Advertisment

IND vs AUS 1st Test, Archive Cricket Score: পার্থে প্রথম দিনের খেল খতম, ভারত ১৫০, অস্ট্রেলিয়া ২৭ ওভারে ৬৭/৭

Australia vs India (AUS vs IND) 1st Test Archive Cricket Score Online Updates: ভারতের ইনিংস- যশস্বী জয়সওয়াল (০), দেবদত্ত পারিক্কল (০), বিরাট কোহলি (৫), কেএল রাহুল (২৬), ধ্রুব জুরেল (১১), ওয়াশিংটন সুন্দর (৪), পন্থ (৩৭), রানা (৭), নীতীশ (৪১), বুমরা (৮)

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Australia vs India (AUS vs IND) 1st Test Live Cricket Score Updates:

পারথে প্ৰথম টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (ছবি: টুইটার এবং বিসিসিআই)

Australia vs India (AUS vs IND) 1st Test Archive Cricket Score Updates: শুক্রবার পার্থের অপটাস স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে ৬৭ রান তুলল অস্ট্রেলিয়া। ২৭ ওভারে ওই রান তুলেছে অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা ৪ উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ নিয়েছেন ২ উইকেট। অভিষেক ম্যাচে হর্ষিত রানা ট্রাভিস হেডের মূল্যবান উইকেটটি নিয়েছেন।

Advertisment

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জসপ্রীত বুমরা। কিন্তু, জোশ হ্যাজলউডের লাইন এবং লেংথ রেখে বল ভারতকে ১৫০ রানে গুটিয়ে যেতে বাধ্য করে। তার মধ্যেই ভারতের হয়ে ঋষভ পন্থ ও নীতীশকুমার রেড্ডি দলের রান বাড়ানোর চেষ্টা করেন।

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে পরাজিত হওয়ার জেরে বিনা বাধায় আগামী বছর হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতকে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়া সিরিজ জিততেই হবে।

  • Nov 22, 2024 15:37 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: প্রথম দিনের খেলা শেষ, অস্ট্রেলিয়া ২৭ ওভারে ৭ উইকেটে ৬৭

    বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের প্রথম দিনের খেলা শেষ হল। ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া ২৭ ওভারে ৭ উইকেটে তুলল ৬৭ রান। জসপ্রীত বুমরা ১০ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট এবং ৩টি মেডেন ওভার নিয়েছেন। মহম্মদ সিরাজ ৯ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট এবং ৬টি মেডেন ওভার নিয়েছেন। হর্ষিত রানা ৮ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট ও ১টি মেডেন ওভার নিয়েছেন।



  • Nov 22, 2024 15:17 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: কামিন্সকে ফেরালেন বুমরা! অস্ট্রেলিয়া ২৫ ওভারে ৭ উইকেটে ৫৯

    আগেই ৩ উইকেট নিয়েছিলেন। প্যাট কামিন্স নামতেই ফের আক্রমণে ফিরলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরা। আর, এসেই সাফল্য। ফিরিয়ে দিলেন প্যাট কামিন্সকে। ৫ বলে ৩ রান করেছিলেন কামিন্স। বুমরার বলে তিনি ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে ফিরে যান। এর ফলে, ২৫ ওভারে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৫৯। কামিন্স আউট হতেই ক্রিজ সামলাচ্ছেন উইকেটরক্ষক অ্যালেক্স কেরি ও মিচেল স্টার্ক।



  • Nov 22, 2024 15:02 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: এবার সিরাজের খপ্পরে লাবুসেন! অস্ট্রেলিয়া ২১ ওভারে ৬ উইকেটে ৪৭

    অনেকক্ষণ টিকেছিলেন। ৫২ বল খেলে মাত্র ২ রান করেছেন। সেই মারনাস লাবুসেনকে এবার ফেরত পাঠালেন মহম্মদ সিরাজ। এর আগে চা বিরতির পরই সিরাজ তুলে নিয়েছিলেন মিচেল মার্শকে। বুমরা ৩ উইকেট নিয়েছেন। হর্ষিত রানা নিয়েছেন ১ উইকেট। আর সিরাজ নিলেন ২ উইকেট। পাশাপাশি, সিরাজ ৫ ওভার মেডেনও নিয়েছেন। ক্রিজ সামলাচ্ছেন উইকেটরক্ষক অ্যালেক্স কেরি ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 



  • Nov 22, 2024 14:42 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: জলপান বিরতি মিটতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা সিরাজের, মিচেল মার্শের পতন

    এবার মিচেল মার্শের উইকেট! ভারতের ১৫০ রান তাড়া করতে গিয়ে পার্থ টেস্টের প্রথম দিনে ৩৮ রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া। লাবুসেন অনেকক্ষণ টিকে থাকলেও ৪২ বলে মাত্র ২ রান করেছেন। ৩টি উইকেট নিয়ে শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দিয়েছিলেন অধিনায়ক বুমরা। নবাগত হর্ষিত রানাও ১ উইকেট নিয়েছেন। মধ্যে ছিল জলপান বিরতি। তারপরই ফের অস্ট্রেলিয়ার উইকেটের পতন। এবার মিচেল মার্শকে তুলে নিলেন মহম্মদ সিরাজ। ১৯ বলে ৬ রান করেছিলেন মার্শ। মেরেছিলেন ১টি চার। সিরাজের বলে তিনি কেএল রাহুলের হাতে ক্যাচ তুলে প্যাভেলিয়নে ফেরেন। ক্রিজ সামলাচ্ছেন মারনাস লাবুসেন ও উইকেটরক্ষক আলেক্স কেরি। 



