান করেছেন তিনি। ইনিংসে আছে ৮টি বাউন্ডারি। তাঁর সঙ্গে সঙ্গত দিচ্ছিলেন মিচেল মার্শ। কিন্তু, হেড ধসে যাওয়ায় মার্শ এখন অনেকটাই একলা। সদ্য নেমেছেন অষ্ট্রেলীয় উইকেটরক্ষক অ্যালেক্স কেরি। মার্শের রান ৫৯ বলে ৩৯। ইনিংসে আছে ২টি চার ও ২টি ছয়। আর, কেরি কেবল উইকেটের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন। রান ৯ বলে ১। ৪২ ওভারে ৬ উইকেটে অস্ট্রেলিয়া ১৭২।



  • Nov 25, 2024 11:01 IST
    IND vs AUS 4th Test Day Live Score: রানাকে নিশানা করে নিয়েছেন হেড

    বেদম পেটাচ্ছেন গতিদানব হর্ষিত রানাকে। রীতিমতো নিশানা করে নিয়েছেন এই অস্ট্রেলীয়। রানা ইতিমধ্যেই ৯ ওভারে ৪৮ রান দিয়ে বসে আছেন। আর, হেড ৮৭ বলে ৭৬। ইতিমধ্যেই ৭টি চার মেরেছেন। তাঁর সঙ্গে সঙ্গত করে যাচ্ছেন মিচেল মার্শ। তিনি আবার ৪৪ বলে ৩০। যার মধ্যে ১টি চার, ২টি ছয়। ওয়াশিংটন সুন্দরকে দুই খেলোয়াড় একটু ধরে খেলছেন। সুন্দর ৮ ওভারে দিয়েছেন ২৯ রান। কোনও মেডেন পাননি। 



  • Nov 25, 2024 10:36 IST
    IND vs AUS 4th Test Day Live Score: এবার ভারতকে ছেড়ে অস্ট্রেলিয়াকে নিশানা ভনের

    তিনি যে কখন কাকে তির ছুড়বেন, কেউ জানে না। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল যতটা না বড় খেলোয়াড় ছিলেন, ইতিমধ্যে তার চেয়েও বড় সমালোচক হয়ে উঠেছেন। বর্ডার-গাভাসকার ট্রফি শুরুর আগে তিনি টিম ইন্ডিয়াকে কার্যত ধুয়ে দিয়েছেন। পার্থ টেস্টে অস্ট্রেলিয়া বিপাকে পড়তেই এবার পড়েছেন অজিদের নিয়ে। ভনের দাবি, অস্ট্রেলিয়ার বর্তমান সেরা ছয়ের ওপর এখন তেমন কোনও চাপ নেই। সেই কারণেই তাঁদের ফর্ম খারাপ।

    এই ব্যাপারে ভন বলেছেন, 'এই ব্যাটিং ইউনিটটি আগে বেশ সাফল্য পেয়েছে। এই ইউনিটে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় আছেন। তবে ধারাবাহিকভাবে এখন বেশ কয়েকটি খেলায় তাঁরা আশাপ্রদ রান করতে পারেননি। আমার মনে হয়, ওঁদের সামনে জায়গা হারানোর খুব বেশি চ্যালেঞ্জ নেই। সেই কারণেই ওঁরা এমন খারাপ খেলছেন। এই প্রথমসারির খেলোয়াড়দের খারাপ মান আসলে গোটা টিমের খারাপ মানের ছবিটাই তুলে ধরছে। একটা সময় অস্ট্রেলিয়ার বিশ্বমানের সব খেলোয়াড় ছিলেন। প্রথম দলের সাত থেকে আট জন খেলোয়াড়ই ছিলেন বিশ্বমানের ব্যাটার। আমি অস্ট্রেলিয়ার ফ্যান হলে মান খারাপ হওয়ার জন্য উদ্বিগ্ন হতাম।' 



  • Nov 25, 2024 10:12 IST
    IND vs AUS 4th Test Day Live Score: সিরাজ ইতিমধ্যেই ১০ ওভার বল করে ফেলেছেন

    দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজ ইতিমধ্যেই ১০ ওভার বল করে ফেলেছেন। তিনি ৩৪ রান দিয়ে ৩টি উইকেট আর ২টি মেডেন ওভার নিয়েছেন। তাঁর বিশ্রামের প্রয়োজন হবে। বুমরা নিজেও দ্বিতীয় ইনিংসে ৯ ওভার বল করে ফেলেছেন। তিনি ২৬ রান দিয়ে ২ উইকেট আর ১টি মেডেন ওভার নিয়েছেন। তাঁরও বিশ্রামের দরকার। এই পরিস্থিতিতে পঞ্চম বোলার হিসেবে অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডিকে মধ্যাহ্নভোজের পরই ব্যবহার করতে পারেন অধিনায়ক জসপ্রীত বুমরা। হর্ষিত রানা প্রথম ইনিংসে ৩ উইকেট নিলেও ৬ ওভার বল করে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত কোনও উইকেট পাননি। তবে, ১টি মেডেন ওভার নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর ৫ ওভার বল করে কোনও মেডেন না পেলেও ১২ রান রান দিয়ে অস্ট্রেলিয়ার রানের গতি আটকে রেখেছেন। 



  • Nov 25, 2024 10:02 IST
    IND vs AUS 4th Test Day Live Score: এখনও রেড্ডিকে হাতে রেখেছেন বুমরা

    প্রথম ইনিংসে বেশ সফল হয়েছেন। হর্ষিত রানা ১৫ ওভার ২ বল করে ৪৮ রান দিয়েছিলেন বটে। কিন্তু, ৩টি উইকেট আর ৩টি মেডেনও সঙ্গে নিয়েছিলেন। সেই হিসেবে দ্বিতীয় ইনিংসে আপাতত তিনি ব্যর্থ। ৬ ওভার বল করে ২৭ রান করেছেন। আর ১টি মেডেন ওভার নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর ৫ ওভার বল করে ১২ রান দিয়েছেন দিয়েছেন দ্বিতীয় ইনিংসে। এই পরিস্থিতিতে এখনও নীতীশকুমার রেড্ডিকে ব্যবহার করেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরা। নীতীশ প্রথম ইনিংসে কোনও মেডেন না পেলেও মাত্র ৪ রান দিয়েছিলেন। যা ধৈর্যচ্যুত করেছিল অস্ট্রেলীয়দের।



  • Nov 25, 2024 09:43 IST
    IND vs AUS 4th Test Day Live Score: স্মিথ সরলেও, হেডকে নিয়ে চিন্তা যাচ্ছে না টিম ইন্ডিয়ার

    খেলাটা ১১ জনের। এটাই যা ভরসা। না-হলে, সঙ্গী স্টিভ স্মিথকে হারালেও ট্রাভিস হেডকে নিয়ে এখনও চিন্তা যাচ্ছে না টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই একদিনের মেজাজে ৬৪ বলে ৫৩ রান করেছেন ট্রাভিস হেড। মেরেছেন ৬টি ছয়। তাঁর সঙ্গে বড় পার্টনারশিপ গড়ার চেষ্টায় ছিলেন স্টিভ স্মিথ। মহম্মদ সিরাজের বলে ৬০ বল খেলে মাত্র ১৭ রান করে আউট হন স্মিথ। তাতে অস্ট্রেলিয়ার একটা বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা ধাক্কা খেয়েছে মাত্র। এর বাইরে কিছু নয়। ক্রিজে এখনও টিকে আছেন ট্রাভিস হেড। আর, এবার তাঁকে সঙ্গ দিতে নেমেছেন মিচেল মার্শ। 



  • Nov 25, 2024 09:18 IST
    IND vs AUS 4th Test Day Live Score: ক্রমশই ভয়ংকর হয়ে উঠছেন হেড