  • Nov 22, 2024 14:05 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: আবির্ভাবেই চমক, হেড-কে উড়িয়ে দিলেন রানা

    বুমরাহ ৬ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট আর ২টি মেডেন নিয়েছেন। মহম্মদ সিরাজ ৩ ওভারে ১২ রান দিয়ে ১টি মেডেন নিয়েছেন। হর্ষিত রানা তিন ওভারে ১২ রান দিয়ে ১টি উইকেট এবং ১টি মেডেন নিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিজ সামলাচ্ছেন মারনাস লাবুসেন ও মিচেল মার্শ।



  • Nov 22, 2024 13:50 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: ভারতের মতই শুরুতেই বেকায়দায় অস্ট্রেলিয়াও, বুমরার ৩ উইকেট

    ভারতের মতই পার্থ টেস্টের প্রথম দিনে, শুরুতে বেকায়দায় পড়ল অস্ট্রেলিয়াও। নাথান ম্যাকসুইনি ১৩ বলে ১০ রান করে আউট হন। তিনি ২টি চার মেরেছেন। তাঁকে ফিরিয়ে দেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। আবার বুমরার বলেই আউট হলেন উসমান খাজাও। ১৯ বলে ৮ রান করে আউট হন খাজা। তিনি ১টি চার মেরেছেন। ২০ বলে কোনও রান করতে পারেননি মারনাস লাবুসেন। বুমরা এলবিডব্লিউ করেন স্টিভ স্মিথকেও। ১ বলে বিনা রানে ফিরে যান স্মিথ। ক্রিজে আছেন মারনাস লাবুসেন ও ট্রাভিস হেড।  



  • Nov 22, 2024 13:26 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: শুরুতেই ধাক্কা খেল অস্ট্রেলিয়াও, বুমরা ফেরালেন ম্যাকসুইনিকে

    ব্যাটিংয়ে বিপদে অস্ট্রেলিয়াও। ১৪ রানে ১ উইকেটের পতন। বুমরা ফেরালেন নাথান ম্যাকসুইনিকে। ১৩ বলে ১০ রান করে আউট হয়েছেন ম্যাকসুইনি। তার মধ্যেই তিনি ২টি চার মেরেছেন। ক্রিজে আছেন উসমান খাজা ও মারনাস লাবুসেন। নতুন বলে ভারতীয় বোলিংয়ের শুরু করেছেন বুমরা ও সিরাজ। লাবুসেনেরও আউট হওয়ার উপক্রম হয়েছিল। 



  • Nov 22, 2024 12:54 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১০ উইকেটে ১৫০ ভারতের

    বহু আলোচিত পার্থ টেস্টের প্রথম দিনের খেলায় ৪৯.৪ ওভারে ১৫০ রানে থামল টিম ইন্ডিয়ার ইনিংস। গতিময়, বাউন্সি পিচে অস্ট্রেলিয়ার বোলারদের কাছে আত্মসমর্পণ করেন টিম ইন্ডিয়ার বেশিরভাগ ব্যাটার। তার মধ্যে জোশ হ্যাজেলউড ১৩ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট এবং ৫টি মেডেন নিয়েছেন। তিনি ০ রানে ফিরিয়েছেন দেবদত্ত পারিক্কলকে। ৫ রানে ফিরিয়েছেন বিরাট কোহলিকে। হর্ষিত রানাকে ফিরিয়েছেন ৭ রানে। আর, অধিনায়ক জসপ্রীত বুমরাকে ফিরিয়েছেন ৮ রানে। 

    ভারতীয় ইনিংসে প্রথম আঘাত হানেন মিচেল স্টার্ক। তিনি ০ রানেই যশস্বী জয়সওয়ালের উইকেট নেন। ব্যক্তিগত ২৬ রানে ফিরিয়ে দেন কেএল রাহুলকে। মিচেল হার্শ ফেরান ৪ রান করা ওয়াশিংটন সুন্দর ও ১১ রান করা ধ্রুব জুরেলকে। প্যাট কামিন্স আবার ৩৭ রান করা ঋষভ পন্থকে ফিরিয়ে দেন। 

    ভারতের ইনিংস:  
    যশস্বী জয়সওয়াল (০), দেবদত্ত পারিক্কল (০), বিরাট কোহলি (৫), কেএল রাহুল (২৬), ধ্রুবচাঁদ জুরেল (১১), ওয়াশিংটন সুন্দর (৪), ঋষভ পন্থ (৩৭), হর্ষিত রানা (৭), নীতীশকুমার রেড্ডি (৪১), জসপ্রীত বুমরা (৮)। 

     



  • Nov 22, 2024 12:31 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: অবশেষে সাফল্য কামিন্সের, হ্যাজলউড ফিরেই করলেন কামাল

    তাঁর বোলাররা পটাপট ভারতের উইকেট তুললেও শুক্রবার প্রথমে বিরাট কিছু করতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাতে রান বাড়ে ভারতের। টিম ইন্ডিয়ার হয়ে এখন লড়ে যাচ্ছিলেন ঋষভ পন্থ ও নীতীশকুমার রেড্ডি। সেই পরিস্থিতিতে পন্থকে আউট করেন কামিন্স। ৭৮ বলে ৩৭ রান করে কামিন্সের বলে স্টিভ স্মিথকে ক্যাচ দেন পন্থ। মেরেছেন ৩টি চার ও ১টি ছয়। টিম ইন্ডিয়াকে চাপে রাখতে বাধ্য হয়েই কামিন্স ফিরিয়েছিলেন তাঁর অন্যতম সেরা অস্ত্র জোশ হ্যাজলউডকে। তিনি আবার দ্রুত অলরাউন্ডার হর্ষিত রানাকে ফিরিয়ে দেন। ৫ বলে ৭ রান করে মারনাস লাবুসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রানা। তার মধ্যে ১টি চার মেরেছেন। ক্রিজ সামলাচ্ছেন নীতীশকুমার রেড্ডি ও অধিনায়ক জসপ্রীত বুমরা।



  • Nov 22, 2024 12:21 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: আজব শট পন্থের! ব্যাট ঘোরাতেই ছক্কা

    তিনি ব্যাটিংটা নাকি কপিবুক গ্রামার মেনে করেন। সেই ঋষভ পন্থ, দলের দুরবস্থায় শুক্রবার বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের প্রথম ম্যাচে আজব কায়দায় শট নিলেন। আর, তাতেও বাজিমাত। সেই শট স্কোয়ার লেগ দিয়ে সীমানা পেরিয়ে ছক্কা হল। তাঁর বোলাররা পটাপট ভারতের উইকেট তুললেও শুক্রবার ফর্মে ছিলেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাতে রান বাড়ল ভারতের। টিম ইন্ডিয়ার হয়ে এখন লড়ে যাচ্ছেন ঋষভ পন্থ ও নীতীশকুমার রেড্ডি। প্রথম ইনিংসে ২৫০ থেকে ৩০০ রান করাই ভারতের লক্ষ্য। 



  • Nov 22, 2024 11:59 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: এই দল শেষ পর্যন্ত লড়তে জানে

    এই ভারতীয় দল শেষ পর্যন্ত লড়তে জানে। দলে হর্ষিত রানা পর্যন্ত, অলরাউন্ডারের ছড়াছড়ি। আর, এই অলরাউন্ডাররা তরুণ। কে থাকল, কে থাকল না, দেখেন না। ফলে, প্রথম সেশনেই চার উইকেট আর তারপর মধ্যাহ্নভোজের পরপরই যেভাবে ভারতের আরও দুই উইকেট চলে গিয়েছিল, তাতে অনেকেই ভেবেছিলেন এই বোধহয় নিউজিল্যান্ড সিরিজের প্রথম ইনিংসের দশা হতে চলেছে। ঠিক তখনই ঋষভ পন্থ ও অভিষেক হওয়া নীতীশকুমার রেড্ডির কাঁধে চেপে দলের স্কোর ১০০-র বেশি করে ফেলল টিম ইন্ডিয়া। যার মধ্যে রয়েছে পন্থের ৩টি চার ও ১টি ছয়। আর, নীতীশের ৪টি চার।   



  • Nov 22, 2024 11:31 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: মেডেন ওভারের বহর অজি বোলারদের

    মিচেল স্টার্ক থেকে মিচেল মার্শ, ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনই টিম ইন্ডিয়ার ইনিংসে ধস নামিয়ে দিয়েছেন অস্ট্রেলীয় বোলাররা। তিন বোলার দুটো করে উইকেট নিয়েছেন। আর, তাঁদের মেডেন নেওয়ার বহর দেখলে চোখ কপালে তুলতে হয়। মিচেল স্টার্ক ৯ ওভার বল করে ১১ রান দিয়েছেন। সঙ্গে ২টি উইকেট আর ৩টি মেডেন ওভার নিয়েছেন। জোশ হ্যাজলউড ৮ ওভার বল করে ১০ রান দিয়েছেন। সঙ্গে ২টি উইকেট আর ৪টি মেডেন ওভার নিয়েছেন। মিচেল মার্শ ৫ ওভার বল করে ১২ রান দিয়েছেন। সঙ্গে ২টি উইকেট আর ১টি মেডেন ওভার নিয়েছেন। প্যাট কামিন্স ১১ ওভার বল করে ৪১ রান দিয়েছেন। তিনিও ২টি মেডেন ওভার নিয়েছেন। নাথান লিওন ৩ ওভার বল করে ১২ রান দিয়েছেন। তিনিও ১টি মেডেন ওভার নিয়েছেন। টানা লাইন-লেংথ রেখে বল করে যাচ্ছেন অস্ট্রেলীয় বোলাররা। কোনও মারার সুযোগই দিচ্ছেন না। কেবল প্যাট কামিন্স ক্যাচ আউট করার ছকে সেই সুযোগ দিয়েছিলেন। তাতে তিনি বেশি রান দিয়েছেন। এইভাবে লাইন-লেংথ রেখে টানা বল করে যাওয়া, যে কোনও দেশের বোলারদের কাছেই একটা বড় শিক্ষা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 