    ক্রমশই ভয়ংকর হয়ে উঠছেন ট্রাভিস হেড। আর এটাই চিন্তা বাড়াচ্ছে ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরার। এই হেডই গত নভেম্বরে আহমেদাবাদে ভারতের একদিনের বিশ্বকাপ জয়ের আশাকে হত্যা করেছিলেন। অস্ট্রেলিয়া একসময় ইংল্যান্ডের অপরাধীদের নির্বাসনের জায়গা ছিল। বর্তমান অস্ট্রেলীয়রা সেই অপরাধীদেরই বংশধর। যদিও এই সব তথ্য বা কলঙ্ক বেশি পছন্দ করেন না আধুনিক অজিরা। কিন্তু, একথা অস্বীকারের উপায় নেই, পুরুষানুক্রমে তাঁদের মধ্যে সেই পুরোনো অস্ট্রেলীয়দের মেজাজটা রয়ে গিয়েছে। ২২ গজে ট্রাভিস হেডের ব্যাটিং মেজাজ যেন সেই খুনি অস্ট্রেলীয়দের মেজাজটাই তুলে ধরছে। ভারতীয় বোলারদের বেধড়ক পেটাচ্ছেন হেড। হর্ষিত রানা তো ৬ ওভারে ২৭ রান দিয়েছেন। ওয়াশিংটন সুন্দর দিয়েছে ৪ ওভারে ১১ রান।   



  • Nov 25, 2024 08:59 IST
    IND vs AUS 4th Test Day Live Score: বুমরা এবার বাকি অস্ত্রদের ব্যবহার শুরু করলেন

    তৃতীয় দিনের শেষ দিক বা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের শুরুতে শুধুমাত্র তিনি আর মহম্মদ সিরাজ বল করেছেন। তাতেই কামাল দেখিয়েছে টিম ইন্ডিয়া। বুমরা ২ উইকেট তুলে নিয়েছিলেন। ফিরিয়ে দিয়েছিলেন ম্যাকসুইনি আর লাবুসেনকে। আর, সিরাজ তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। ম্যাচের ৪র্থ দিন, অর্থাৎ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের দ্বিতীয় দিন সকালেই নৈশপ্রহরী উসমান খাজাকেও তুলে নেন সিরাজ। তারপরই মাঠে নেমেছেন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। দু'জনেই বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা চালাচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁর বাকি অস্ত্রগুলোকে কাজে লাগানো শুরু করেছেন বুমরা। বোলিংয়ে টেনে এনেছেন হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দরকে। কিন্তু, রানা গতিদানব হলেও ৪ ওভারে ইতিমধ্যেই ১৪ রান দিয়ে বসে আছেন। এই অবস্থায় বুমরা কীভাবে তাঁর এবং সিরাজের বিশ্রামের ব্যবস্থা করার পাশাপাশি বোলিংয়ের ছক বদলান, সেটাই এখন দেখার।



  • Nov 25, 2024 08:42 IST
    IND vs AUS 4th Test Day Live Score: বড় পার্টনারশিপ গড়ার চেষ্টায় ট্রাভিস হেড

    গত একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার ভাগ্য গড়ে দিয়েছিলেন ট্রাভিস হেড। পার্থ টেস্ট ম্যাচে তাঁর দল যখন বিপদে, সেই সময় ফের পরিত্রাতা হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন এই অষ্ট্রেলীয় ব্যাটার। সঙ্গী পরিপক্ক ব্যাটার স্টিভ স্মিথ। তাঁকে সঙ্গে নিয়ে বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা চালাচ্ছেন হেড। মাত্র ১৭ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়া, স্মিথ আর ট্রাভিস হেডের কাঁধে ভর করেই এগিয়ে চলেছে। খুচরো রান নেওয়ার পাশাপাশি ইতিমধ্যেই ২টি চারও মেরেছেন হেড।



  • Nov 25, 2024 08:01 IST
    IND vs AUS 4th Test Day Live Score: নৈশপ্রহরী উসমান খাজাও আউট, অস্ট্রেলিয়ার ৪র্থ উইকেটের পতন

    আগের দিনই তিন উইকেটের পতন হয়েছিল অস্ট্রেলিয়ার। নাথান ম্যাকসুইনিকে ফিরিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরা। প্যাট কামিন্সকে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। মারনাস লাবুসেনকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা। নৈশপ্রহরী ছিলেন উসমান খাজা। সোমবার ম্যাচের চতুর্থ দিনে তাঁকে ফেরালেন সিরাজ। অস্ট্রেলিয়ার হয়ে এখন ক্রিজ সামলাচ্ছেন স্টিভ স্মিথ আর ট্রাভিস হেড।



Team India Test cricket Cricket News Border-Gavaskar Trophy Team India Indian Cricket Team Australia Cricket Team
Advertisment