  • Nov 22, 2024 11:24 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: স্ট্র্যাটেজিতে সফল অস্ট্রেলিয়া, সুন্দরও ফিরলেন

    অস্ট্রেলিয়ার তিন বোলারই প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে দুটো করে উইকেট পেলেন। স্টার্ক ও হ্যাজলউড প্রথম সেশনেই দুটো করে উইকেট নিয়েছিলেন। মধ্যাহ্নভোজের বিরতির পর মিচেল মার্শও ভারতের দুটো উইকেট তুলে নিলেন। মার্শের সামান্য অতিরিক্ত বাউন্সমেশানো বলেই দ্বিতীয় স্লিপে অ্যালেক্স কেরির হাতে ক্যাচ তুলে দেন ওয়াশিংটন সুন্দর। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে এগোতে গেলে এখন বড় পার্টনারশিপ দরকার। ক্রিজে আছেন ঋষভ পন্থ ও নীতীশকুমার রেড্ডি।



  • Nov 22, 2024 11:02 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: এ আর সিনিয়র দলে অনেক ফারাক, টের পেলেন জুরেল

    অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ব্যাট হাতে সাফল্য পেয়েছিলেন। সেই কারণে পার্থ টেস্ট-এ তিনি ভারতীয় দলে ব্যাটার হিসেবে জায়গায় পেয়েছেন। কিন্তু, অস্ট্রেলিয়া এ দল আর সিনিয়র দল এক নয়। সেটা পার্থের অপটাস স্টেডিয়ামে হাতেনাতে টের পেলেন ধ্রুবচাঁদ জুরেল। ভারতীয় ব্যাটারে এই টেস্টের প্রথম ইনিংসে ২০ বলে ১১ রান করে আউট হলেন। মেরেছেন দুটো চার। মধ্যাহ্নভোজের পরই তাঁর উইকেট নিয়েছেন মিচেল মার্শ। রীতিমতো ছক কষে বলটা করেছিলেন মার্শ। কিছুটা সরে বলটি মারতে যান জুরেল। বাউন্সি বলটা তাঁর ব্যাটের খোঁচায় চলে যায় দ্বিতীয় স্লিপে লাবুসেনের হাতে। খেলার প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের শুরুতেও টিম ইন্ডিয়া উইকেট হারানোর পর বিশেষজ্ঞদের একাংশের ধারণা, টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা ভুল হয়েছে। এই অবস্থায় পন্থকে সঙ্গ দিতে ক্রিজে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর।



  • Nov 22, 2024 10:49 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার বোলিং ব্যাটারি মার্শ, কামিন্স

    মধ্যাহ্নভোজের বিরতির পর বল হাতে অস্ট্রেলিয়ার আক্রমণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মিচেল মার্শ ও প্যাট কামিন্স। মার্শের সঙ্গে কামিন্স এই সেশনেও বড় কিছু করে দেখাতে চান। এর আগে সকালের সেশনে হ্যাজেলউড ও স্টার্ক ভারতীয় ব্যাটিংয়ের প্রথমসারিতে ধস নামিয়েছেন। এটি একটা লম্বা সিরিজ। তাই বোলারদের বিশ্রাম দিতেই হবে। সেকথা মাথায় রেখেই কামিন্স হ্যাজেলউড ও স্টার্ককে সরিয়ে মার্শের সঙ্গে বোলিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। টিম ইন্ডিয়ার ব্যাটাররা আপাতত ধরে খেলতে চান। 
     



  • Nov 22, 2024 10:38 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: প্রথম সেশনই কি গোটা ম্যাচের ইঙ্গিত?

    কথায় বলে, শুরু ভালো হলে নাকি চলার পথের অনেকটা এগিয়ে যাওয়া যায়। শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে ভারতের শুরুটা কিন্তু ভালো হল না। প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে বেকায়দায় টিম ইন্ডিয়া। যার জেরে গোটা দায়িত্ব চেপেছে ঋষভ পন্থ ও ধ্রুব জুরেলের কাঁধে। অস্ট্রেলিয়ান সিনিয়র দলের বিরুদ্ধে সেখানকার মাটিতে প্রথম টেস্ট খেলতে নামা ধ্রুব জুরেলকে নিয়ে সেই দায়িত্ব সামলাচ্ছেন পন্থ। 

    আম্পায়ারিং নিয়েও ক্ষোভ রয়েছে ভারতের। মূল রিপ্লেতে কোনও স্পষ্ট প্রমাণ না থাকা সত্ত্বেও ভারতীয় ওপেনার কেএল রাহুল, মিচেল স্টার্কের বোলিংয়ে বিতর্কিতভাবে ক্যাচ আউট হয়েছেন। স্নিকো প্রযুক্তিতে একটি শব্দ পাওয়া গিয়েছে মাত্র। রাহুল দাবি করেছেন, ওই শব্দ তাঁর ব্যাটে লেগে বল প্যাডে লাগার কারণে তৈরি হয়েছে। মাঠের আম্পায়ারিং নিয়ে তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন।
     



  • Nov 22, 2024 10:30 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: ফাঁদে ফেলে কোহলিকে আউট করেন হ্যাজলউড

    বিরাট কোহলি, তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য অস্ট্রেলীয় বোলারদের কাছে পরিচিত। তিনি শুক্রবার জোশ হ্যাজলউড ১২টি বল খেলেছেন। চ্যালেঞ্জিং বাউন্সি পিচ আর হ্যাজেলউডের দক্ষতা কোহলিকে সমস্যায় ফেলছিল বারবার। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে, ক্রিকেটীয় ব্যাকরণ না মেনেই ব্যাট চালান কোহলি। আর, তাতেই তিনি আউট হন।



  • Nov 22, 2024 10:11 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: মধ্যাহ্নভোজের আগেই ভারত ৫১/৪

    প্রথম দিনে মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত ভারতের রান ৪ উইকেটে ৫১। শুক্রবার ভারত প্রথম সেশনেই যশস্বী জয়সওয়াল (০), দেবদত্ত পারিক্কল (০), বিরাট কোহলি (৫) এবং কেএল রাহুল (২৬)-এর উইকেট হারিয়েছে। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা। তারপর অজি বোলারদের বাউন্স তাণ্ডবে পরপর উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।



  • Nov 22, 2024 10:01 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: জুরেলের বাউন্ডারিতে অর্ধশতক ভারতের

    তিনি উইকেটরক্ষক হলেও এই ম্যাচে তিনি উইকেটরক্ষক নন। পার্থ টেস্টে ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ। সেই ঋষভের সঙ্গেই এখন ক্রিজে ভারতের উইকেট সামলাচ্ছেন ধ্রুবচাঁদ জুরেল। ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভালো খেলেছিলেন জুরেল। সেই কারণে তাঁকে শুধুমাত্র ব্যাটার হিসেবে প্রথম দলে রাখা হয়েছে। শুক্রবার সেই জুরেলের মারা শটই অস্ট্রেলিয়ার ফিল্ডারদের পাহারা ভেদ করে বাউন্ডারি টপকাল। আর, ভারত প্রথম ইনিংসে অর্ধশতক পূর্ণ করল। 



  • Nov 22, 2024 09:56 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: আউটের সিদ্ধান্তে খুশি নন রাহুল

    তাঁকে আউট দেওয়ার সিদ্ধান্তে খুশি নন কেএল রাহুল। মিচেল স্টার্কের বলে তাঁর ক্যাচ ধরেছেন অ্যালেক্স কেরি। ৭৪ বলে ২৬ রান করেছেন রাহুল। যার মধ্যে রয়েছে তিনটি চার। প্যাভিলিয়নে ফেরার সময় আউট দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মাথা নেড়েছেন রাহুল। মাঠে আম্পায়ারদের সঙ্গেও কথা বলেছেন। রাহুলের দাবি, বল ব্যাট পেরিয়ে তাঁর প্যাডে আঘাত করেছিল। কিন্তু, ধারাভাষ্যকার মাইকেল হাসি বলেছেন, 'এই সিদ্ধান্ত নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত বলে আমি মনে করি না।' টম মুডি আবার বলেছেন, 'এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আম্পায়ারের হাতে আর কোনও উপায়ই ছিল না।' 



  • Nov 22, 2024 09:46 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: বারবার আউটের আবেদন অস্ট্রেলিয়ার

    ভারতকে চাপে রাখতে বারবার আউটের আবেদন জানাচ্ছে অস্ট্রেলিয়া। এর আগে দেবদত্ত পারিক্কলের সময় আবেদন করেছিল। আম্পায়ার খারিজ করে দেন। এবার ঋষভ পন্থের বিরুদ্ধে আবেদন জানিয়েছে। রিভিউ পর্যন্ত নিয়েছে। কিন্তু, এবারও আবেদন খারিজ হয়ে গিয়েছে। উলটে, পন্থ যেন ক্রমশই হাত খুলছেন। কভারে ড্রাইভ করে তিন রান নিয়েছেন। যার দরুণ ২১ ওভারে ৩ উইকেটে ভারতের রান পৌঁছে যায় ৪৩-এ। পাশাপাশি, লিয়নকেও চার মেরেছেন পন্থ। 



  • Nov 22, 2024 09:41 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: বাউন্স-দৈত্য হ্যাজলউডই ভারতের সমস্যা

    জোশ হ্যাজলউড, উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি। টিম ইন্ডিয়ার ব্যাটারদের কাছে আপাতত হ্যাজলউডই মহাভিলেন। ইতিমধ্যে দলের দুই প্রথমসারির ব্যাটার দেবদত্ত পারিক্কল ও বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছেন এই অজি বোলার। ভারতীয় ব্যাটারদের ত্রস্ত করে পার্থের পিচের সুযোগ নিয়ে একের পর এক বাউন্স বল ছুড়ে যাচ্ছেন হ্যাজলউড। কোহলিকে যেটাতে আউট করলেন, সেটা অফ স্টাম্পের বাইরে কোহলির বগলের কাছে উঠে গিয়েছিল। কোহলির ব্যাটের ওপরের দিকে লেগে চলে যায় স্লিপে। যা কোহলিকেও চমকে দেয়। তবে, অস্ট্রেলিয়ার পার্থ বলে নয়। হ্যাজলউডের স্বভাবটাই এমন যে ব্যাটারদের বাউন্স দিতে ভালোবাসেন। ভারতে গত বছর একদিনের বিশ্বকাপের সময়ই তো চিপকে কোহলিকে বাউন্স দিয়েছিলেন এই অজি বোলার।



  • Nov 22, 2024 09:33 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: রাহুলের সঙ্গে যোগ্য সঙ্গত পন্থের

    ভারতের একের পর এক উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ান বোলারদের যখন ভিনগ্রহের সেরা খেলোয়াড় মনে হচ্ছে, সেই সময় টিম ইন্ডিয়ার দুর্গ ধরে রেখেছেন কেএল রাহুল ও ঋষভ পন্থ। দুর্দান্ত স্কয়ার ড্রাইভ মেরে পন্থ তিন রান নিয়েছেন। লিওন ঝাঁপিয়েও বল ধরতে পারেননি। কেএল রাহুলও বাউন্ডারি মেরেছেন। ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং গালির মধ্যে দিয়ে তিনি বাউন্ডারিটি মেরেছেন। ১৮ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৩৬।



  • Nov 22, 2024 09:28 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: ভারতীয়দের পন্টিং, হেইডেনের তুলোধনা

    একের পর এক উইকেট হারিয়ে ভারতীয় ইনিংস যখন সমস্যায়, তার মধ্যে অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকাররা ভারতীয় খেলোয়াড়দের বাপ-বাপান্ত করে যাচ্ছেন। এই ধারাভাষ্যকাররা আবার অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড়। পন্টিং যেমন কোহলির সম্পর্কে বলে বসেছেন, 'মিডল অফ স্ট্যাম্পে যতটা ব্যাক ফুট আমার কোহলির দেখেছি, এবার যেন তার সব সীমা অতিক্রম করে গিয়েছে।' ম্যাথু হেইডেন আবার দেবদত্ত পারিক্কলের সম্পর্কে বলেছেন, 'ও তো বলের কাছাকাছিই যাচ্ছে না। পারিক্কল পা এগিয়ে দেওয়ার বদলে খুব বেশি জড় করছেন। তার ফলে তিনি লেগ সাইডেও খেলতে পারছেন না।'



  • Nov 22, 2024 09:20 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: হ্যাজলউডের বাউন্সই হারাল কোহলিকে

    জোশ হ্যাজলউডের বাউন্স সামলাতে গিয়ে প্রথম স্লিপে উসমান খাজার হাতে ক্যাচ তুলে দিলেন বিরাট কোহলি। যার সুবাদে সকালের সেশনে তিনটি উইকেটের পতনে টিম ইন্ডিয়া পার্থে বর্ডার-গাভাসকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বেশ সমস্যায়। তবে, ভারতের ইনিংসের একপ্রান্ত ধরে রেখেছেন কেএল রাহুল। তিনি রীতিমতো ধরে খেলছেন। সুযোগ বুঝে বাউন্ডারিও মারছেন। কভার ড্রাইভে বাউন্ডারি মেরে ভারতকে ১৬ ওভারে ২ উইকেটে ৩২ রান পৌঁছে দিয়েছিলেন। ১৩ ওভারে ভারতের রান ছিল ২ উইকেটে ১৮।



  • Nov 22, 2024 08:56 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: সিরিজের প্রথম বাউন্ডারি কেএল রাহুলের

    চলতি সিরিজের প্রথম বাউন্ডারি! আর, সেটা মারলেন কেএল রাহুল। বল যেন তাঁর ব্যাটের প্রান্তে চুমু খেয়ে উড়ে গেল ফেন্সিংয়ের কাছে। ১২ ওভারে ২ উইকেটে ১৮ রান ভারতের। মাঠে রাহুলের সঙ্গী এখন বিরাট কোহলি। এর আগে জোশ হ্যাজলউডের বলে আউট হন দেবদত্ত পারিক্কল। তবুও পারিক্কল চেষ্টা করেছিলেন। তিনি ২৩ বল পর্যন্ত কোনওমতে টিকেছিলেন। স্টার্ক বারবার পারিক্কলকে আউট করার চেষ্টা করেছেন, তাঁর বোলিং পারিক্কলকে বিব্রত করেছে বারবার। যার জেরে পারিক্কল কোনওরকমে ক্রিজে টিকেছিলেন। ভারতের রানের গতিও ছিল কম। টিম ইন্ডিয়ার রান ছিল, ৯ ওভারে ১ উইকেটে ১৪। পারিক্কল চলে যেতেই অস্ট্রেলিয়ার পেসার-অধিনায়ক প্যাট কামিন্সের নজরে কেএল রাহুল। তিনি ক্রমশই ক্রিজে চেপে বসা রাহুলকে ফেরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।



  • Nov 22, 2024 08:44 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: কীভাবে প্রথম একাদশে ঢুকলেন সুন্দর?

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে ওয়াশিংটন সুন্দরের ফর্ম এবং ভারতের নড়বড়ে ব্যাটিং লাইন আপ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের পক্ষে গিয়েছে। যার ফলে, পার্থ টেস্টে, অর্থাৎ বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের প্রথম ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। 

    প্যাট কামিন্স আপাতত কেএল রাহুলকে সরানোর চেষ্টা করে যাচ্ছেন। আউটসুইঙ্গার দিয়ে রাহুলকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। কিন্তু, রাহুল উইকেটে টিকে থাকার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাতে সাফল্যও এসেছে। কামিন্সের বলে দুই রান নিয়েছেন রাহুল। রাহুলের শট গলিতে ম্যাকসুইনির পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে।     

    মিচেল স্টার্ক আক্রমণের নিশানা করে নিয়েছেন দেবদত্ত পারিক্কলকে। তিনি কয়েকবার পারিক্কলকে বেকায়দায়ও ফেলেছেন। একবার এলবিডব্লিউয়ের আবেদনও করেছিলেন। কিন্তু, আম্পায়ার অ্যালেক্স কেরি সাড়া দেননি। স্টার্কের অত্যন্ত ভালো মানের বোলিংয়ের মুখে পারিক্কল উইকেটে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

     



  • Nov 22, 2024 08:30 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: বেশ ধরে খেলার চেষ্টা করছেন রাহুল

    প্যাট কামিন্স মিড অফে ওয়ার্ম আপ করছেন। কেএল রাহুল বেশ ধরে খেলছেন। ক্রিজে থাকলে রান পাওয়া যায়। এই নীতি মেনেই খেলছেন রাহুল। তিনি জোশ হ্যাজলউডের বলেও ইতিমধ্যে রান নিয়েছেন। শর্ট লেগে ফিল্ডিং করছেন ট্র্যাভিস হেড। রাহুলের শট তিনি ধরেন। কেএল রাহুল জোড়া রান করেছেন। ৬ ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ১১। স্টার্কের বলেও একরান নিয়েছেন রাহুল। যার দৌলতে ৫ ওভারে ভারতের রান ছিল ৯।



  • Nov 22, 2024 08:22 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: পারিক্কলকে এলবিডব্লিউয়ের আবেদন খারিজ

    যশস্বী জয়সওয়ালকে ফিরিয়ে দিলেন মিচেল স্টার্ক। চার ওভারে ভারতের রান ৮/১। কেএল রাহুল বারবার অস্ট্রেলিয়ান পেসারদের বোলিংয়ে সমস্যায় পড়ছেন। তিনি অফ স্টাম্পের বাইরের বলগুলো রীতিমতো সতর্কভাবে খেলছেন। যশস্বীর বদলে ক্রিজে নেমেছেন দেবদত্ত পারিক্কল। এর আগে পারিক্কল তাঁর একমাত্র টেস্ট খেলেছিলেন ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায়। মিচেল স্টার্ক পারিক্কলের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন। কিন্তু, রিচার্ড কেটলব্রো আবেদন মানেননি। স্টার্ক তাঁর ইয়র্কারে পারিক্কলকে নাজেহাল করার চেষ্টা করেছিলেন। এর আগে স্টার্কের বাইরে দিয়ে যাওয়া বলে হাঁকাতে গিয়ে উইকেট খুইয়ে বসেন যশস্বী জয়সওয়াল। বল তাঁর ব্যাটের কোণায় লেগে গলিত নাথান ম্যাকসুইনির কাছে চলে যায়। সুইনি ক্যাচ নিতে ভুল করেননি।   



  • Nov 22, 2024 08:11 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: বেশ ধরে খেলছে ভারত

    জোশ হ্যাজেলউডের সিম সরাসরি কেএল রাহুলের পিছনে গিয়ে লেগেছে। দ্বিতীয় ওভারের শেষে ভারত ৫/০। হ্যাজেলউড মেডেন পেয়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেছেন মিচেল স্টার্ক। ভারতের হয়ে ওপেন করছেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। এর আগে সুনীল গাভাসকার ও অ্যালান বর্ডার তাঁদের নামে নামাঙ্কিত এই সিরিজের ট্রফি নিয়ে মাঠে হেঁটে যান। দুই অধিনায়ক জসপ্রীত বুমরা ও প্যাট কামিন্স দলবল নিয়ে তাঁদের অনুসরণ করেন। খেলোয়াড়দের সঙ্গে ছিলেন দুই টিম ম্যানেজমেন্টের কর্তারা।  



  • Nov 22, 2024 07:55 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: শুভমান গিলের অবস্থা এখন যেমন

    শুভমান গিল ডব্লিউএসিএ (WACA)-তে ম্যাচ সিমুলেশনের দ্বিতীয় দিন বাম হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্টের জন্য তাঁকে দলে নেওয়া হয়নি। বিসিসিআই মেডিকেল টিম প্রতিদিন তাঁর অগ্রগতি পর্যবেক্ষণ করছে।



  • Nov 22, 2024 07:52 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: প্যাট কামিন্স যা বললেন

    অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, 'এখানে ৫০-৫০ চান্স আছে। পিচ ভালো, বেশ বাউন্সি। সূর্যের আলোও ঠিকঠাক আছে। আমরা গোটা পরিস্থিতিতে খুশি। আমরা পুরোপুরি তৈরি। আশা করছি, গতি আরও বাউন্সের খেলা দেখতে পাবেন।' 



  • Nov 22, 2024 07:49 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: জসপ্রীত বুমরা যা জানালেন

    জসপ্রীত বুমরা বলেছেন, 'আমরা প্রথমে ব্যাট করতে যাচ্ছি। ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। ভালো রান করতে হবে। এই টেস্ট ম্যাচের জন্য আমরা ভালোই প্রস্তুতি নিয়েছি। ডব্লিউএসিএ (WACA)-তে আমরা ভালো অনুশীল করেছি। আমরা ২০১৮ সালে এখানে একটি টেস্ট ম্যাচ খেলেছি। আমরা জানি, এখানকার পিচ কেমন। খেলা যত গড়াবে, ততই পিচে বলের গতি বাড়বে। নীতীশকুমার রেড্ডি একজন ফাস্ট বোলার ও অলরাউন্ডার। সেই হিসেবে ওঁর অভিষেক হল। ওয়াশিংটন সুন্দর ছাড়াও আমাদের চার জন ফাস্ট বোলার থাকছে।'



  • Nov 22, 2024 07:40 IST
    India vs Australia Live Cricket Score, 1st Test Day 1: দুই দলের একাদশ

    ভারতীয় একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পারিক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি (অভিষেক ম্যাচ), হর্ষিত রানা (অভিষেক ম্যাচ), জসপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ  

    রিজার্ভ- অভিমন্যু ঈশ্বরন, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, সরফরাজ খান

    অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড



  • Nov 22, 2024 07:32 IST
    টস জিতলেন বুমরা, প্রথমে ব্যাট করবে ভারত

    পার্থের অপটাস স্টেডিয়ামে টস জিতে ভারত প্রথমে ব্যাট করবে। অশ্বিন, জাদেজাদের পরিবর্তে দলে ওয়াশিংটন সুন্দর। 

    ভারতীয় একাদশ- কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পারিক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি (অভিষেক ম্যাচ), হর্ষিত রানা (অভিষেক ম্যাচ), জসপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ  

    রিজার্ভ- অভিমন্যু ঈশ্বরন, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, সরফরাজ খান

    Team India list, ভারতীয় দলের তালিকা



  • Nov 22, 2024 07:25 IST
    অভিষেক হচ্ছে হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডির

    মূল পিচের পাশে ভারতীয় বোলাররা ওয়ার্ম আপ সারলেন। অশ্বিন, জাদেজা, ওয়াশিংটন সুন্দর, বুমরা, সিরাজরা ওয়ার্ম আপ করলেন। নীতীশ রেড্ডি ও হর্ষিত রানার এই ম্যাচে অভিষেক হতে চলেছে। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজারা বাদ পড়ছেন প্রথম ম্যাচে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক হোম সিরিজে ওয়াশিংটন সুন্দর দুটি টেস্টে ১৬ উইকেট নিয়েছেন। তাই তাঁর প্রথম দলে থাকার কথা।  



  • Nov 22, 2024 07:01 IST
    ভারতীয় স্কোয়াডে যা ঘটতে পারে

    প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলে তিন জন পেসার থাকবেন। পাশাপাশি, অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিও থাকবেন দলে। তিন পেসার নেতৃত্বে থাকবেন অধিনায়ক জসপ্রীত বুমরা। বাকি দুই পেসার হলেন মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজার মধ্যে একজনকে স্পিনার হিসেবে দলে নেওয়া হবে। 



  • Nov 22, 2024 06:40 IST
    পার্থের পিচ রিপোর্ট

    পার্থের কিউরেটর মনে করছেন, খেলা যত গড়াবে পিচে ফাটল দেখা দেবে। এখন সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু, খেলার সময় বোঝা যাবে। এই পিচে ম্যাচের প্রথম দু'দিন প্রচণ্ড গতি আর বাউন্স থাকবে। তবে, ঠিকমতো খেলতে পারলে এই পিচই আবার ব্যাটারদের স্বর্গরাজ্যে পরিণত হতে পারে বলেই পিচ কিউরেটর মনে করছেন।



  • Nov 22, 2024 06:39 IST
    পার্থ স্টেডিয়ামের আবহাওয়ার আপডেট

    উদ্বোধনী টেস্ট ম্যাচের আগে পার্থে বৃষ্টি হয়েছে। উদ্বোধনী ম্যাচের দিনও বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি টসে প্রভাব ফেলবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। পূর্বাভাস বলছে, পার্থ টেস্ট ম্যাচে ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টিটা আবার সকালেই হবে। তাতে অপটাস স্টেডিয়ামের পিচকে আরও গতিশীল করবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ম্যাচের উদ্বোধনের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু, বাকি টেস্ট ম্যাচে পার্থে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, আকাশ মেঘলা থাকবে। কিন্তু, আবহাওয়ার জন্য খেলায় কোনও সমস্যা হবে না। বাতাস বইবে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে। 



  • Nov 22, 2024 06:37 IST
    স্বাগত

    ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকার ট্রফির বহু প্রতীক্ষিত প্ৰথম টেস্টে স্বাগত। আর কিছুক্ষণ পরেই হবে টস। জানা যাবে দুই দলের একাদশ।



Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy
Advertisment